কোনো বিশেষ মহল ফ্যাক্টরি বন্ধের পাঁয়তারা করলে তাদের মনে রাখা হবে: শিল্প উপদেষ্টা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০৮:০১ অপরাহ্ণ, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • ৭১৯ বার পড়া হয়েছে

দেশের অর্থনীতিকে বিপদে ফেলতে কোনো বিশেষ মহল যদি কারখানা বন্ধ রাখার অপচেষ্টা করে তাদেরকে মনে রাখা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন শিল্প বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিজিএমইএ ভবনে তৈরি পোশাক কারখানায় চলমান সংকট ও উত্তরণের পথ নিয়ে মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।

উপদেষ্টা বলেন, আগামীকাল সকল কারখানা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। অনুষ্ঠানে পোশাক মালিকরা বলেছেন অস্থিরতার কারণে কোন কারখানা বন্ধ করতে হলে সেখানে ১৩/১ ধারা বাস্তবায়ন করবেন তারা।

উল্লেখ্য, শ্রম আইন-২০০৬ এর ১৩ (১) ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘটের কারণে মালিক ওই শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন; আর এমন বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না।

মতবিনিময় সভায় উপদেষ্টা আদিলুর রহমান আরও জানান, এমন পরিস্থিতে সরকার বিশেষ ব্যবস্থা নেবে। তবে সরকার ও অর্থনীতিকে বিপদে ফেলতে কেউ যদি কারখানা বন্ধ রাখার অপচেষ্টা করে তাদেরকে মনে রাখা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। এছাড়া শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইঁয়া ও মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোনো বিশেষ মহল ফ্যাক্টরি বন্ধের পাঁয়তারা করলে তাদের মনে রাখা হবে: শিল্প উপদেষ্টা

আপডেট সময় : ০৬:০৮:০১ অপরাহ্ণ, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

দেশের অর্থনীতিকে বিপদে ফেলতে কোনো বিশেষ মহল যদি কারখানা বন্ধ রাখার অপচেষ্টা করে তাদেরকে মনে রাখা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন শিল্প বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিজিএমইএ ভবনে তৈরি পোশাক কারখানায় চলমান সংকট ও উত্তরণের পথ নিয়ে মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।

উপদেষ্টা বলেন, আগামীকাল সকল কারখানা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। অনুষ্ঠানে পোশাক মালিকরা বলেছেন অস্থিরতার কারণে কোন কারখানা বন্ধ করতে হলে সেখানে ১৩/১ ধারা বাস্তবায়ন করবেন তারা।

উল্লেখ্য, শ্রম আইন-২০০৬ এর ১৩ (১) ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘটের কারণে মালিক ওই শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন; আর এমন বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না।

মতবিনিময় সভায় উপদেষ্টা আদিলুর রহমান আরও জানান, এমন পরিস্থিতে সরকার বিশেষ ব্যবস্থা নেবে। তবে সরকার ও অর্থনীতিকে বিপদে ফেলতে কেউ যদি কারখানা বন্ধ রাখার অপচেষ্টা করে তাদেরকে মনে রাখা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। এছাড়া শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইঁয়া ও মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার উপস্থিত ছিলেন।