শিরোনাম :
Logo মাগুরায় রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত Logo ঢাকাবাসীর প্রতি ছাত্রদলের অগ্রিম দুঃখ প্রকাশ Logo শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ Logo পুলিশে সুমাইয়া জাফরিন নামে কোনো নারী কর্মকর্তা নেই: পুলিশ সদর দপ্তর Logo খুবিতে ‘শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকীবিদ্যা’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু Logo আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনভাবেই ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ইসলাম ও স্বাধীনতার দুশমনদের এদেশে রাজনীত করার কোনো অধিকার নেই : আল্লামা মামুনুল হক …….. আল্লামা মামুনুল হক Logo পলাশবাড়ীতে চেকপোস্টে ফেন্সিডিল ও নগদ লাখ টাকাসহ গ্রেফতার মাদককারবারি Logo ড্যাফোডিল ইউনিভার্সিটিতে চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকদের দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ Logo সাজিদ মৃত্যুর তদন্ত ও নিরাপদ ক্যাম্পাস দাবিতে ইবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

ডিসেম্বরের শুরুতে ঘূর্ণিঝড়ের শঙ্কা

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫৮:৪৯ পূর্বাহ্ণ, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
  • ৭৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মধ্য নভেম্বরে ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদফতর। কিন্তু বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে চলতি মাসে দুটি লঘুচাপের সৃষ্টি হলেও কোনও ঘূর্ণিঝড় হয় নি।

নভেম্বরের ওই দুটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে দুর্বল হলেও বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে নতুন একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

ডিসেম্বরের শুরুতে লঘুচাপটি নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং তা ভারতের ওড়িশা উপকূলের দিকে যেতে পারে। যাওয়ার সময় খুলনা–সাতক্ষীরা অঞ্চলে পড়তে পারে এর প্রভাব।

কানাডার সাসকাচুয়ান ইউনিভার্সিটির আবহাওয়া ও জলবায়ুবিষয়ক বাংলাদেশি পিএইচডি গবেষক মোস্তফা কামাল বলেন, সামনের লঘুচাপটি থেকে নিম্নচাপ হয়ে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় হলে এর উল্লেখযোগ্য অংশ বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে।

মডেল পূর্বাভাসগুলো সে রকমই ইঙ্গিত দিচ্ছে। ঝড় হলে আগামী ৫ থেকে ৭ ডিসেম্বরের মধ্যে স্থলভাগে উঠে আসতে পারে। তবে ঘূর্ণিঝড় অথবা নিম্নচাপের কারণে ডিসেম্বরের ৪ থেকে বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে এবং ৫, ৬ ও ৭ ডিসেম্বর পুরো দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, সম্ভাব্য ঘূর্ণিঝড়টির ব্যাপারে আমেরিকা, কানাডা, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পূর্বাভাস কেন্দ্রগুলো ডিসেম্বরের ৫ থেকে ৭ তারিখের মধ্যে বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে। এর আগে ১ থেকে ২ ডিসেম্বর বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ থেকে নিম্নচাপ হতে পারে। অন্যদিকে ডিসেম্বরের ৩ তারিখেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হয়ে যেতে পারে।

মডেল পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় হলে ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গের রাজ্যের সীমান্ত ঘেঁষে বাংলাদেশের উপকূলে আঘাত করতে পারে। ঘূর্ণিঝড়টির অর্ধেক বাংলাদেশে ও বাকি অর্ধেক ভারতীয় অংশে আঘাত করতে পারে ৫ ও ৬ ডিসেম্বর। শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়টি পুরোপুরি বাংলাদেশের ওপর দিয়ে ভারতের মেঘালয় ও ত্রিপুরা রাজ্যে পর্যন্ত যেতে পারে।

মোস্তফা কামাল বলেন, সম্ভাব্য এ ঘূর্ণিঝড়টির সৃষ্টি নিয়ে প্রায় সব আবহাওয়া পূর্বাভাস মডেল একই সম্ভাবনার কথা জানিয়েছে। একইসঙ্গে আমেরিকা, ইইউ ও কানাডার আবহাওয়া পূর্বাভাস মডেল নির্দেশ করছে যে, ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করার পরে সৃষ্ট ভারী বৃষ্টিপাতের মূল অংশ বাংলাদেশের ওপর দিয়ে ৬ ডিসেম্বরে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে এবং ৫ থেকে ৭ ডিসেম্বর পুরো দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মাগুরায় রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত

ডিসেম্বরের শুরুতে ঘূর্ণিঝড়ের শঙ্কা

আপডেট সময় : ১০:৫৮:৪৯ পূর্বাহ্ণ, সোমবার, ২৯ নভেম্বর ২০২১

নিউজ ডেস্ক:মধ্য নভেম্বরে ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদফতর। কিন্তু বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে চলতি মাসে দুটি লঘুচাপের সৃষ্টি হলেও কোনও ঘূর্ণিঝড় হয় নি।

নভেম্বরের ওই দুটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে দুর্বল হলেও বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে নতুন একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

ডিসেম্বরের শুরুতে লঘুচাপটি নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং তা ভারতের ওড়িশা উপকূলের দিকে যেতে পারে। যাওয়ার সময় খুলনা–সাতক্ষীরা অঞ্চলে পড়তে পারে এর প্রভাব।

কানাডার সাসকাচুয়ান ইউনিভার্সিটির আবহাওয়া ও জলবায়ুবিষয়ক বাংলাদেশি পিএইচডি গবেষক মোস্তফা কামাল বলেন, সামনের লঘুচাপটি থেকে নিম্নচাপ হয়ে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় হলে এর উল্লেখযোগ্য অংশ বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে।

মডেল পূর্বাভাসগুলো সে রকমই ইঙ্গিত দিচ্ছে। ঝড় হলে আগামী ৫ থেকে ৭ ডিসেম্বরের মধ্যে স্থলভাগে উঠে আসতে পারে। তবে ঘূর্ণিঝড় অথবা নিম্নচাপের কারণে ডিসেম্বরের ৪ থেকে বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে এবং ৫, ৬ ও ৭ ডিসেম্বর পুরো দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, সম্ভাব্য ঘূর্ণিঝড়টির ব্যাপারে আমেরিকা, কানাডা, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পূর্বাভাস কেন্দ্রগুলো ডিসেম্বরের ৫ থেকে ৭ তারিখের মধ্যে বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে। এর আগে ১ থেকে ২ ডিসেম্বর বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ থেকে নিম্নচাপ হতে পারে। অন্যদিকে ডিসেম্বরের ৩ তারিখেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হয়ে যেতে পারে।

মডেল পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় হলে ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গের রাজ্যের সীমান্ত ঘেঁষে বাংলাদেশের উপকূলে আঘাত করতে পারে। ঘূর্ণিঝড়টির অর্ধেক বাংলাদেশে ও বাকি অর্ধেক ভারতীয় অংশে আঘাত করতে পারে ৫ ও ৬ ডিসেম্বর। শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়টি পুরোপুরি বাংলাদেশের ওপর দিয়ে ভারতের মেঘালয় ও ত্রিপুরা রাজ্যে পর্যন্ত যেতে পারে।

মোস্তফা কামাল বলেন, সম্ভাব্য এ ঘূর্ণিঝড়টির সৃষ্টি নিয়ে প্রায় সব আবহাওয়া পূর্বাভাস মডেল একই সম্ভাবনার কথা জানিয়েছে। একইসঙ্গে আমেরিকা, ইইউ ও কানাডার আবহাওয়া পূর্বাভাস মডেল নির্দেশ করছে যে, ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করার পরে সৃষ্ট ভারী বৃষ্টিপাতের মূল অংশ বাংলাদেশের ওপর দিয়ে ৬ ডিসেম্বরে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে এবং ৫ থেকে ৭ ডিসেম্বর পুরো দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে।