সোমবার | ১ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খালেদা জিয়ার সুস্থতা কামনা, বীরগঞ্জ উপজেলায় অসহায়দের মাঝে খাবার বিতরণ Logo চাঁদপুরে যোগদানের প্রথম দিনেই সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় Logo সদরপুরে গার্ডিয়ান এর এরিয়া অফিস উদ্ভোধন অনুষ্ঠানে ১০ লাখ টাকার মৃত্যু দাবী চেক বিতরণ। Logo ৪৫তম বিসিএস-এ ক্যাডার বুটেক্সের ১৩ শিক্ষার্থী Logo হাবিপ্রবিতে মশার উপদ্রবে উদ্বিগ্ন শিক্ষার্থীরা, ভ্রুক্ষেপ নেই প্রশাসনের Logo জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল Logo মেডিকেল বোর্ডের দেওয়া চিকিৎসা খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন : ডা. জাহিদ Logo কচুয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন গণঅধিকার পরিষদ নেতা এনায়েত হাসিব Logo কচুয়ায় ইউএনও হেলাল চৌধুরীর বিদায় সংবর্ধনা Logo জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা সভাপতি রিংকু, সম্পাদক ফরহাদ

নতুন জোট গঠন করে নির্বাচনে অংশ নেবেন এরশাদ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:২৫:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নতুন জোট গঠনের মধ্যদিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এরই মধ্যে সমমনা অনেক দলের সঙ্গে বৈঠকও করেছেন বলে জানান তিনি। এর আগে এককভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা বলে আসছিলেন এরশাদ। গতকাল সোমবার দুপুরে তিনদিনের সফরে রংপুরে এসে নিজ বাসা পল্লীনিবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন এরশাদ।

এখন জোট গঠনের কারণ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বলেন, “দেশে এখন জোটের রাজনীতি চলছে। কেউ ১৪ দলীয় জোট করেছে, আবার কেউ ২০ দলীয় জোট করেছে। সেখানে জাতীয় পার্টি জোট করলে দোষের কিছু নাই। এটা হতেই পারে”।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না বলে তার দলের নেতাদের বক্তব্য প্রসঙ্গে এরশাদ বলেন, “বিএনপি নেতারা যত কথাই বলুক না কেন আগামী সংসদ নির্বাচনে তারা অংশ নিতে বাধ্য। নির্বাচনে অংশ না নিলে দলটির নিবন্ধন বাতিল হয়ে যাবে। দল টিকিয়ে রাখতে হলে বিএনপিকে অবশ্যই নির্বাচনে অংশ নিতে হবে”।

এরশাদ আরও বলেন, “আমরা আশা করছি নতুন নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে”। তিনি বলেন, “আমার শাসনামলে আইন করে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করেছিলাম। কারণ আমি ভাষা সৈনিকদের হৃদয়ের কথা বুঝতাম”। “কিন্তু বর্তমানে ভাষার মাসে যেখানে সেখানে ইংরেজি ব্যবহার হচ্ছে”।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপ-নির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, “সেখানে আমরা এককভাবে প্রার্থী দিয়েছি। ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে আমার দলের প্রার্থী জয়ী হবে”।

এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য মেজর(অব:) খালেদ, রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাষ্টার, রংপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্যসচিব এস এম ইয়াসির উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার সুস্থতা কামনা, বীরগঞ্জ উপজেলায় অসহায়দের মাঝে খাবার বিতরণ

নতুন জোট গঠন করে নির্বাচনে অংশ নেবেন এরশাদ !

আপডেট সময় : ০৪:২৫:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

নতুন জোট গঠনের মধ্যদিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এরই মধ্যে সমমনা অনেক দলের সঙ্গে বৈঠকও করেছেন বলে জানান তিনি। এর আগে এককভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা বলে আসছিলেন এরশাদ। গতকাল সোমবার দুপুরে তিনদিনের সফরে রংপুরে এসে নিজ বাসা পল্লীনিবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন এরশাদ।

এখন জোট গঠনের কারণ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বলেন, “দেশে এখন জোটের রাজনীতি চলছে। কেউ ১৪ দলীয় জোট করেছে, আবার কেউ ২০ দলীয় জোট করেছে। সেখানে জাতীয় পার্টি জোট করলে দোষের কিছু নাই। এটা হতেই পারে”।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না বলে তার দলের নেতাদের বক্তব্য প্রসঙ্গে এরশাদ বলেন, “বিএনপি নেতারা যত কথাই বলুক না কেন আগামী সংসদ নির্বাচনে তারা অংশ নিতে বাধ্য। নির্বাচনে অংশ না নিলে দলটির নিবন্ধন বাতিল হয়ে যাবে। দল টিকিয়ে রাখতে হলে বিএনপিকে অবশ্যই নির্বাচনে অংশ নিতে হবে”।

এরশাদ আরও বলেন, “আমরা আশা করছি নতুন নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে”। তিনি বলেন, “আমার শাসনামলে আইন করে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করেছিলাম। কারণ আমি ভাষা সৈনিকদের হৃদয়ের কথা বুঝতাম”। “কিন্তু বর্তমানে ভাষার মাসে যেখানে সেখানে ইংরেজি ব্যবহার হচ্ছে”।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপ-নির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, “সেখানে আমরা এককভাবে প্রার্থী দিয়েছি। ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে আমার দলের প্রার্থী জয়ী হবে”।

এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য মেজর(অব:) খালেদ, রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাষ্টার, রংপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্যসচিব এস এম ইয়াসির উপস্থিত ছিলেন।