চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

0
27

নিউজ ডেস্ক:

আলমডাঙ্গায় করোনায় মারা গেলেন মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অবঃ) আহসান আলী মৃধা (ইন্নালিল্লাহি অইন্নাইলাইহি রাজিউন)। তিনি সোমবার সকালে যশোর সিএমএইচ‘এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।সোমবার দুপুরে নিহতের লাশ আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ ময়দানে আনা হয়। এখানে জেলা পুলিশের একটি চৌকশ দল তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে। এরপর স্থানীয় প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের উদ্যেগে দারুস সালাম কবরস্থানে তামে সমাহিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, পৌরসভার মেয়র হাসান কাদির গনু, সহকারী কমিশনার (ভুমি) হুমায়ুন কবীর, থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার ও ইসলামী ফাউন্ডেশনের মৌলানা ওমর ফারুক।মৃত্যুকালে আহসান মৃধার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।