সোমবার | ১ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খালেদা জিয়ার সুস্থতা কামনা, বীরগঞ্জ উপজেলায় অসহায়দের মাঝে খাবার বিতরণ Logo চাঁদপুরে যোগদানের প্রথম দিনেই সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় Logo সদরপুরে গার্ডিয়ান এর এরিয়া অফিস উদ্ভোধন অনুষ্ঠানে ১০ লাখ টাকার মৃত্যু দাবী চেক বিতরণ। Logo ৪৫তম বিসিএস-এ ক্যাডার বুটেক্সের ১৩ শিক্ষার্থী Logo হাবিপ্রবিতে মশার উপদ্রবে উদ্বিগ্ন শিক্ষার্থীরা, ভ্রুক্ষেপ নেই প্রশাসনের Logo জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল Logo মেডিকেল বোর্ডের দেওয়া চিকিৎসা খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন : ডা. জাহিদ Logo কচুয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন গণঅধিকার পরিষদ নেতা এনায়েত হাসিব Logo কচুয়ায় ইউএনও হেলাল চৌধুরীর বিদায় সংবর্ধনা Logo জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা সভাপতি রিংকু, সম্পাদক ফরহাদ

নির্বাচনকালীন সরকার নিয়ে ধূম্রজাল সৃষ্টি করবেন না !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১২:০০ অপরাহ্ণ, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ক্ষমতাসীন কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম নির্বাচনকালীন সরকার নিয়ে অহেতুক ফর্মুলা দিয়ে ধূম্রজাল সৃষ্টি না করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন।

গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারে বাংলাদেশ গণ-আজাদী লীগের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ‘ভাষা আন্দোলন থেকে আজকের বাংলাদেশ’ শীর্ষক এই অনুষ্ঠানে কয়েকজন ভাষাসৈনিককে সংবর্ধনা দেওয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাঙালিকে দমনের জন্য বারবার চক্রান্ত হয়েছে কিন্তু চক্রান্তকারী বারবার পরাজিত হয়েছে। বাংলাদেশ এখন একটি সমৃদ্ধ দেশের পথে এগিয়ে যাচ্ছে। গোটা বিশ্বই এখন মর্যাদা ও সম্মান দেয়। বাংলাদেশ গণতান্ত্রিক পথেই এগিয়ে যাবে। গণতন্ত্রকে ধ্বংস করার ক্ষমতা কারো নেই। গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে আগামী দুই বছর পরে যথাসময়ে নির্বাচন হবে।

পার্বত্য চট্টগ্রামের বাঘাইছড়িতে শনিবার অনুষ্ঠিত নির্বাচনের প্রসঙ্গ তুলে বর্তমান নির্বাচন কমিশনের প্রশংসা করেন মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘ছোট নির্বাচন হলেও সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীসহ তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচন নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। ইসি তাদের প্রথম পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে। এতে কোনো সন্দেহ নেই। আমরা আশা করি নির্বাচন কমিশন এই সফলতা আগামীতে ধরে রাখবে।

একাদশ জাতীয় নির্বাচনে নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে রাজনৈতিক দলের প্রতিক্রিয়ার জবাবে মোহাম্মদ নাসিম বলেন, ‘এখন যে যত কথাই বলুক, বিএনপিসহ সবাই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশা করি। কারণ, বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করছে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার সরকারের অধীনেই হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীই নির্বাচিত সরকারের প্রধান থাকবেন। তিনি যেভাবে চাইবেন নির্বাচনকালীন সরকার সেভাবেই হবে।

দুনিয়ায় যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেইভাবেই হবে। কোনো ফর্মুলা দিয়ে লাভ হবে না। এখন অনেকে ফর্মুলা দেওয়া শুরু করেছেন। সংবিধানের কোথাও ফর্মুলার কথা লেখা নেই। সংবিধানে যা আছে তাই হবে। সংবিধান উপেক্ষা করার ক্ষমতা আমার আপনার কারো নেই। এমনকি প্রধানমন্ত্রীরও নেই।

বিএনপির উদ্দেশে নাসিম বলেন, ‘অহেতুক ফর্মুলা দিয়ে ধূম্রজাল সৃষ্টি করার কোনো দরকার নেই। ২০১৪ সালের আগে শেখ হাসিনা এগিয়ে এসেছিলেন। তিনি সবাইকে আহ্বান করেছেন নির্বাচন করার জন্য কিন্তু আপনারা নির্বাচন করেননি। জ্বালাও-পোড়াও করেছেন। এখন ভুল বুঝতে পেরেছেন। আপনারা ভুল সংশোধন করতে চান। এতে লজ্জার কি আছে। তাই আগামী নির্বাচনে অংশগ্রহণ করুন। জনগণ যে রায় দেবে সবাই সেটা মেনে নেবে।’

নাসিম বলেন, ‘১৪ দল ঐক্যবদ্ধ আছে। আগামী নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। সেই নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি আবারো ক্ষমতায় আসবে বলে আশা করি।’

আয়োজক সংগঠনের সভাপতি এস কে শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ রায়, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক অসীত বরণ রায়, গণতন্ত্রী পার্টির ডা. শহিদুল্লাহ শিকদার, গণআজাদী লীগের সাধারণ সম্পাদক মহাম্মদ আতা উল্লাহ খান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার সুস্থতা কামনা, বীরগঞ্জ উপজেলায় অসহায়দের মাঝে খাবার বিতরণ

নির্বাচনকালীন সরকার নিয়ে ধূম্রজাল সৃষ্টি করবেন না !

আপডেট সময় : ১২:১২:০০ অপরাহ্ণ, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

ক্ষমতাসীন কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম নির্বাচনকালীন সরকার নিয়ে অহেতুক ফর্মুলা দিয়ে ধূম্রজাল সৃষ্টি না করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন।

গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারে বাংলাদেশ গণ-আজাদী লীগের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ‘ভাষা আন্দোলন থেকে আজকের বাংলাদেশ’ শীর্ষক এই অনুষ্ঠানে কয়েকজন ভাষাসৈনিককে সংবর্ধনা দেওয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাঙালিকে দমনের জন্য বারবার চক্রান্ত হয়েছে কিন্তু চক্রান্তকারী বারবার পরাজিত হয়েছে। বাংলাদেশ এখন একটি সমৃদ্ধ দেশের পথে এগিয়ে যাচ্ছে। গোটা বিশ্বই এখন মর্যাদা ও সম্মান দেয়। বাংলাদেশ গণতান্ত্রিক পথেই এগিয়ে যাবে। গণতন্ত্রকে ধ্বংস করার ক্ষমতা কারো নেই। গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে আগামী দুই বছর পরে যথাসময়ে নির্বাচন হবে।

পার্বত্য চট্টগ্রামের বাঘাইছড়িতে শনিবার অনুষ্ঠিত নির্বাচনের প্রসঙ্গ তুলে বর্তমান নির্বাচন কমিশনের প্রশংসা করেন মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘ছোট নির্বাচন হলেও সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীসহ তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচন নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। ইসি তাদের প্রথম পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে। এতে কোনো সন্দেহ নেই। আমরা আশা করি নির্বাচন কমিশন এই সফলতা আগামীতে ধরে রাখবে।

একাদশ জাতীয় নির্বাচনে নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে রাজনৈতিক দলের প্রতিক্রিয়ার জবাবে মোহাম্মদ নাসিম বলেন, ‘এখন যে যত কথাই বলুক, বিএনপিসহ সবাই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশা করি। কারণ, বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করছে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার সরকারের অধীনেই হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীই নির্বাচিত সরকারের প্রধান থাকবেন। তিনি যেভাবে চাইবেন নির্বাচনকালীন সরকার সেভাবেই হবে।

দুনিয়ায় যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেইভাবেই হবে। কোনো ফর্মুলা দিয়ে লাভ হবে না। এখন অনেকে ফর্মুলা দেওয়া শুরু করেছেন। সংবিধানের কোথাও ফর্মুলার কথা লেখা নেই। সংবিধানে যা আছে তাই হবে। সংবিধান উপেক্ষা করার ক্ষমতা আমার আপনার কারো নেই। এমনকি প্রধানমন্ত্রীরও নেই।

বিএনপির উদ্দেশে নাসিম বলেন, ‘অহেতুক ফর্মুলা দিয়ে ধূম্রজাল সৃষ্টি করার কোনো দরকার নেই। ২০১৪ সালের আগে শেখ হাসিনা এগিয়ে এসেছিলেন। তিনি সবাইকে আহ্বান করেছেন নির্বাচন করার জন্য কিন্তু আপনারা নির্বাচন করেননি। জ্বালাও-পোড়াও করেছেন। এখন ভুল বুঝতে পেরেছেন। আপনারা ভুল সংশোধন করতে চান। এতে লজ্জার কি আছে। তাই আগামী নির্বাচনে অংশগ্রহণ করুন। জনগণ যে রায় দেবে সবাই সেটা মেনে নেবে।’

নাসিম বলেন, ‘১৪ দল ঐক্যবদ্ধ আছে। আগামী নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। সেই নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি আবারো ক্ষমতায় আসবে বলে আশা করি।’

আয়োজক সংগঠনের সভাপতি এস কে শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ রায়, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক অসীত বরণ রায়, গণতন্ত্রী পার্টির ডা. শহিদুল্লাহ শিকদার, গণআজাদী লীগের সাধারণ সম্পাদক মহাম্মদ আতা উল্লাহ খান।