শিরোনাম :
Logo বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা Logo সিন্ডিকেটের নিষেধাজ্ঞা অমান্য করে কুবি ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo ফিটনেসবিহীন কুবির বিআরটিসি বাসে আগুন Logo চাঁদপুরে টাইফয়েড টিকাদান কর্মশালা অনুষ্ঠিত Logo খুুবি উপাচার্যের সাথে হিট প্রজেক্টপ্রাপ্ত শিক্ষকদের মতবিনিময় Logo চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রতিটি স্তরে সেবা গ্রহীতাদের স্বস্তি Logo নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক হত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন  Logo নারী হেনস্থা ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ Logo চাঁদপুর মডেল থানায় ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo ইবি’র দুই নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে কমিটি পুনর্গঠন

জনগণের ভাগ্য পরিবর্তনে সরকার নিরলস কাজ করে যাচ্ছে !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪১:১৬ পূর্বাহ্ণ, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গণমানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তার সরকার নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সুইডিশ সংসদ সদস্য জেন্স হোমের নেতৃত্বে সুইডিস বামপন্থী দলের তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাতে এলে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, কৃষক-শ্রমিকসহ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য এবং এই লক্ষ্য অর্জনেই আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি। ’

বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘দরিদ্র ও বিপন্ন জনগোষ্ঠীর কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার সামাজিক নিরাপত্তা বলয়ের কর্মসূচির আওতায় দরিদ্রদের জন্য বিভিন্ন প্রকার ভাতার ব্যবস্থা করেছে।

শেখ হাসিনা বলেন, গত আট বছরে সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে দারিদ্র্যের হার ৪৭ শতাংশ থেকে ২২ শতাংশে নেমে এসেছে এবং অতি দারিদ্র্যের হার ২৪ শতাংশ থেকে নেমে ১২ শতাংশ হয়েছে।

নারী উন্নয়নের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের সময়ে রাষ্ট্রের সর্বস্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।সুইডিশ প্রতিনিধিদলটি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে নবায়োনযোগ্য জ্বালানি এবং বায়োগ্যাস প্লান্টে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করে জানায়- ‘আমরা এই খাতে বাংলাদেশের সঙ্গে আমাদের অভিজ্ঞতা বিনিময় করতে পারি। ’

প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীকে আরও জানায়, তারা জলবায়ু পরিবর্তন, শহর উন্নয়ন এবং লিঙ্গ সমতার মতো বিভিন্ন বিষয় নিয়ে পরিবেশ ও বনমন্ত্রী এবং বিভিন্ন বেসরকারি সংগঠনের সঙ্গে পর্যালোচনা করেছেন।

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে প্রতিনিধিদলের সদস্যরা জানান, জাতির পিতার বিভিন্ন স্মারক দেখে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন।এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা

জনগণের ভাগ্য পরিবর্তনে সরকার নিরলস কাজ করে যাচ্ছে !

আপডেট সময় : ১১:৪১:১৬ পূর্বাহ্ণ, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

গণমানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তার সরকার নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সুইডিশ সংসদ সদস্য জেন্স হোমের নেতৃত্বে সুইডিস বামপন্থী দলের তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাতে এলে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, কৃষক-শ্রমিকসহ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য এবং এই লক্ষ্য অর্জনেই আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি। ’

বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘দরিদ্র ও বিপন্ন জনগোষ্ঠীর কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার সামাজিক নিরাপত্তা বলয়ের কর্মসূচির আওতায় দরিদ্রদের জন্য বিভিন্ন প্রকার ভাতার ব্যবস্থা করেছে।

শেখ হাসিনা বলেন, গত আট বছরে সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে দারিদ্র্যের হার ৪৭ শতাংশ থেকে ২২ শতাংশে নেমে এসেছে এবং অতি দারিদ্র্যের হার ২৪ শতাংশ থেকে নেমে ১২ শতাংশ হয়েছে।

নারী উন্নয়নের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের সময়ে রাষ্ট্রের সর্বস্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।সুইডিশ প্রতিনিধিদলটি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে নবায়োনযোগ্য জ্বালানি এবং বায়োগ্যাস প্লান্টে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করে জানায়- ‘আমরা এই খাতে বাংলাদেশের সঙ্গে আমাদের অভিজ্ঞতা বিনিময় করতে পারি। ’

প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীকে আরও জানায়, তারা জলবায়ু পরিবর্তন, শহর উন্নয়ন এবং লিঙ্গ সমতার মতো বিভিন্ন বিষয় নিয়ে পরিবেশ ও বনমন্ত্রী এবং বিভিন্ন বেসরকারি সংগঠনের সঙ্গে পর্যালোচনা করেছেন।

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে প্রতিনিধিদলের সদস্যরা জানান, জাতির পিতার বিভিন্ন স্মারক দেখে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন।এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী উপস্থিত ছিলেন।