সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে কোন আইনগত বাধা নেই : সিইসি

  • আপডেট সময় : ১২:০০:০০ অপরাহ্ণ, শনিবার, ২৪ নভেম্বর ২০১৮
  • ৭৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে কোন আইনগত বাধা নেই। কমিশন সেটা ব্যবহার করবে।
তিনি বলেন, ‘ইভিএম একটি নতুন উদ্যোগ। ব্যালটে ভোট দেয়ার যে ঝামেলা সেটি দূর করতে হবে। ইভিএমের মাধ্যমে সেটা হতে পারে। ইতোপূর্বে স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার করা হয়েছে। সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে কোন আইনগত বাধা নেই। সেটা আমরা ব্যবহার করব।’
আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে সকালে ইভিএম প্রশিক্ষণ সংক্রান্ত উদ্বোধনী অনুষ্ঠান শেষে সিইসি সাংবাদিকদের বলেন, কতটি ভোট কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে সে বিষয়ে দু’একদিনের মধ্যে সিদ্ধান্ত হবে।
আগামী ৩০ ডিসেম্বর রাজনৈতিক দলসহ সবার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন উল্লেখ করে নুরুল হুদা বলেন, ‘৩০ ডিসেম্বরের জন্য নির্বাচন কমিশন (ইসি) ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এদিনে জনগণ তাদের প্রতিনিধিকে নির্বাচন করবেন। এটি রাজনৈতিক দলসহ সবার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।’
নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘নিরপেক্ষতা, কারিগরি দক্ষতার পাশাপাশি নির্বাচন পরিচালনায় আইন বিধি-বিধান জানা দরকার। আপনারা নির্বাচন কিভাবে পরিচালনা করবেন সেটা জানলেও, সহকারী প্রিজাইডিং অফিসারদের জানার কথা নয়। বার বার বিভিন্ন পর্যায়ে এই ট্রেনিং দেয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ। আপনারা তাদের সঠিকভাবে প্রশিক্ষণ দেবেন।’
সিইসি বলেন, যেখানে ইভিএম ব্যবহার হবে, সেখানে কয়েকদিন আগে মানুষকে বোঝাতে হবে। যাতে কোন সমস্যা না থাকে। ভোটারদের বোঝাতে হবে। বিভিন্ন দল ইভিএমের বিরোধিতা করে, তারা এটি এসে পরীক্ষা-নিরীক্ষা করে দেখুক। তাদের লোক দিয়ে ইভিএমের টেকনিক্যাল বিষয় জানুক তাহলে সংশয় কেটে যাবে।
এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি দলের মনোনয়ন প্রত্যাশী নেতা আবু বকর আবুর মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যবস্থা নেয়ারও নির্দেশ দিয়েছেন সিইসি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে কোন আইনগত বাধা নেই : সিইসি

আপডেট সময় : ১২:০০:০০ অপরাহ্ণ, শনিবার, ২৪ নভেম্বর ২০১৮

নিউজ ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে কোন আইনগত বাধা নেই। কমিশন সেটা ব্যবহার করবে।
তিনি বলেন, ‘ইভিএম একটি নতুন উদ্যোগ। ব্যালটে ভোট দেয়ার যে ঝামেলা সেটি দূর করতে হবে। ইভিএমের মাধ্যমে সেটা হতে পারে। ইতোপূর্বে স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার করা হয়েছে। সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে কোন আইনগত বাধা নেই। সেটা আমরা ব্যবহার করব।’
আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে সকালে ইভিএম প্রশিক্ষণ সংক্রান্ত উদ্বোধনী অনুষ্ঠান শেষে সিইসি সাংবাদিকদের বলেন, কতটি ভোট কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে সে বিষয়ে দু’একদিনের মধ্যে সিদ্ধান্ত হবে।
আগামী ৩০ ডিসেম্বর রাজনৈতিক দলসহ সবার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন উল্লেখ করে নুরুল হুদা বলেন, ‘৩০ ডিসেম্বরের জন্য নির্বাচন কমিশন (ইসি) ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এদিনে জনগণ তাদের প্রতিনিধিকে নির্বাচন করবেন। এটি রাজনৈতিক দলসহ সবার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।’
নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘নিরপেক্ষতা, কারিগরি দক্ষতার পাশাপাশি নির্বাচন পরিচালনায় আইন বিধি-বিধান জানা দরকার। আপনারা নির্বাচন কিভাবে পরিচালনা করবেন সেটা জানলেও, সহকারী প্রিজাইডিং অফিসারদের জানার কথা নয়। বার বার বিভিন্ন পর্যায়ে এই ট্রেনিং দেয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ। আপনারা তাদের সঠিকভাবে প্রশিক্ষণ দেবেন।’
সিইসি বলেন, যেখানে ইভিএম ব্যবহার হবে, সেখানে কয়েকদিন আগে মানুষকে বোঝাতে হবে। যাতে কোন সমস্যা না থাকে। ভোটারদের বোঝাতে হবে। বিভিন্ন দল ইভিএমের বিরোধিতা করে, তারা এটি এসে পরীক্ষা-নিরীক্ষা করে দেখুক। তাদের লোক দিয়ে ইভিএমের টেকনিক্যাল বিষয় জানুক তাহলে সংশয় কেটে যাবে।
এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি দলের মনোনয়ন প্রত্যাশী নেতা আবু বকর আবুর মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যবস্থা নেয়ারও নির্দেশ দিয়েছেন সিইসি।