নিউজ ডেস্ক:
অধিকৃত পশ্চিম তীরে রাতে অভিযান চলাকালে ইসরাইলি সৈন্যের গুলিতে ফিলিস্তিনি এক কিশোর নিহত হয়েছে। সোমবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় বেথেলহামে অবস্থিত দায়েশ শরণার্থী শিবিরে সংঘর্ষ চলাকালে ইসরাইলি সেনার গুলিতে আরকান মিজহার (১৫) নিহত হয়।
এদিকে ইসরাইলী সেনা সূত্র বলছে, তাদের সৈন্যরা এ শরণার্থী শিবিরে প্রবেশ করে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে। এতে সেখানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গেলে সংঘর্ষ বেঁধে যায়।




















































