নিউজ ডেস্ক:
প্যারিসে ইসরায়েলের রাষ্ট্রদূত ও ইরানে সন্ত্রাসী দল হিসেবে পরিচিত মুজাহিদিন ই- খালকের নেত্রী মারিয়াম রাজাভির সঙ্গে বৈঠক করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এসময় সৌদি যুবরাজ রাজাভিকে ইরানে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ আয়োজনের জন্যে রাজাভিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তেহরান টাইমস
প্যারিসের উপকণ্ঠে যে বিশাল প্রাসাদ কিনেছেন সৌদি যুবরাজ, বৈঠকটি সেখানেই হয়। প্যারিস থেকে ওই চ্যাথিউ প্রাসাদে গাড়িতে করে আসতে সময় লাগে ঘন্টা খানেক। বৈঠকে যুবরাজ রাজাভিকে সমর্থন ও সহায়তা অব্যাহত রাখার কথা বলেন। ইরানে সম্প্রতি সরকার বিরোধী বিক্ষোভ ও প্রতিবাদে এধরনের আন্দোলন অব্যাহত রাখার জন্যে মারিয়াম রাজাভি তার টুইটার বার্তায় আহবান জানিয়েছিলেন।