নিউজ ডেস্ক: বৃহস্পতিবারের ম্যাচটা বাংলাদেশ দলের জন্য ভালো সুযোগ। আশা করছি বাংলাদেশ পজেটিভ ক্রিকেটে খেলবে। আর ভারত তো অবশ্যই শক্তিশালী দল। শ্রীলংকার মাটিতে খেলছে। তবে বাংলাদেশ দলের জন্য এই সিরিজটা কঠিন হবে। তবে ক্রিকেটে অসম্ভব বলতে কিছু নেই।
দলের দিক থেকে ভারত শক্তিশালী দল। সব টিমের জন্যই ভারত কঠিন প্রতিপক্ষ। বাংলাদেশের আশা জাগা নিয়ে ব্যাপার হচ্ছে, প্রস্তুতি ম্যাচে দলের সিনিয়র ক্রিকেটাররা ভালো করেছেন। আশা করি বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের শুরুর ম্যাচে ভালো খেলবে এবং আমরা জয় দিয়ে সিরিজ শুরু করতে পারব।
আমরা জাতিগতভাবেই একটু বেশি উচ্ছ্বাস প্রকাশ করি। একটা সিরিজ হারলেই আমরা সব হারিয়ে ফেললাম এটাতে আমি একমত নই। অপ্রত্যাশিত হলেও সত্য বাংলাদেশ একটা সিরিজে খারাপ খেলেছে। আশা করি তারা খুব দ্রুত শক্তভাবে ঘুরে দাঁড়াবে।
সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে শ্রীলংকা প্রেসিডেন্স একাদশের বিপক্ষে (৪১ রানের জয় পেয়েছে টাইগাররা) বাংলাদেশ খুব ভালো করছে। আশা করি প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সের ধারাবাহিকতা ক্রিকেটাররা মূল ম্যাচে অব্যাহত রাখতে পারবেন।