নিউজ ডেস্ক:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বেলা ২ টার দিকে এ ফল প্রকাশ করা হয় বলে ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালযের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর নিকট আনুষ্ঠানিকভাবে এ ফলাফল হস্তান্তর করেন ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. আসাদুজ্জামান ও ইউনিটের সদস্যরা।
‘সি’ ইউনিটে ২২৫টি আসনের বিপরীতে ১৪ হাজার ৩ শত ৮২জন আবেদন পত্র উত্তোলন করেন এবং ৯ হাজার ৮ শত ৭৮ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পাশের হার ৪৫ শতাংশ। সোমবার সকাল সাড়ে ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত তিন শিফটে এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd) ও সংশ্লিষ্ট অনুষদের নোটিশ বোর্ড থেকে জানা যাবে।