কিমের বিরুদ্ধে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালু করছে জাপান !

  • আপডেট সময় : ০৩:৪৭:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭
  • ৭৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই ধারাবাহিকভাবে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এ বছরই দেশটির সরকার জাপানের ওপর দিয়ে দু’টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় এবং তারা জাপানকে সাগরে ‘তলিয়ে’ দেয়ার হুমকি দেয়। আর তারই জের ধরে মঙ্গলবার স্থলভিত্তিক মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা চালুর অনুমোদন দিল জাপান সরকার। পিয়ংইয়ংয়ের আসন্ন ও মারাত্মক হুমকি মোকাবেলার লক্ষ্যে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতেই জাপান এ অনুমোদন দিয়েছে।

মন্ত্রীপরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালুর অনুমোদন দিয়ে জাপান সরকার জানায়, ‘উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হুমকির নতুন পর্যায়ে পৌঁছেছে। যা আমাদের দেশের নিরাপত্তার জন্য বড় ধরণের হুমকি হিসেবে দেখা দিয়েছে।’ টোকিও আরও জানায়, জাপানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত উন্নয়ন করা প্রয়োজন।

উল্লেখ্য, গত মাসে উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালায়। ক্ষেপণাস্ত্রটি জাপানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোনে গিয়ে পড়ে।

সূত্র: এএফপি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্রসচিবসহ ৬ জনকে অব্যাহতি

কিমের বিরুদ্ধে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালু করছে জাপান !

আপডেট সময় : ০৩:৪৭:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই ধারাবাহিকভাবে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এ বছরই দেশটির সরকার জাপানের ওপর দিয়ে দু’টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় এবং তারা জাপানকে সাগরে ‘তলিয়ে’ দেয়ার হুমকি দেয়। আর তারই জের ধরে মঙ্গলবার স্থলভিত্তিক মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা চালুর অনুমোদন দিল জাপান সরকার। পিয়ংইয়ংয়ের আসন্ন ও মারাত্মক হুমকি মোকাবেলার লক্ষ্যে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতেই জাপান এ অনুমোদন দিয়েছে।

মন্ত্রীপরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালুর অনুমোদন দিয়ে জাপান সরকার জানায়, ‘উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হুমকির নতুন পর্যায়ে পৌঁছেছে। যা আমাদের দেশের নিরাপত্তার জন্য বড় ধরণের হুমকি হিসেবে দেখা দিয়েছে।’ টোকিও আরও জানায়, জাপানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত উন্নয়ন করা প্রয়োজন।

উল্লেখ্য, গত মাসে উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালায়। ক্ষেপণাস্ত্রটি জাপানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোনে গিয়ে পড়ে।

সূত্র: এএফপি