নিউজ ডেস্ক:
পাকিস্তান যেকোনো সময় পরমাণু যুদ্ধ বাঁধিয়ে ফেলতে পারে বলে এক রিপোর্টে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আটলান্টিক কাউন্সিলের এশিয়া ইন দ্য সেকেন্ড নিউক্লিয়ার এজে রিপোর্টটি প্রকাশ করেছে।
রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানে যে পরমাণু অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা চলছে তা শুধু দেশের নিরাপত্তা বিঘ্নিত করবে না। বরং সেই সঙ্গে এটি পাকিস্তানের পরমাণু যুদ্ধের পথকে প্রশস্ত করছে অনেকাংশে।
রিপোর্ট অনুযায়ী, এই ধরণের পরমাণু পরীক্ষা পাকিস্তানকে নানা ক্ষেত্রে সমস্যার সম্মুখীন করতে পারে। বিশেষ করে সামরিক ঘাঁটি। যেখানে পরমাণু অস্ত্রশস্ত্র রাখা হয়। সেখানেই জঙ্গিরা হামলা চালায়। এই ধরণের সংবেদনশীল ঘটনায় ঘটনাস্থলের ভিতরকার লোকই যে জড়িত থাকে কিছু কিছু ক্ষেত্রে সেটি নিশ্চিতাভাবে বলাই যায়।
এই হামলার ফলে সামরিক ঘাঁটি থেকে পরমাণু অস্ত্রশস্ত্রগুলো জঙ্গিদের হাতে চলে যাওয়ার প্রবল সম্ভাবনা থেকে যায়। যার জেরেই পাকিস্তানের নিরাপত্তা কিছু কিছু ক্ষেত্রে প্রশ্নের সম্মুখীন হয়ে পরে।
রিপোর্ট অনুযায়ী, এই পারমাণবিক অস্ত্রশস্ত্রগুলো যা আধুনিকীকরণ করা হয়, যেমন, নতুন এবং উন্নত ডিজাইনের সাথে পুরানো সিস্টেমের প্রতিস্থাপন করা হচ্ছে।













































