সাইবার হামলার ঝুঁকিতে ব্রিটেনের পারমাণবিক সাবমেরিন !

  • আপডেট সময় : ১২:২৮:১৪ অপরাহ্ণ, রবিবার, ৫ নভেম্বর ২০১৭
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি বাড়ছে এর অপব্যবহারও। এমনকি, শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলোও সাইবার হামলা থেকে রক্ষা পাচ্ছে না।
আর তারই জের ধরে এক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, ব্রিটেনের সাবমেরিনে বসানো পরমাণু বোমা সাইবার হামলার শিকার হতে পারে। ইউরোপীয় লিডারশিপ নেটওয়ার্ক বা ইএলএন নামের একটি থিংক ট্যাংকে চাঞ্চল্যকর এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে ব্রিটেনের পরমাণু বোমার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

এ ব্যাপারে প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু বোমা ছোঁড়ার অনুমোদন দিয়ে রেডিও বার্তা পাঠানো হয়। হ্যাকাররা ওই রেডিও বার্তা নিজেদের আয়ত্তে আনার এখন চেষ্টা করছে। যেকোন ভাবেই হোক না কেন হ্যাকাররা পরমাণু সাবমেরিন বা পরমাণু বোমার নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলতে পারে বলেও প্রচণ্ড উদ্বেগ প্রকাশ করা হয়েছে ওই প্রতিবেদনে।

এছাড়া, ব্রিটেন নেক্সট জেনারেশন পরমাণু বোমাবাহী সাবমেরিন তৈরির উদ্যোগ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেক্ষেত্রে পরমাণু ডুবোজাহাজ ও পরমাণু বোমার নিরাপত্তার বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলেও ওই প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাইবার হামলার ঝুঁকিতে ব্রিটেনের পারমাণবিক সাবমেরিন !

আপডেট সময় : ১২:২৮:১৪ অপরাহ্ণ, রবিবার, ৫ নভেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি বাড়ছে এর অপব্যবহারও। এমনকি, শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলোও সাইবার হামলা থেকে রক্ষা পাচ্ছে না।
আর তারই জের ধরে এক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, ব্রিটেনের সাবমেরিনে বসানো পরমাণু বোমা সাইবার হামলার শিকার হতে পারে। ইউরোপীয় লিডারশিপ নেটওয়ার্ক বা ইএলএন নামের একটি থিংক ট্যাংকে চাঞ্চল্যকর এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে ব্রিটেনের পরমাণু বোমার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

এ ব্যাপারে প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু বোমা ছোঁড়ার অনুমোদন দিয়ে রেডিও বার্তা পাঠানো হয়। হ্যাকাররা ওই রেডিও বার্তা নিজেদের আয়ত্তে আনার এখন চেষ্টা করছে। যেকোন ভাবেই হোক না কেন হ্যাকাররা পরমাণু সাবমেরিন বা পরমাণু বোমার নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলতে পারে বলেও প্রচণ্ড উদ্বেগ প্রকাশ করা হয়েছে ওই প্রতিবেদনে।

এছাড়া, ব্রিটেন নেক্সট জেনারেশন পরমাণু বোমাবাহী সাবমেরিন তৈরির উদ্যোগ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেক্ষেত্রে পরমাণু ডুবোজাহাজ ও পরমাণু বোমার নিরাপত্তার বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলেও ওই প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।