শিরোনাম :
Logo প্যাপিরাস পাঠাগারের নির্বাহী পরিষদের পরিচিতি সভা Logo সাংবাদিকতায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন সাইদ হোসেন অপু চৌধুরী চাঁদপুর প্রতিনিধি Logo সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে জাপান যাচ্ছেন খুবির ৭ কৃতী শিক্ষার্থী Logo বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কয়রায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ Logo সিরাজগঞ্জে এইচএসসি ও আলিমে সাত প্রতিষ্ঠানের শিক্ষার্থী শতভাগ ফেল Logo পরিবারে ন্যায়বিচার ও সন্তানের অধিকার ইসলাম, সমাজ ও রাষ্ট্রীয় দায়িত্ব — তৌফিক সুলতান Logo শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা জব্দ করেছে কোস্ট গার্ড Logo খুবিতে জুলাই বিপ্লব বিরোধীদের তথ্য সংগ্রহে তদন্ত কমিটি গঠন Logo চাঁদপুরে ইসলামী আন্দোলনের বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত  পিআর নিয়ে কোনোপ্রকার টালবাহানা দেশের মানুষ বরদাশত করবে না -মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম Logo বাবুরহাটে গোলাপ ফুলের সমর্থনে জাকের পার্টির “জনসভা ও র‍্যালী”

‘সতর্ক থাকুন’ জাপান জুড়ে আপদকালীন অ্যালার্ম !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৫:০৫ পূর্বাহ্ণ, বুধবার, ৩০ আগস্ট ২০১৭
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

‘সাবধান থাকুন-সতর্ক থাকুন। দ্রুত নিরাপদ জায়গাতে আশ্রয় নিন।

‘ আধো-ঘুম চোখে এই আপদকালীন অ্যালার্ম কানে যাওয়ার পরেই রীতিমত হুলুস্থুল অবস্থা হয় জাপান জুড়ে। ঘর থেকে বেরিয়ে যে যেখানে পারে নিরাপদ জায়গা পাওয়ার আশায় ছোটাছুটি শুরু করে দেয়। জাপান জুড়ে সকালে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। একদিকে শহরের মানুষের নিরাপদ জায়গাতে যাওয়ার জন্যে ছোটাছুটি অন্যদিকে জাপানের সেনাবাহিনীর তৎপরতা।

প্রসঙ্গত, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি যাওয়ার কথা ছিল জাপানের উত্তরাংশ দিয়ে। ফলে ওই এলাকায় সতর্কতার জন্য সাইরেন বাজানো হয়। ক্ষেপণাস্ত্রটি জাপানের আকাশ দিয়ে গর্জন করতে করতে দুই মিনিট পর প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। মাইকে ঘোষণার পাশাপাশি সরকারের পক্ষ থেকে জনগণকে মোবাইলে লিখিত মেসেজ দেওয়া হয়- “ক্ষেপণাস্ত্র পার হচ্ছে”।

আরেকটি মেসেজে বলা হয়- “কিছুক্ষণ আগে এই এলাকা দিয়ে দৃশ্যত একটি ক্ষেপণাস্ত্র পার হয়েছে। আপনি যদি কোনো সন্দেহজনক কিছু দেখেন তাহলে তার কাছে না গিয়ে বরং দ্রুত পুলিশ অথবা ফায়ার সার্ভিসকে খবর দিন। দয়া করে নিরাপদ ভবনে অথবা আন্ডারগ্রাউন্ডে অবস্থান নিন। ”

প্রসঙ্গত, উত্তর কোরিয়া আজ মঙ্গলবার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, যা জাপানের আকাশসীমা দিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৫৫০ কিলোমিটার উচ্চতায় উঠেছিল এবং অন্তত ২,৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে। সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়ার ব্যাপক উত্তেজনা চলছে তবে আজকের এই ঘটনার পর জাপানের জনগণ সবচেয়ে বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছে।

সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্যাপিরাস পাঠাগারের নির্বাহী পরিষদের পরিচিতি সভা

‘সতর্ক থাকুন’ জাপান জুড়ে আপদকালীন অ্যালার্ম !

আপডেট সময় : ১১:৩৫:০৫ পূর্বাহ্ণ, বুধবার, ৩০ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

‘সাবধান থাকুন-সতর্ক থাকুন। দ্রুত নিরাপদ জায়গাতে আশ্রয় নিন।

‘ আধো-ঘুম চোখে এই আপদকালীন অ্যালার্ম কানে যাওয়ার পরেই রীতিমত হুলুস্থুল অবস্থা হয় জাপান জুড়ে। ঘর থেকে বেরিয়ে যে যেখানে পারে নিরাপদ জায়গা পাওয়ার আশায় ছোটাছুটি শুরু করে দেয়। জাপান জুড়ে সকালে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। একদিকে শহরের মানুষের নিরাপদ জায়গাতে যাওয়ার জন্যে ছোটাছুটি অন্যদিকে জাপানের সেনাবাহিনীর তৎপরতা।

প্রসঙ্গত, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি যাওয়ার কথা ছিল জাপানের উত্তরাংশ দিয়ে। ফলে ওই এলাকায় সতর্কতার জন্য সাইরেন বাজানো হয়। ক্ষেপণাস্ত্রটি জাপানের আকাশ দিয়ে গর্জন করতে করতে দুই মিনিট পর প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। মাইকে ঘোষণার পাশাপাশি সরকারের পক্ষ থেকে জনগণকে মোবাইলে লিখিত মেসেজ দেওয়া হয়- “ক্ষেপণাস্ত্র পার হচ্ছে”।

আরেকটি মেসেজে বলা হয়- “কিছুক্ষণ আগে এই এলাকা দিয়ে দৃশ্যত একটি ক্ষেপণাস্ত্র পার হয়েছে। আপনি যদি কোনো সন্দেহজনক কিছু দেখেন তাহলে তার কাছে না গিয়ে বরং দ্রুত পুলিশ অথবা ফায়ার সার্ভিসকে খবর দিন। দয়া করে নিরাপদ ভবনে অথবা আন্ডারগ্রাউন্ডে অবস্থান নিন। ”

প্রসঙ্গত, উত্তর কোরিয়া আজ মঙ্গলবার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, যা জাপানের আকাশসীমা দিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৫৫০ কিলোমিটার উচ্চতায় উঠেছিল এবং অন্তত ২,৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে। সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়ার ব্যাপক উত্তেজনা চলছে তবে আজকের এই ঘটনার পর জাপানের জনগণ সবচেয়ে বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছে।

সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।