শিরোনাম :
Logo খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু Logo কচুয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ Logo বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত Logo বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বললেন তারেক রহমান Logo মব যেখানেই দেখবেন সেখানেই উচিত শিক্ষা দেবেন: ইশরাক Logo জুনিয়রদের সাথে ‘অসৌজন্যমূলক’ আচরণের অভিযোগে সিনিয়রদের ক্লাস-পরীক্ষা স্থগিত Logo সিরাজগঞ্জে সাংবাদিক সাজ্জাদ তপু ও দিপু সরোয়ারের মায়ের কুলখানি অনুষ্ঠিত Logo বাস্তবমুখী শিক্ষার প্রসারে বদলে যাচ্ছে বাংলাদেশ – সিরাজগঞ্জ জেলা প্রশাসক Logo ভালো কাজ দিয়ে দর্শকের মন জয় করতে চান মডেল ও অভিনেত্রী অন্তরা ইসলাম Logo আজ খাগড়াছড়িতে এনসিপির পদযাত্রা

‘সতর্ক থাকুন’ জাপান জুড়ে আপদকালীন অ্যালার্ম !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৫:০৫ পূর্বাহ্ণ, বুধবার, ৩০ আগস্ট ২০১৭
  • ৭৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

‘সাবধান থাকুন-সতর্ক থাকুন। দ্রুত নিরাপদ জায়গাতে আশ্রয় নিন।

‘ আধো-ঘুম চোখে এই আপদকালীন অ্যালার্ম কানে যাওয়ার পরেই রীতিমত হুলুস্থুল অবস্থা হয় জাপান জুড়ে। ঘর থেকে বেরিয়ে যে যেখানে পারে নিরাপদ জায়গা পাওয়ার আশায় ছোটাছুটি শুরু করে দেয়। জাপান জুড়ে সকালে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। একদিকে শহরের মানুষের নিরাপদ জায়গাতে যাওয়ার জন্যে ছোটাছুটি অন্যদিকে জাপানের সেনাবাহিনীর তৎপরতা।

প্রসঙ্গত, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি যাওয়ার কথা ছিল জাপানের উত্তরাংশ দিয়ে। ফলে ওই এলাকায় সতর্কতার জন্য সাইরেন বাজানো হয়। ক্ষেপণাস্ত্রটি জাপানের আকাশ দিয়ে গর্জন করতে করতে দুই মিনিট পর প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। মাইকে ঘোষণার পাশাপাশি সরকারের পক্ষ থেকে জনগণকে মোবাইলে লিখিত মেসেজ দেওয়া হয়- “ক্ষেপণাস্ত্র পার হচ্ছে”।

আরেকটি মেসেজে বলা হয়- “কিছুক্ষণ আগে এই এলাকা দিয়ে দৃশ্যত একটি ক্ষেপণাস্ত্র পার হয়েছে। আপনি যদি কোনো সন্দেহজনক কিছু দেখেন তাহলে তার কাছে না গিয়ে বরং দ্রুত পুলিশ অথবা ফায়ার সার্ভিসকে খবর দিন। দয়া করে নিরাপদ ভবনে অথবা আন্ডারগ্রাউন্ডে অবস্থান নিন। ”

প্রসঙ্গত, উত্তর কোরিয়া আজ মঙ্গলবার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, যা জাপানের আকাশসীমা দিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৫৫০ কিলোমিটার উচ্চতায় উঠেছিল এবং অন্তত ২,৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে। সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়ার ব্যাপক উত্তেজনা চলছে তবে আজকের এই ঘটনার পর জাপানের জনগণ সবচেয়ে বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছে।

সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

‘সতর্ক থাকুন’ জাপান জুড়ে আপদকালীন অ্যালার্ম !

আপডেট সময় : ১১:৩৫:০৫ পূর্বাহ্ণ, বুধবার, ৩০ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

‘সাবধান থাকুন-সতর্ক থাকুন। দ্রুত নিরাপদ জায়গাতে আশ্রয় নিন।

‘ আধো-ঘুম চোখে এই আপদকালীন অ্যালার্ম কানে যাওয়ার পরেই রীতিমত হুলুস্থুল অবস্থা হয় জাপান জুড়ে। ঘর থেকে বেরিয়ে যে যেখানে পারে নিরাপদ জায়গা পাওয়ার আশায় ছোটাছুটি শুরু করে দেয়। জাপান জুড়ে সকালে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। একদিকে শহরের মানুষের নিরাপদ জায়গাতে যাওয়ার জন্যে ছোটাছুটি অন্যদিকে জাপানের সেনাবাহিনীর তৎপরতা।

প্রসঙ্গত, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি যাওয়ার কথা ছিল জাপানের উত্তরাংশ দিয়ে। ফলে ওই এলাকায় সতর্কতার জন্য সাইরেন বাজানো হয়। ক্ষেপণাস্ত্রটি জাপানের আকাশ দিয়ে গর্জন করতে করতে দুই মিনিট পর প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। মাইকে ঘোষণার পাশাপাশি সরকারের পক্ষ থেকে জনগণকে মোবাইলে লিখিত মেসেজ দেওয়া হয়- “ক্ষেপণাস্ত্র পার হচ্ছে”।

আরেকটি মেসেজে বলা হয়- “কিছুক্ষণ আগে এই এলাকা দিয়ে দৃশ্যত একটি ক্ষেপণাস্ত্র পার হয়েছে। আপনি যদি কোনো সন্দেহজনক কিছু দেখেন তাহলে তার কাছে না গিয়ে বরং দ্রুত পুলিশ অথবা ফায়ার সার্ভিসকে খবর দিন। দয়া করে নিরাপদ ভবনে অথবা আন্ডারগ্রাউন্ডে অবস্থান নিন। ”

প্রসঙ্গত, উত্তর কোরিয়া আজ মঙ্গলবার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, যা জাপানের আকাশসীমা দিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৫৫০ কিলোমিটার উচ্চতায় উঠেছিল এবং অন্তত ২,৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে। সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়ার ব্যাপক উত্তেজনা চলছে তবে আজকের এই ঘটনার পর জাপানের জনগণ সবচেয়ে বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছে।

সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।