নিউজ ডেস্ক:
চীনের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ওয়েইবু’, ‘উইচ্যাট’ ও ‘বাইদু তিয়েবা’। দেশটিতে সাইবার সিকিউরিটি আইন খুবই কঠোর।
সেই আইন মেনে চলতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয়েছে এ তিনটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে।
চীনের সাইবারস্পেস কর্তৃপক্ষের অভিযোগ, এসব প্রতিষ্ঠান নিজেদের সাইটে থাকা আধেয়’র (কনটেন্ট) ঠিকঠাকভাবে ব্যবস্থাপনা করতে ব্যর্থ হয়েছে। মানুষ এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে সন্ত্রাসের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়, গুজব ও অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে। এতে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে।
চীনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির বিরোধিতা, সন্ত্রাস কিংবা অশ্লীল কোনো কিছু পোস্ট করা এতে নিষিদ্ধ। শুক্রবার এসব সাইট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের ওয়েবসাইটে বলা হয়েছে, সামাজিক যোগাযোগের এসব সাইট ব্যবহার করে সন্ত্রাস, ভুয়া খবর, পর্নগ্রাফিসহ বিভিন্ন বিষয় ছড়াচ্ছে যা জাতীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা নষ্ট করছে।
সূত্র : রয়টার্স ও বিবিসি।





































