শিরোনাম :
Logo ঘাতকের বুলেটে সাভারের রাজপথে অত্যন্ত নির্মমভাবে শহীদ হন শিক্ষার্থী ইয়ামিন Logo পলাশবাড়ীতে ধানের শীর্ষ প্রতিকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo হাবিপ্রবিতে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আইইইই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম ২০২৫ Logo সাজিদের মৃত্যু ‘অস্বাভাবিক’ দাবি করে ইবি শিক্ষার্থীদের প্রেস কনফারেন্স Logo শেরপুরে ‘রূপসী শেরপুর’-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন Logo জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত Logo খাগড়াছড়ির ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন Logo সাজিদের জানাজা সম্পন্ন, মৃত্যুরহস্য উদঘাটনে তদন্তের ঘোষণা Logo ঊচত এর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বদ অভ্যাসেরও রয়েছে কিছু ভালো গুন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৪:৫৭ অপরাহ্ণ, বুধবার, ৯ আগস্ট ২০১৭
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রত্যেক মানুষের প্রকৃতি ভিন্ন। কোনও মানুষই একেবারে একশ শতাংশ ঠিক হন না।

সবার মধ্যেই থাকে কিছু না কিছু বদ অভ্যাস। যেসব কারণে হয়ত তারা অপ্রিয়ও হন অনেকের কাছে। কিন্তু আজ থেকে তাদের মুখ বন্ধ করতে পারবেন আপনিও।

শুনলে অবাক হবেন আপনার বদ অভ্যাসেরও কিছু ভালো গুন রয়েছে। যা আপনাকে রাখতে পারে সুস্থ। তাই সেসব বদঅভ্যাস অল্প বিস্তর থারলে ক্ষতি নেই। তবে মনে রাখবেন কোনও কিছুই অতিরিক্ত ভালো নয়৷

১। কফির প্রতি আসক্তি-

সকালে এক কাপ কফি না হলে দিনের শুরু হয় না অনেকেরই। অথবা সারাদিনের ক্লান্তি দূর করে কাজে মনোযোগ ফিরিয়ে আনতে কফির কাপের দিকে কে না হাত বাড়ায়। এটাকে বদভ্যাস মনে করলেও দুই এক কাপ কফি আপনার মানসিক শক্তি বাড়ায় একথা সত্যি। তার পাশাপাশি কমিয়ে আনতে পারে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকিও। তবে বিকেলের পর কফি পান না করাই ভালো কারণ এতে আমাদের ঘুমের সমস্যা হতে পারে।

২। ঘুমকাতুরে-

ঘুম অনেককেই বেশি ভালোবাসে। অনেকেই আছেন যারা ফাক পেলেই অল্প ঘুমিয়ে নিতে পছন্দ করেন। ঘুমে আসলে খারাপ কিছুই নেই। দিনে অন্তত ৭-৯ ঘন্টা ঘুমানোটা স্বাস্থ্য ভালো রাখার জন্য জরুরী একথা আমরা সবাই জানি। তবে এর মাঝে ব্যতিক্রমও আছে, অনেকে এর থেকে কম ঘুমিয়েও ঠিক থাকেন। এক একজনের শারীরিক চাহিদা অনুযায়ী তার শরীরে ঘুমের প্রয়োজন রয়েছে৷ আর সেই অনুযায়ী আপনি যদি ঘুমিয়ে নিতে পারেন তাহলে আপনারই শারীরিক লাভ।

৩। ধীরে সুস্থে কাজ করা-

একটা কাজ করার আগে ভালো করে ভেবে চিন্তেই কাজ করা উচিত। তাতে কাজটি অনেক সুষ্ঠভাবে করা যায়। একসঙ্গে অনেকগুলো কাজ করতে গেলে তাতে চাপও পড়ে আর কাজে ভুলও বেশি হয়। সেই কারণে কাজের ধরণ বুঝে একটু সময় নিয়ে কাজ করাই ভালো।

৪। চকোলেট প্রেমী-

অতিরিক্ত চকলেট যে কারোও পক্ষেই ভালো নয় তা সবাই জানে। কিন্তু চকলেটের লোভ সামলাতে পারেন না অনেকেই। মন খারাপ থাকলে এক টুকরো চকলেট খুশি করে দেয় অনেককেই। কিন্তু প্রচুর চিনি দেওয়া চকলেটের বদলে ডার্ক চকলেট খাওয়া শুরু করুন। চকলেটের চাহিদাও মিটবে, স্বাস্থ্যেরও উপকার হবে। এতে আপনার হৃৎপিণ্ড ভালো থাকবে, স্মৃতি ভালো হবে এমনকি ওজনও কমবে। তাই চকলেট খেতে আর কোনও মানা নেই৷

৫। একা থাকা-

অনেকেই আছেন যারা একা থাকতে পারেন না। সবসময় বন্ধুদের সঙ্গ খোঁজেন। আবার এমন অনেকে আছেন যারা একাই থাকতে পছন্দ করেন বেশি। আর এর ফলে তাদের অনেকেই ভাবেন অসামাজিক। কিন্তু মনোবিদরা বলেন, অনেকের মধ্যে থাকতে থাকতে আমরা হারিয়ে ফেলছি নিজেদেরই। আমরা ভুলে যাচ্ছি নিজেদের বুঝতে জানতে। তার থেকে নিজেদের একটু গুটিয়ে মাঝে মধ্যে নিজেদের শখের পিছনে একান্তভাবে সময় দেওয়াও প্রয়োজন। নিজেকে ভালোবাসাও প্রয়োজন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঘাতকের বুলেটে সাভারের রাজপথে অত্যন্ত নির্মমভাবে শহীদ হন শিক্ষার্থী ইয়ামিন

বদ অভ্যাসেরও রয়েছে কিছু ভালো গুন !

আপডেট সময় : ১২:০৪:৫৭ অপরাহ্ণ, বুধবার, ৯ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

প্রত্যেক মানুষের প্রকৃতি ভিন্ন। কোনও মানুষই একেবারে একশ শতাংশ ঠিক হন না।

সবার মধ্যেই থাকে কিছু না কিছু বদ অভ্যাস। যেসব কারণে হয়ত তারা অপ্রিয়ও হন অনেকের কাছে। কিন্তু আজ থেকে তাদের মুখ বন্ধ করতে পারবেন আপনিও।

শুনলে অবাক হবেন আপনার বদ অভ্যাসেরও কিছু ভালো গুন রয়েছে। যা আপনাকে রাখতে পারে সুস্থ। তাই সেসব বদঅভ্যাস অল্প বিস্তর থারলে ক্ষতি নেই। তবে মনে রাখবেন কোনও কিছুই অতিরিক্ত ভালো নয়৷

১। কফির প্রতি আসক্তি-

সকালে এক কাপ কফি না হলে দিনের শুরু হয় না অনেকেরই। অথবা সারাদিনের ক্লান্তি দূর করে কাজে মনোযোগ ফিরিয়ে আনতে কফির কাপের দিকে কে না হাত বাড়ায়। এটাকে বদভ্যাস মনে করলেও দুই এক কাপ কফি আপনার মানসিক শক্তি বাড়ায় একথা সত্যি। তার পাশাপাশি কমিয়ে আনতে পারে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকিও। তবে বিকেলের পর কফি পান না করাই ভালো কারণ এতে আমাদের ঘুমের সমস্যা হতে পারে।

২। ঘুমকাতুরে-

ঘুম অনেককেই বেশি ভালোবাসে। অনেকেই আছেন যারা ফাক পেলেই অল্প ঘুমিয়ে নিতে পছন্দ করেন। ঘুমে আসলে খারাপ কিছুই নেই। দিনে অন্তত ৭-৯ ঘন্টা ঘুমানোটা স্বাস্থ্য ভালো রাখার জন্য জরুরী একথা আমরা সবাই জানি। তবে এর মাঝে ব্যতিক্রমও আছে, অনেকে এর থেকে কম ঘুমিয়েও ঠিক থাকেন। এক একজনের শারীরিক চাহিদা অনুযায়ী তার শরীরে ঘুমের প্রয়োজন রয়েছে৷ আর সেই অনুযায়ী আপনি যদি ঘুমিয়ে নিতে পারেন তাহলে আপনারই শারীরিক লাভ।

৩। ধীরে সুস্থে কাজ করা-

একটা কাজ করার আগে ভালো করে ভেবে চিন্তেই কাজ করা উচিত। তাতে কাজটি অনেক সুষ্ঠভাবে করা যায়। একসঙ্গে অনেকগুলো কাজ করতে গেলে তাতে চাপও পড়ে আর কাজে ভুলও বেশি হয়। সেই কারণে কাজের ধরণ বুঝে একটু সময় নিয়ে কাজ করাই ভালো।

৪। চকোলেট প্রেমী-

অতিরিক্ত চকলেট যে কারোও পক্ষেই ভালো নয় তা সবাই জানে। কিন্তু চকলেটের লোভ সামলাতে পারেন না অনেকেই। মন খারাপ থাকলে এক টুকরো চকলেট খুশি করে দেয় অনেককেই। কিন্তু প্রচুর চিনি দেওয়া চকলেটের বদলে ডার্ক চকলেট খাওয়া শুরু করুন। চকলেটের চাহিদাও মিটবে, স্বাস্থ্যেরও উপকার হবে। এতে আপনার হৃৎপিণ্ড ভালো থাকবে, স্মৃতি ভালো হবে এমনকি ওজনও কমবে। তাই চকলেট খেতে আর কোনও মানা নেই৷

৫। একা থাকা-

অনেকেই আছেন যারা একা থাকতে পারেন না। সবসময় বন্ধুদের সঙ্গ খোঁজেন। আবার এমন অনেকে আছেন যারা একাই থাকতে পছন্দ করেন বেশি। আর এর ফলে তাদের অনেকেই ভাবেন অসামাজিক। কিন্তু মনোবিদরা বলেন, অনেকের মধ্যে থাকতে থাকতে আমরা হারিয়ে ফেলছি নিজেদেরই। আমরা ভুলে যাচ্ছি নিজেদের বুঝতে জানতে। তার থেকে নিজেদের একটু গুটিয়ে মাঝে মধ্যে নিজেদের শখের পিছনে একান্তভাবে সময় দেওয়াও প্রয়োজন। নিজেকে ভালোবাসাও প্রয়োজন।