বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা Logo প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা Logo কয়রায় আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস পালিত Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল

হোয়াটসঅ্যাপের অজানা কিছু ফিচার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:০৪:১৬ অপরাহ্ণ, শনিবার, ৫ আগস্ট ২০১৭
  • ৭৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বর্তমান এই তথ্য-প্রযুক্তির যুগে মেসেজ অ্যাপেগুলোর মধ্য হোয়াটসঅ্যাপের অবস্থান এখন শীর্ষে। সকাল থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত এই অ্যাপে চলছে চ্যাটিং। গল্প-আড্ডা থেকে শুরু করে জরুরি কাজের ভরসা এই অ্যাপ। তবে এতো কিছুর পরও হোয়াটসঅ্যাপের অনেক ফিচার এখনো আমাদের কাছে অজানা। মেসেজ পাঠানো, ফোন করা, ছবি ও মিডিয়া ফাইল পাঠানোর বিষয়গুলো ছাড়াও এতে আরো অনেক ফিচার আছে। তাহলে আর দেরি না করে চলুন জেনে নেই হোয়াটসঅ্যাপের অজানা সেই সব ফিচার সম্পর্কে।

১. ফরম্যাট টেক্সট
আমরা অনেকেই ফিচারটি সম্পর্কে জানি কিন্তু এটি হয়তো কখনই ব্যবহার করা হয়ে ওঠেনি। (*) এ চিহ্ন ব্যবহার করে হোয়াটসঅ্যাপে লেখা বোল্ড করা যায়। আর লেখাগুলো ইটালিক করতে চাইলে (_) চিহ্ন ব্যবহার করতে হবে।

২. শর্টকাট
এ অ্যাপে যাদের সঙ্গে বেশিরভাগ সময় চ্যাট করা হয় তাদের সঙ্গে সরাসরি ফোনের হোম স্ক্রিন থেকে চ্যাট করতে সিলেক্ট করতে হবে কনভার্সেশন শর্টকাট। চ্যাট অপশনে গিয়ে পেইজটির ডানদিকে থাকা তিনটি ডটে ক্লিক করলেই অ্যাড চ্যাট শর্টকাটের অপশনটি চলে আসবে।

৩. কাস্টমাইজ নোটিফিকেশন
নির্দিষ্ট কিছু কন্টাক্টের ক্ষেত্রে এ অ্যাপ কাস্টমাইজড নোটিফিকেশন পাঠাতে পারে। এ জন্য যে বন্ধুর কন্টাক্ট কাস্টমাইজ করতে চান, তার কন্টাক্টে গিয়ে উপরে থাকা টপ বারে ক্লিক করতে হবে। এরপর কাস্টমাইজ নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করুন।

৪. পিন আইকন
জরুরি কোনো চ্যাট হিস্ট্রি বা পছন্দের কোনো মানুষের কনটাক্ট নম্বর সবার ওপরে দেখতে চাইলে ব্যবহার করতে পারেন পিন আইকন ফিচারটি। হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণে চ্যাট লিস্টের ডান পাশে এ আইকন দেখা যাবে।

৫. এডিটিং ইমেজ
হোয়াটসঅ্যাপের ফটো এডিটরে ডুডল আঁকা যাবে। চাইলে তার সঙ্গে পছন্দমতো টেক্সট কিংবা ইমোটিকন যুক্ত করে নেওয়া যাবে।

৬. টার্ন অফ রিড রিসিপ্ট
অপশনটি সম্পর্কে সবারই কম বেশি জানা আছে। তবে যাদের জানা নেই তারা তাদের ম্যাসেজ পড়ার সময়ক্ষণ অন্যদের না জানাতে চাইলে দেখে নিতে পারেন এই অপশন সিলেক্ট করার উপায়টি।

সেটিংসে গিয়ে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন। এরপরে প্রাইভেসি অপশনটি সিলেক্ট করে রিড রিসিপ্ট থেকে টিক চিহ্নটি সরিয়ে নিন

৭. লাস্ট সিন
আপনি শেষবার কখন হোয়াটসঅ্যাপে ঢুকেছিলেন তা যদি অন্যদেরকে জানাতে না চান, তাহলে ‘লাস্ট সিন’ অপশনটি বন্ধ রাখুন। এটি বন্ধ করতে সেটিংসে গিয়ে সিলেক্ট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে।

এরপর ক্লিক অন প্রাইভেসিতে ক্লিক করে চুজ লাস্ট সিনে ক্লিক করে পছন্দের অপশনটি সিলেক্ট করুন।

৮. ভাষা বদল
হোয়াটসঅ্যাপে ইংরেজি ছাড়াও আরও অনেক ভাষায় চ্যাট করার সুবিধা রয়েছে। এতে বাংলায় কিছু লিখতে চাইলে সেটিংসে গিয়ে সিলেক্ট চ্যাট অপশনে যেতে হবে। এরপর অ্যাপ ল্যাঙ্গুয়েজে গিয়ে পছন্দের ভাষায় ক্লিক করতে হবে।

৯. জিআইএফএস
বেশ কিছুদিন আগে থেকেই হোয়াটসঅ্যাপে জিআইএফএস ব্যবহার করার সুবিধা যুক্ত করা হয়েছে। কিন্তু জিআইএফএস তৈরির বিষয়টি হয়ত অনেকেরই এখনও অজানা রয়েছে।

চ্যাট অপশনে গিয়ে যাকে জিআইএফএসটি পাঠাতে চান তার কনটাক্ট লিস্টে যেতে হবে। যে ভিডিও থেকে জিআইএফএসটি বানাতে চান সেটি সিলেক্ট করতে হবে। অ্যাটাচ আইকনের পর সিলেক্ট গ্যালারিতে গিয়ে গো টু দ্য ভিডিও অপশনে ক্লিক করতে হবে। এরপর ভিডিওটি হোয়াটসঅ্যাপের এডিটিং সেকশনে ওপেন হলে ভিডিওটির দৈর্ঘ্য কমিয়ে জিআইএফএস বানানো যাবে।

তবে নিজের ফোনে থাকা ভিডিওগুলো বাদে অন্য কোনো ভিডিও দিয়ে জিআইএফএস তৈরি করার সুযোগ নেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

হোয়াটসঅ্যাপের অজানা কিছু ফিচার !

আপডেট সময় : ০৫:০৪:১৬ অপরাহ্ণ, শনিবার, ৫ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

বর্তমান এই তথ্য-প্রযুক্তির যুগে মেসেজ অ্যাপেগুলোর মধ্য হোয়াটসঅ্যাপের অবস্থান এখন শীর্ষে। সকাল থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত এই অ্যাপে চলছে চ্যাটিং। গল্প-আড্ডা থেকে শুরু করে জরুরি কাজের ভরসা এই অ্যাপ। তবে এতো কিছুর পরও হোয়াটসঅ্যাপের অনেক ফিচার এখনো আমাদের কাছে অজানা। মেসেজ পাঠানো, ফোন করা, ছবি ও মিডিয়া ফাইল পাঠানোর বিষয়গুলো ছাড়াও এতে আরো অনেক ফিচার আছে। তাহলে আর দেরি না করে চলুন জেনে নেই হোয়াটসঅ্যাপের অজানা সেই সব ফিচার সম্পর্কে।

১. ফরম্যাট টেক্সট
আমরা অনেকেই ফিচারটি সম্পর্কে জানি কিন্তু এটি হয়তো কখনই ব্যবহার করা হয়ে ওঠেনি। (*) এ চিহ্ন ব্যবহার করে হোয়াটসঅ্যাপে লেখা বোল্ড করা যায়। আর লেখাগুলো ইটালিক করতে চাইলে (_) চিহ্ন ব্যবহার করতে হবে।

২. শর্টকাট
এ অ্যাপে যাদের সঙ্গে বেশিরভাগ সময় চ্যাট করা হয় তাদের সঙ্গে সরাসরি ফোনের হোম স্ক্রিন থেকে চ্যাট করতে সিলেক্ট করতে হবে কনভার্সেশন শর্টকাট। চ্যাট অপশনে গিয়ে পেইজটির ডানদিকে থাকা তিনটি ডটে ক্লিক করলেই অ্যাড চ্যাট শর্টকাটের অপশনটি চলে আসবে।

৩. কাস্টমাইজ নোটিফিকেশন
নির্দিষ্ট কিছু কন্টাক্টের ক্ষেত্রে এ অ্যাপ কাস্টমাইজড নোটিফিকেশন পাঠাতে পারে। এ জন্য যে বন্ধুর কন্টাক্ট কাস্টমাইজ করতে চান, তার কন্টাক্টে গিয়ে উপরে থাকা টপ বারে ক্লিক করতে হবে। এরপর কাস্টমাইজ নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করুন।

৪. পিন আইকন
জরুরি কোনো চ্যাট হিস্ট্রি বা পছন্দের কোনো মানুষের কনটাক্ট নম্বর সবার ওপরে দেখতে চাইলে ব্যবহার করতে পারেন পিন আইকন ফিচারটি। হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণে চ্যাট লিস্টের ডান পাশে এ আইকন দেখা যাবে।

৫. এডিটিং ইমেজ
হোয়াটসঅ্যাপের ফটো এডিটরে ডুডল আঁকা যাবে। চাইলে তার সঙ্গে পছন্দমতো টেক্সট কিংবা ইমোটিকন যুক্ত করে নেওয়া যাবে।

৬. টার্ন অফ রিড রিসিপ্ট
অপশনটি সম্পর্কে সবারই কম বেশি জানা আছে। তবে যাদের জানা নেই তারা তাদের ম্যাসেজ পড়ার সময়ক্ষণ অন্যদের না জানাতে চাইলে দেখে নিতে পারেন এই অপশন সিলেক্ট করার উপায়টি।

সেটিংসে গিয়ে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন। এরপরে প্রাইভেসি অপশনটি সিলেক্ট করে রিড রিসিপ্ট থেকে টিক চিহ্নটি সরিয়ে নিন

৭. লাস্ট সিন
আপনি শেষবার কখন হোয়াটসঅ্যাপে ঢুকেছিলেন তা যদি অন্যদেরকে জানাতে না চান, তাহলে ‘লাস্ট সিন’ অপশনটি বন্ধ রাখুন। এটি বন্ধ করতে সেটিংসে গিয়ে সিলেক্ট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে।

এরপর ক্লিক অন প্রাইভেসিতে ক্লিক করে চুজ লাস্ট সিনে ক্লিক করে পছন্দের অপশনটি সিলেক্ট করুন।

৮. ভাষা বদল
হোয়াটসঅ্যাপে ইংরেজি ছাড়াও আরও অনেক ভাষায় চ্যাট করার সুবিধা রয়েছে। এতে বাংলায় কিছু লিখতে চাইলে সেটিংসে গিয়ে সিলেক্ট চ্যাট অপশনে যেতে হবে। এরপর অ্যাপ ল্যাঙ্গুয়েজে গিয়ে পছন্দের ভাষায় ক্লিক করতে হবে।

৯. জিআইএফএস
বেশ কিছুদিন আগে থেকেই হোয়াটসঅ্যাপে জিআইএফএস ব্যবহার করার সুবিধা যুক্ত করা হয়েছে। কিন্তু জিআইএফএস তৈরির বিষয়টি হয়ত অনেকেরই এখনও অজানা রয়েছে।

চ্যাট অপশনে গিয়ে যাকে জিআইএফএসটি পাঠাতে চান তার কনটাক্ট লিস্টে যেতে হবে। যে ভিডিও থেকে জিআইএফএসটি বানাতে চান সেটি সিলেক্ট করতে হবে। অ্যাটাচ আইকনের পর সিলেক্ট গ্যালারিতে গিয়ে গো টু দ্য ভিডিও অপশনে ক্লিক করতে হবে। এরপর ভিডিওটি হোয়াটসঅ্যাপের এডিটিং সেকশনে ওপেন হলে ভিডিওটির দৈর্ঘ্য কমিয়ে জিআইএফএস বানানো যাবে।

তবে নিজের ফোনে থাকা ভিডিওগুলো বাদে অন্য কোনো ভিডিও দিয়ে জিআইএফএস তৈরি করার সুযোগ নেই।