মেহেরপুর প্রতিনিধিঃ ভোটার তালিকা হালনাগাদ-২০১৭ উপলক্ষে জেলা সমন্বয় কমিটির ২য় সভার আয়োজন করেছে জেলা নির্বাচন অফিস। নির্বাচনে ভোট প্রদান ও জাতীয় পরিচয়পত্র পেতে হলে সবার আগে যাদের জন্ম ১লা জানুয়ারী ২০০০ বা তার পূর্বে এবং ভোটার হওয়ার যোগ্য হওয়া সত্তেও হালনাগাদ সময় ভোটার হতে পারেনি তাদের নিবন্ধন করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা সমাজসেবা উপ-পরিচালক দেলোয়ার হোসেন, জেলা আনসার ভিডিপি সিনিয়র উপ-পরিচালক আব্দুর রশিদ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম শীফউল আজম প্রমূখ। এসময় সেখানে জেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।