মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের লালপুরে (৩১ জুলাই) সোমবার সকালে লালপুর ডিগ্রী কলেজের আয়োজনে ২০১৭-২০১৮ শিক্ষা বর্ষের একাদশ সাধারণ, বি.এম ও ডিগ্রী (পাস) শ্রেণীর নবাগত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অধ্যক্ষ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড: আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক মুকুল, গোলাম কাউছার, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু, লালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষআকরাম হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে নবীণদের ফুল দিয়ে বরণ ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। নবীন বরণ শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।