আলোচনা করলে বোঝা যাবে, নির্বাচন কমিশন কতটা গ্রহণযোগ্য: এরশাদ !

0
19

নিউজ ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার এমন কিছু করেননি, যে তার ওপর থেকে আস্থা হারাতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।

বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে গতকাল রবিবার ইসির প্রতি বিএনপির আস্থাহীনতার বিষয়টি তুলে ধরে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির অবস্থান জানতে চাইলে এ মন্তব্য করেন এরশাদ।

এরশাদ বলেন, সিইসি আমাদের ডাকলে আমরা অবশ্যই যাব, আলোচনা করব। আলোচনা করলে বোঝা যাবে, নির্বাচন কমিশন কতটা গ্রহণযোগ্য।

এরশাদ আরও বলেন, আমরা প্রত্যাশা করি, সংবিধান অনুসারে সাংবিধানিক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে। আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় পার্টি সব সময় নিগৃহীত হয়েছে।

ইজাব গ্রুপের স্বত্ত্বাধিকারী ইশতিয়াক আহমেদ এবং ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান বাঘু এসময় এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।