এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে বিয়ের দাবীতে প্রেমিকার বাড়ীতে অনশন, অতঃপর গোপনে বীরগঞ্জ পৌর শহরে বিয়ে।
বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর সেনপাড়া গ্রামের মৃতঃ পলাত চন্দ্র রায়ের পুত্র হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ছাত্র প্রদীপ কুমার রায় দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী মেকার প্রবীন চন্দ্র রায়ের কন্যা জবা রানী রায় এর সাথে দৈহিক সম্পর্ক গড়ে তুলে। তাদের সম্পর্কের কথা জানাজানী হলে মৃত হরেন্দ্র নাথের পুত্র ছেলের চাচা নিপেন্দ্র নাথ রায়ের চাপে প্রদীপ সম্পর্কের কথা অস্বীকার করলে উপায় না পয়ে গত ২৩ জুলাই জবা রানী রায় প্রদীপের বাড়ীতে গিয়ে বিয়ের দাবীতে অনশন করে।
সংবাদপেয়ে ইউপি সদস্য কমলা কান্ত রায় ঘটনা স্থলে উপস্থিত হয়ে বিয়ের আস্বাশ দিয়ে মেয়েটিকে তার পিতার হাতে তুলে দেয় বলে তিনি জানায়।
পরিষেশে গত ২৯ জুলাই নিপেনে চন্দ্র রায়ের নেতৃত্বে গোপনে বীরগঞ্জ পৌর শহরের সেতাবগঞ্জ রোডের এ্যাডঃ নীরত বিহারীর বাড়ীতে নিয়ে এসে তাদের বিয়ের সকল কর্যক্রম সম্পন্ন করেবলে জানাযায়।
বুধবার
২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ