নিউজ ডেস্ক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বিকালে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের প্রথম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানাতে এসে তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, আজ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হচ্ছে। গতকাল শুক্রবার বেলা পৌনে ১১টায় কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করেন বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।
এদিকে সকাল থেকেই বর্ষপূর্তির শুভেচ্ছা জানানো হচ্ছে নিউজ টোয়েন্টিফোরকে। শুভেচ্ছা জানাচ্ছেন দেশের জ্যেষ্ঠ সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা, ব্যবসায়িক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছে টিভি চ্যানেলটি।