সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- কোন চক্রান্ত ষড়যন্ত্র করে নির্বাচন ভন্ডল করা যাবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধিনেই অনুষ্ঠিত হবে মন্তব্য করে নাসিম আরো বলেছেন ক্ষমতায় থেকে বিএনপি’র মতো আওয়ামীলীগ হাওয়া ভবন সৃষ্টি করেনি, জঙ্গীবাদেরও সৃষ্টি করেনি। বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শান্তির দেশে পরিণত হয়েছে। দেশের মানুষ সুখে শান্তি বসবাস করছে। তাই জনগণকে আওয়ামীলীগ ভয় করে না । জনগণের ভালবাসা নিয়ে উন্নয়নের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকার বিজয় হবে। তিনি শুক্রবার বিকেলে তাঁর নির্বাচনী এলাকা কাজীপুরের মাইজবাড়ি ইউনিয়নের বেলতৈল হাইস্কুল মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেছেন।
মাইজবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান মুকুল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান এবং পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন। এর আগে সোনামুখীতে কাজীপুর শহীদ শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং মাইজবাড়িতে বেলতৈল সড়ক পাকা করণের শুভ উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, স্থানীয সরকার বিভাগের উপ পরিচালক আবু নুর মোঃ শামসুজ্জামান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম প্রকল্পের ইজ্ঞিনিয়ার নাসির উদ্দিন ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান খান সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২০১৪সালের নির্বাচনকে ঘিরে ওরা মানুষকে পুড়িয়ে মেরেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জনসভায় বলেছেন- তাদের আমলেই জঙ্গীবাদের সৃষ্টি হয়েছে। হাওয়া ভবন সৃষ্টি করে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে। ওরা ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়ন স্থবির হয়ে যাবে। তাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে উন্নযন ও জঙ্গী দমনের সফল নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে হবে। এ জন্য জনগণকে সহযোগিতা করারও আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি সিরাজগঞ্জসহ কাজীপুরের সামগ্রিক উন্নযনের চিত্র তুলে ধরে আগামী এক বছরের মধ্যে সকল উন্নয়ন কাজ শেষ করার জন্য সংশ্লিস্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন।