নিউজ ডেস্ক:
ভিয়েতনাম ন্যাশনাল অ্যাসেম্বলির আমন্ত্রণে আজ বুধবার ওই দেশে যাচ্ছেন স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সফরকালে স্পিকার ভিয়েতনামের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট গুয়েন থি কিম গ্যান ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুয়েন জুয়ান ফুক ভিয়েতনামের স্টেট প্রেসিডেন্ট ট্রেন দাই কোয়াং এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেলের সঙ্গে দ্বি-পক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করবেন।
স্পিকারের সফর সঙ্গী হিসেবে সংসদ সদস্য ইমরান আহমদ, পংকজ নাথ, এ এম নাইমুর রহমান এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার ভিয়েতনাম সফর করবেন।
সফর শেষে স্পিকার আগামী ২৫ জুলাই দেশে ফিরবেন।