নিউজ ডেস্ক:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদের বলেছেন, উপ-প্রধানমন্ত্রীর বিষয়টি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। এর কোনো সত্যতা নেই।
গতকাল মঙ্গলবার সেতু ভবনে অস্ট্রেলিয়ান হাইকমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের করা এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
আরেক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, মন্ত্রিসভায় রদ বদল হলে কে বাদ পড়বেন এবং কে যুক্ত হবেন তা প্রধানমন্ত্রীর এখতিয়ার।
অন্যদিকে, ইসি ঘোষিত রোডম্যাপ নিয়ে বিএনপির হতাশা ব্যক্তের পর এটা সংশোধন করা হবে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের, নির্বাচন কমিশন দেশের নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে তাদের মতামত নিবেন। এরপর সেটা সংশোধন কিংবা সংযোজন করা যায় কিনা সেটা নির্বাচন কমিশনই দেখবে।