এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- ”পরিবার পরিকল্পনা জনগনের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত। জনসংখ্যা দিবসের কর্মসূচীর মধ্যে ছিল র্যালী, ্আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেষ্ট ও সনদপত্র বিতরন। র্যালীতে অংশ গ্রহন করেন, পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী, এফডাব্লুভিটিআই, নার্স ইনষ্টিটিউট, মহিলা ও শিশু স্বাস্থ্য কল্যান সমিতি, এফপিএবি, কাঞ্চন সমিতি, মেরী ষ্টোপ ।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় বালুবাড়ী মা ও শিশু কল্যান কেন্দ্র থেকে পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ আবু নছর নুরুল ইসলাম চৌধুরী ও সিভিল সার্জন ডাঃ গোলাম মাওলার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যালীতে বিভিন্ন সরকারী বেসরকারী ও এনজিও প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। এছাড়াও মেরী ষ্টোপ সেবা সপ্তাহ পালন করছে। র্যালী শেষে দিনাজপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ আবু নছর নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রাব্বী ও বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ গোলাম মাওলা বক্স চৌধুরী, দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, উপস্থিত ছিলেন, দিনাজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান (বিসিএস পঃপঃ), ডাঃ শামীম, ও মহিলা ও শিশু স্বাস্থ্য কল্যান সমিতির সভাপতি শিখা ঘোষ। সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ গোপী নাথ বসাক, এফপিএবি দিনাজপুর শাখার সাধারন সম্পাদক সাবেক সিভিল সার্জন ডাঃ আঃ করীম, কৃষিবিদ গোলাম মোস্তফা,সদর উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা মামুনুর রশিদ, কাঞ্চন সমিতির প্রকল্প পরিচালক মৃনাল কান্তি রায়, মহিলা ও শিশু স্বাস্থ্য কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক (সাংবাদিক) মোঃ ইদ্রিস আলী ও অনুষ্ঠান পরিচালনা করেন, মেরী ষ্টোফ এর সুদিপ্ত বসাক ও পরিবার পরিকল্পনা বিভাগের প্রজেক্টশনিষ্ট অমল কুমার সরকার।
আলোচনা সভার সভাপতি দিনাজপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ আবু নছর নুরুল ইসলাম চৌধুরী সকলের আন্তরিক সহযোগিতা এবং প্রতিটি কর্মীকে আন্তরিক ভাবে দায়িত্ব পালন করার আহবান জানিয়ে সভা সমাপ্তি ঘোষনা করেন।