নিউজ ডেস্ক:
চুলের গোড়া ঘেমে গেলে পাখার ঠাণ্ডা বাতাসে চুলটা শুকিয়ে নিতে হবে। হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। ভেজা ও ঘর্মাক্ত চুল বেঁধে রাখা যাবে না। চুল নোংরা হলেই শ্যাম্পু করুন। প্রয়োজনে প্রতিদিনই শ্যাম্পু করুন। তবে শ্যাম্পু করার আগে চুলে তেল ব্যবহার করুন।
গরমে চুল ঠিক রাখতে টক দই, মেহেদি পাতা ও লেবুর রস মিশ্রণ হিসেবে ব্যবহার করতে পারেন। এতে খুশকি দূর হবে এবং চুলের ঔজ্জ্বল্য বাড়বে। ডিমের সাদা অংশ, পাকা কলা, টক দইয়ের মিশ্রণও ব্যবহার করতে পারেন।
চুল পড়া কমাতে আমলকির রস ও ক্যাস্টর অয়েল চুলের গোড়ায় মালিশ করুন। গরমে চুলটা আঁটসাঁট করে না বেঁধে হালকা করে আটকে নিন। দিনে দুই থেকে তিনবার চুল অাঁচড়াবেন। এ ছাড়া অবসর পেলেই চুলের মধ্যে হাত দিয়ে বিলি কাটবেন। এতে বাতাস ঢুকবে; ঘাম শুকিয়ে যাবে।
রোদে বের হওয়ার সময় মাথায় ওড়না জড়িয়ে নিন। অথবা বড় টুপি কিংবা ছাড়া ব্যবহার করতে পারেন। গরমে ঘর থেকে বের হওয়ার সময় চুল খোলা রাখবেন না। এতে গরমে বেশি লাগে, চুলের গোড়া বেশি ঘামে। আবার চুল আঁটসাট করেও বাঁধবেন না। এতে চুলের গোড়া নরম হয়ে যায়, চুল পড়া বাড়ে।