নিউজ ডেস্ক:
গতবার আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রানার্স আপ হলেও এবারের আসরে প্লে-অফেও ঠাঁই পায়নি তারা। এবারের আসরের শুরুর দিকে বেশ কয়েকটা ম্যাচ খেলতে পারেননি বিরাট। কাঁধের চোটের জন্য তাকে মাঠের বাইরেই থাকতে হয়। অথচ আগের বার তার ব্যাট হাতে আগুন ঝড়িয়েছিলেন।
চলতি আইপিএল-এ দলের খারাপ পারফরম্যান্সের দায় নিজের কাঁধেই নিয়ে নিলেন বিরাট কোহোলী। ব্যাঙ্গালোরের এই অধিনায়ক তার টুইটারে লিখলেন, “আরসিবি-র ফ্যানেদের নিঃশর্ত ভালোবাসা আর সমর্থনের জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই মৌসুমে আমরা নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারলাম না। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ”
দলের ব্যর্থতা ভুলেই বিরাট বেরিয়ে পরলেন তার পছন্দের মানুষের সঙ্গে সময় কাটাতে। আইপিএল-এ দশটি বছর পার করায় আরসিবি গ্র্যান্ড পার্টি দিয়েছিল কিছুদিন আগে। সেখানে একসঙ্গে পাওয়া গিয়েছিল বিরাট ও আনুষ্কা শর্মাকে। এবার ‘বিরুষ্কা’ বেঙ্গালুরুর একটি রেস্তরাঁয় লাঞ্চ ডেট করলেন একসঙ্গে। ‘লাভ বার্ড’দের পাওয়া গেল ফুরফুরে মেজাজে। দু’জনের পরনেই ছিল কালো পোশাক।





































