শিরোনাম :
Logo নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান Logo ইবি অভয়ারণ্যের শরৎ সম্ভাষণ: “গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া ও বায়োস্কোপের রঙিন আবেশ” Logo চাঁদপুর সদরের ১৪ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে সেবা প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি কমেছে Logo চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা Logo চাঁদপুরে কবরস্থ করতে দেওয়া শিশু মৃত নয়, জীবিত! Logo “শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তনে চাই সম্মিলিত প্রচেষ্টা” – ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান Logo সিরাজগঞ্জে বসতবাড়ির জমি দখলের হুমকির অভিযোগে জিডি Logo  ইবির পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার Logo ইবিতে দুর্গাপূজা উপলক্ষে পরীক্ষা স্থগিতের নোটিশ Logo সুন্দরবনে বন বিভাগের পৃথক অভিযানে ৫ জেলে আটক  ৩টা নৌকা, জাল, বিষের বোতল সহ মাছ জব্দ 

রিজার্ভ চুরির অর্থ ফেরত নিয়ে সুসংবাদ নেই !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৪:২৫ পূর্বাহ্ণ, সোমবার, ৮ মে ২০১৭
  • ৭৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টের চুরি হওয়া অবশিষ্ট অর্থ ফেরত পাওয়ার আপাতত কোন সুখববর নেই। তবে আইনি প্রক্রিয়া শেষে ভাল কোন সংবাদ হতেও পারে। কিন্তু সেটা কতদিন লাগবে তা জানাননি ফিলিপাইনের অর্থমন্ত্র্রী কার্লোস ডমিনগুয়েজ।

গত শনিবার জাপানের ইয়োকোহামায় এশিয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৫০ তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে এসে ফিলিপাইনের অর্থমন্ত্র্রী এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৮১ মিলিয়ন ডলার হ্যাক করে চুরি করে নিয়ে যায় হ্যাকাররা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবাই চেষ্টা করছি। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। আইনি প্রক্রিয়া  চলছে। এটা কতদিন চলবে সে বিষয়ে আমি কোন মন্তব্য করতে পারিনা। এটা সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করছে। আইনি প্রক্রিয়া চলছে, এটা কবে শেষ হবে বলা মুসকিল। তবে এটা বাংলাদেশের জন্য কোন সুখবর বয়ে আনতেও পারে।

চুরি হওয়া টাকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যেএকধরনের হতাশা কাজ করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি খুবই স্বাভাবিক। দেশের জনগণের মধ্যে হতাশা দেখা দিতেই পারে। তবে চুরির ঘটনা তো আর ফিলিপাইনে হয়নি। এটা ঢাকা এবং নিউইয়র্কে হয়েছে।

সন্দেহভাজন হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের অ্যাকউন্ট থেকে প্রায় এক বিলিয়ন ডলার চুরি করার চেষ্টা চালিয়েছিল। কিন্তু তারা ৮১ মিলিয়ন ডলার ম্যানিলার রিজাল কমার্শিয়াল ব্যাংক করপোরেশনের চারটি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পেরেছিল। নানা উদ্যোগের পর গত নভেম্বরে ফিলিপাইন সরকার চুরি হওয়া ১৫ মিলিয়ন ডলার বাংলাদেশকে ফেরত দিয়েছে।

ফিলিপাইনে ব্যাংকগুলোর গোপনীয়তায় হস্তক্ষেপ করা হয় না। এছাড়া অ্যান্টি মানি লন্ডারিং আইনেও দূর্বলতা রয়েছে। ফলে চুরি হওয়া অর্থ কি অবস্থায় কোথায় আছে তা বের করা সম্ভব হচ্ছে না। তবে দেশটির মানি লন্ডারিং প্রতিরোধ আইন জোরদার করা হচ্ছে বলে জানান ফিলিপাইনের অর্থমন্ত্রী। তিনি বলেন, আইনের সংস্কার হচ্ছে। এটা হলে ক্যাসিনোগুলোকেও আইনের আওতায় আনা সম্ভব হবে। বিষয়টি নিয়ে বাংলাদেশের আইনমন্ত্রী ফিলিপাইন সফর করেছেন। তার সঙ্গে ফিলিপাইন কর্তৃপক্ষের কথা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান

রিজার্ভ চুরির অর্থ ফেরত নিয়ে সুসংবাদ নেই !

আপডেট সময় : ১১:৩৪:২৫ পূর্বাহ্ণ, সোমবার, ৮ মে ২০১৭

নিউজ ডেস্ক:

নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টের চুরি হওয়া অবশিষ্ট অর্থ ফেরত পাওয়ার আপাতত কোন সুখববর নেই। তবে আইনি প্রক্রিয়া শেষে ভাল কোন সংবাদ হতেও পারে। কিন্তু সেটা কতদিন লাগবে তা জানাননি ফিলিপাইনের অর্থমন্ত্র্রী কার্লোস ডমিনগুয়েজ।

গত শনিবার জাপানের ইয়োকোহামায় এশিয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৫০ তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে এসে ফিলিপাইনের অর্থমন্ত্র্রী এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৮১ মিলিয়ন ডলার হ্যাক করে চুরি করে নিয়ে যায় হ্যাকাররা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবাই চেষ্টা করছি। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। আইনি প্রক্রিয়া  চলছে। এটা কতদিন চলবে সে বিষয়ে আমি কোন মন্তব্য করতে পারিনা। এটা সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করছে। আইনি প্রক্রিয়া চলছে, এটা কবে শেষ হবে বলা মুসকিল। তবে এটা বাংলাদেশের জন্য কোন সুখবর বয়ে আনতেও পারে।

চুরি হওয়া টাকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যেএকধরনের হতাশা কাজ করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি খুবই স্বাভাবিক। দেশের জনগণের মধ্যে হতাশা দেখা দিতেই পারে। তবে চুরির ঘটনা তো আর ফিলিপাইনে হয়নি। এটা ঢাকা এবং নিউইয়র্কে হয়েছে।

সন্দেহভাজন হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের অ্যাকউন্ট থেকে প্রায় এক বিলিয়ন ডলার চুরি করার চেষ্টা চালিয়েছিল। কিন্তু তারা ৮১ মিলিয়ন ডলার ম্যানিলার রিজাল কমার্শিয়াল ব্যাংক করপোরেশনের চারটি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পেরেছিল। নানা উদ্যোগের পর গত নভেম্বরে ফিলিপাইন সরকার চুরি হওয়া ১৫ মিলিয়ন ডলার বাংলাদেশকে ফেরত দিয়েছে।

ফিলিপাইনে ব্যাংকগুলোর গোপনীয়তায় হস্তক্ষেপ করা হয় না। এছাড়া অ্যান্টি মানি লন্ডারিং আইনেও দূর্বলতা রয়েছে। ফলে চুরি হওয়া অর্থ কি অবস্থায় কোথায় আছে তা বের করা সম্ভব হচ্ছে না। তবে দেশটির মানি লন্ডারিং প্রতিরোধ আইন জোরদার করা হচ্ছে বলে জানান ফিলিপাইনের অর্থমন্ত্রী। তিনি বলেন, আইনের সংস্কার হচ্ছে। এটা হলে ক্যাসিনোগুলোকেও আইনের আওতায় আনা সম্ভব হবে। বিষয়টি নিয়ে বাংলাদেশের আইনমন্ত্রী ফিলিপাইন সফর করেছেন। তার সঙ্গে ফিলিপাইন কর্তৃপক্ষের কথা হয়েছে।