‘জুলাই প্রবাসী যোদ্ধা’ স্বীকৃতিসহ ৪ দফা দাবিতে বিক্ষোভ

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৫:৩৩:০৯ অপরাহ্ণ, রবিবার, ২২ জুন ২০২৫
  • ৭১৬ বার পড়া হয়েছে

‘জুলাইয়ে আন্দোলনে অংশ নিয়ে ক্ষতিগ্রস্ত জেলফেরত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা’ ব্যানারে আজ রোববার (২২ জুন) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী প্রবাসী ও তাদের স্বজনরা। সকাল ১১টার দিকে পরীবাগ মোড়ে জড়ো হয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে মিছিল নিয়ে রওনা দেন আন্দোলনকারীরা। কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের রাজসিক মোড়ে বিকাল ৪টা পর্যন্ত আন্দোলন চালিয়ে যান।

আন্দোলনকারীরা জানান, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের জের ধরে দেশে ফেরত আসা প্রবাসীদের দীর্ঘদিন ধরে পুনর্বাসন ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হলেও কার্যত কোনো অগ্রগতি হয়নি।

আন্দোলনকারীরা বলেন, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে আমিরাতের কারাগার থেকে ১৮৯ জন প্রবাসী দেশে ফিরলেও একই মামলায় এখনো ২৫ জন প্রবাসী আবুধাবির আল সদর কারাগারে আটক আছেন। এছাড়া সিআইডির হেফাজতে রয়েছেন আরও শতাধিক বাংলাদেশি প্রবাসী। তাদের মূল চারটি দাবি হলো-

১. বৈষম্যবিরোধী আন্দোলনে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে আটক সকল প্রবাসীর দ্রুত মুক্তি।
২. দেশে ফেরত আসা প্রবাসীদের ‘জুলাই প্রবাসী যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি।
৩. ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা।
৪. একই মামলায় ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফেরা প্রবাসীদের রাষ্ট্রীয় তালিকায় অন্তর্ভুক্তি।

আন্দোলনকারীরা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা বা সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এই কর্মসূচীর কারণে শাহবাগ ও বাংলামোটর সংযোগ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘জুলাই প্রবাসী যোদ্ধা’ স্বীকৃতিসহ ৪ দফা দাবিতে বিক্ষোভ

আপডেট সময় : ০৫:৩৩:০৯ অপরাহ্ণ, রবিবার, ২২ জুন ২০২৫

‘জুলাইয়ে আন্দোলনে অংশ নিয়ে ক্ষতিগ্রস্ত জেলফেরত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা’ ব্যানারে আজ রোববার (২২ জুন) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী প্রবাসী ও তাদের স্বজনরা। সকাল ১১টার দিকে পরীবাগ মোড়ে জড়ো হয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে মিছিল নিয়ে রওনা দেন আন্দোলনকারীরা। কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের রাজসিক মোড়ে বিকাল ৪টা পর্যন্ত আন্দোলন চালিয়ে যান।

আন্দোলনকারীরা জানান, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের জের ধরে দেশে ফেরত আসা প্রবাসীদের দীর্ঘদিন ধরে পুনর্বাসন ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হলেও কার্যত কোনো অগ্রগতি হয়নি।

আন্দোলনকারীরা বলেন, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে আমিরাতের কারাগার থেকে ১৮৯ জন প্রবাসী দেশে ফিরলেও একই মামলায় এখনো ২৫ জন প্রবাসী আবুধাবির আল সদর কারাগারে আটক আছেন। এছাড়া সিআইডির হেফাজতে রয়েছেন আরও শতাধিক বাংলাদেশি প্রবাসী। তাদের মূল চারটি দাবি হলো-

১. বৈষম্যবিরোধী আন্দোলনে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে আটক সকল প্রবাসীর দ্রুত মুক্তি।
২. দেশে ফেরত আসা প্রবাসীদের ‘জুলাই প্রবাসী যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি।
৩. ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা।
৪. একই মামলায় ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফেরা প্রবাসীদের রাষ্ট্রীয় তালিকায় অন্তর্ভুক্তি।

আন্দোলনকারীরা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা বা সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এই কর্মসূচীর কারণে শাহবাগ ও বাংলামোটর সংযোগ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।