বৃহস্পতিবার | ২৯ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুর পৌরসভার ৬, ৭ ও ৮নং ওয়ার্ডে মোমবাতি মার্কার গণসংযোগ Logo ভোট চাইতে গিয়ে মিলছে হাসি, ভোটারদের কণ্ঠে একটাই কথা—ধানের শীষ’ Logo ধানের শীর্ষের পক্ষে প্রচার প্রচারণায় পলাশবাড়ীতে কারা নির্যাতিত নেতাকর্মীদের পরিবার  Logo নীলকমল ইউনিয়নে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত, তারা যেনো ভিন্ন কোনো গ্রহের -মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ Logo আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সাতক্ষীরার ৬নং ওয়ার্ডে ধানের শীষের লিফলেট বিতরণ কর্মসূচি Logo চাঁদপুর জেলা কারাগারে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সম্ভাবনা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জাবিতে ছাত্রশক্তির ক্যাম্পেইন শুরু Logo মাদকের বিরুদ্ধে সোচ্চার ডিএনসি: চাঁদপুরে আলোচনা সভা ও গণভোট সচেতনতা কার্যক্রম Logo শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইরান-ইসরায়েল উত্তেজনা চরমে, ৪৮ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার ট্রাম্প-এরদোয়ান ফোনালাপ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপকালে ইরানের পরমাণু ইস্যু সমাধানে কূটনৈতিক প্রচেষ্টায় সহায়তা করার প্রস্তাব দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশনস ডিরেক্টরেট। খবর আনাদোলু এজেন্সির। 

এরদোয়ান বলেন, ‘পরমাণু বিরোধ নিষ্পত্তিতে কূটনৈতিক পথই একমাত্র টেকসই উপায়। তুরস্ক এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে ভূমিকা রাখতে প্রস্তুত।’ ইরান-ইসরায়েলের মধ্যকার উত্তেজনা চরমে ঠেকার পর গত ৪৮ ঘণ্টায় এটি ছিল এরদোয়ান-ট্রাম্পের দ্বিতীয় ফোনালাপ।

ফোনালাপে তুর্কি প্রেসিডেন্ট ইসরায়েল-ইরান সংঘাত অবসানে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে স্বাগত জানান এবং বলেন, ‘পুরো অঞ্চলকে আগুনে জ্বালিয়ে দেওয়ার মতো বিপর্যয় ঠেকাতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েলের হামলার কারণে ইরান ও গোটা অঞ্চলে যে সহিংসতা সৃষ্টি হয়েছে, তাতে দুই পক্ষই অপূরণীয় বেসামরিক ও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। এই ঝুঁকিপূর্ণ পথ বন্ধ করতেই হবে।’

এদিকে, ট্রাম্প নিজেও রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে বলেছেন, ‘ইরান ও ইসরায়েলের একটি চুক্তি হবে এবং তা হবেই।’ তিনি জানান, শান্তি প্রতিষ্ঠায় বহু ফোনালাপ ও বৈঠক চলছে।

গত শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের একাধিক সামরিক ও পরমাণু স্থাপনায় আঘাত হানে এবং ইরানের একাধিক শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। এরপর থেকে উভয় পক্ষই পাল্টাপাল্টি হামলায় লিপ্ত রয়েছে।

এই সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্র দাবি জানিয়েছে, ইরান যেন তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়, যেটিকে পশ্চিমা বিশ্ব পারমাণবিক অস্ত্র তৈরির পথে একটি সম্ভাব্য পদক্ষেপ হিসেবে দেখে।

তবে ইরান বরাবরই বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, রোববার ওমানের মাসকটে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ষষ্ঠ দফার পরোক্ষ পারমাণবিক আলোচনা হওয়ার কথা থাকলেও ইসরায়েলের হামলার কারণে তা বাতিল হয়ে গেছে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর পৌরসভার ৬, ৭ ও ৮নং ওয়ার্ডে মোমবাতি মার্কার গণসংযোগ

ইরান-ইসরায়েল উত্তেজনা চরমে, ৪৮ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার ট্রাম্প-এরদোয়ান ফোনালাপ

আপডেট সময় : ১১:২৪:০৮ পূর্বাহ্ণ, সোমবার, ১৬ জুন ২০২৫

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপকালে ইরানের পরমাণু ইস্যু সমাধানে কূটনৈতিক প্রচেষ্টায় সহায়তা করার প্রস্তাব দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশনস ডিরেক্টরেট। খবর আনাদোলু এজেন্সির। 

এরদোয়ান বলেন, ‘পরমাণু বিরোধ নিষ্পত্তিতে কূটনৈতিক পথই একমাত্র টেকসই উপায়। তুরস্ক এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে ভূমিকা রাখতে প্রস্তুত।’ ইরান-ইসরায়েলের মধ্যকার উত্তেজনা চরমে ঠেকার পর গত ৪৮ ঘণ্টায় এটি ছিল এরদোয়ান-ট্রাম্পের দ্বিতীয় ফোনালাপ।

ফোনালাপে তুর্কি প্রেসিডেন্ট ইসরায়েল-ইরান সংঘাত অবসানে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে স্বাগত জানান এবং বলেন, ‘পুরো অঞ্চলকে আগুনে জ্বালিয়ে দেওয়ার মতো বিপর্যয় ঠেকাতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েলের হামলার কারণে ইরান ও গোটা অঞ্চলে যে সহিংসতা সৃষ্টি হয়েছে, তাতে দুই পক্ষই অপূরণীয় বেসামরিক ও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। এই ঝুঁকিপূর্ণ পথ বন্ধ করতেই হবে।’

এদিকে, ট্রাম্প নিজেও রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে বলেছেন, ‘ইরান ও ইসরায়েলের একটি চুক্তি হবে এবং তা হবেই।’ তিনি জানান, শান্তি প্রতিষ্ঠায় বহু ফোনালাপ ও বৈঠক চলছে।

গত শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের একাধিক সামরিক ও পরমাণু স্থাপনায় আঘাত হানে এবং ইরানের একাধিক শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। এরপর থেকে উভয় পক্ষই পাল্টাপাল্টি হামলায় লিপ্ত রয়েছে।

এই সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্র দাবি জানিয়েছে, ইরান যেন তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়, যেটিকে পশ্চিমা বিশ্ব পারমাণবিক অস্ত্র তৈরির পথে একটি সম্ভাব্য পদক্ষেপ হিসেবে দেখে।

তবে ইরান বরাবরই বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, রোববার ওমানের মাসকটে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ষষ্ঠ দফার পরোক্ষ পারমাণবিক আলোচনা হওয়ার কথা থাকলেও ইসরায়েলের হামলার কারণে তা বাতিল হয়ে গেছে।