মঙ্গলবার | ২ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল Logo জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে বাংলাদেশের কৃষকদের সক্ষম করে তুলতে হবে— আন্তর্জাতিক সেমিনারে নোবিপ্রবি উপাচার্য Logo পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক Logo পলাশবাড়ীতে জুলাই যোদ্ধার বাবার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদল ও শ্রমিকদের দোয়া Logo জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি সরকারের Logo কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির Logo চাঁদপুরে নতুন খাবারের আকর্ষণ ‘কাচ্চি ডাইন’ গ্রাহকদের ভিড় বেড়েই চলছে

উপাচার্যকে চারদফা দাবিতে স্মারকলিপি ইবি বৈবিছাআ’র

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই অভুত্থানের বিপক্ষে নেতৃত্ব দেওয়া ব্যাক্তিদের বিচারের আওতায় আনাসহ চারদফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৭ মে) বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র কাছে এ স্মারকলিপি জমা দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক গোলাম রব্বানী, ইয়াসুর কবির, তানভীর মন্ডলসহ অন্যান্য শিক্ষার্থীরা।

স্মারকলিপি সূত্রে, চার দফা দাবি গুলো হচ্ছে:
১. আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শুধু মাত্র পিছিয়ে থাকা জনগোষ্ঠী ছাড়া সকল কোটা বাতিলের সিদ্ধান্ত নিতে হবে।
২. জুলাই অভুত্থানের বিপক্ষে নেতৃত্ব দেওয়া ব্যাক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যাবস্থা নিতে হবে।
৩. সেশনজট নিরসনে অনুষদ ভিত্তিক একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে।
৪. বহিরাগত মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে হবে।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার নেতাকর্মীরা বলেন, “আমরা বৈষম্য নিরসনের জন্য বিপ্লব করেছি তাই ইবিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ব্যতীত কোন প্রকার কোটা থাকতে পারে না। এটা আমাদের জুলাই বিপ্লবের ফসল। আর যারা জুলাই বিপ্লবের বিপক্ষে দাঁড়িয়ে আমাদের উপর হামলা নির্যাতন চালিয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। সেই সাথে ইবিতে যেকোন আর সাম্য হত্যা না হয় তার জন্য বহিরামুক্ত ক্যাম্পাস নিশ্চিত করণের জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারকে স্মারকলিপি দিয়েছি। আমাদের এই দাবিগুলো দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আমরা ইতিমধ্যেই এই দাবিগুলো নিয়ে কাজ শুরু করেছি। আশা করি খুব শীঘ্রই এই কাজগুলো আমরা সম্পন্ন করতে পারব। এক্ষেত্রে শিক্ষার্থীরা আমাদের সহযোগিতা করলে কাজটি আরো সহজ হবে বলে আমি মনে করি।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

উপাচার্যকে চারদফা দাবিতে স্মারকলিপি ইবি বৈবিছাআ’র

আপডেট সময় : ০৫:৪৮:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই অভুত্থানের বিপক্ষে নেতৃত্ব দেওয়া ব্যাক্তিদের বিচারের আওতায় আনাসহ চারদফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৭ মে) বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র কাছে এ স্মারকলিপি জমা দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক গোলাম রব্বানী, ইয়াসুর কবির, তানভীর মন্ডলসহ অন্যান্য শিক্ষার্থীরা।

স্মারকলিপি সূত্রে, চার দফা দাবি গুলো হচ্ছে:
১. আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শুধু মাত্র পিছিয়ে থাকা জনগোষ্ঠী ছাড়া সকল কোটা বাতিলের সিদ্ধান্ত নিতে হবে।
২. জুলাই অভুত্থানের বিপক্ষে নেতৃত্ব দেওয়া ব্যাক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যাবস্থা নিতে হবে।
৩. সেশনজট নিরসনে অনুষদ ভিত্তিক একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে।
৪. বহিরাগত মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে হবে।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার নেতাকর্মীরা বলেন, “আমরা বৈষম্য নিরসনের জন্য বিপ্লব করেছি তাই ইবিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ব্যতীত কোন প্রকার কোটা থাকতে পারে না। এটা আমাদের জুলাই বিপ্লবের ফসল। আর যারা জুলাই বিপ্লবের বিপক্ষে দাঁড়িয়ে আমাদের উপর হামলা নির্যাতন চালিয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। সেই সাথে ইবিতে যেকোন আর সাম্য হত্যা না হয় তার জন্য বহিরামুক্ত ক্যাম্পাস নিশ্চিত করণের জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারকে স্মারকলিপি দিয়েছি। আমাদের এই দাবিগুলো দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আমরা ইতিমধ্যেই এই দাবিগুলো নিয়ে কাজ শুরু করেছি। আশা করি খুব শীঘ্রই এই কাজগুলো আমরা সম্পন্ন করতে পারব। এক্ষেত্রে শিক্ষার্থীরা আমাদের সহযোগিতা করলে কাজটি আরো সহজ হবে বলে আমি মনে করি।”