মঙ্গলবার | ২ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক Logo পলাশবাড়ীতে জুলাই যোদ্ধার বাবার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদল ও শ্রমিকদের দোয়া Logo জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি সরকারের Logo কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির Logo চাঁদপুরে নতুন খাবারের আকর্ষণ ‘কাচ্চি ডাইন’ গ্রাহকদের ভিড় বেড়েই চলছে Logo বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় ৮ নং ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo নোবিপ্রবির আধুনিকায়নে ৩৩৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ

ফরিদগঞ্জে মাদকের কুফল সম্পর্কে আলোচনা সভা

ফরিদগঞ্জ আদর্শ একাডেমীতে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ও জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় মাদকের কুফল সম্পর্কে আলোচনা সভা, শ্রেণি বক্তৃতা এবং কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২০ মে) সকালে একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মুঃ মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজে যারা মাদক বিক্রি করে, তারা সবার শত্রু। মাদক সেবনকারীকেও চিহ্নিত করে প্রত্যেক পরিবার, তার সম্পর্কে স্বজনদের অভিহিত করতে হবে। সবাই মিলে চেষ্টা করলে সে এ জগত থেকে বেরিয়ে আসতে পারে। তবে মাদককে রুখে দিতে হবে। তার জন্য সবার গণসচেতনতা প্রয়োজন। মাদক সেবনে স্মরণশক্তি, যৌনশক্তি নষ্ট হয়ে যায়, লিভার ও কিডনি নষ্ট করে দেয়। পুরুষত্বহীনতা ও বন্ধ্যত্ব সৃষ্টি করে। মনোযোগ দেওয়ার ক্ষমতাও নষ্ট হয়, বেড়ে যায় আত্মহত্যার প্রবণতা। ছোটবেলা থেকেই সন্তানদের মাদকের ভয়াবহতা সম্পর্কে জানাতে হবে। তাদেরকে মাদকের ক্ষতিকর দিক, মাদক আসক্তির ঝুঁকি এবং মাদকাসক্তির পরিণতি সম্পর্কে সচেতন করতে হবে।

তিনি আরও বলেন, মাদকাসক্তি- হলো এক কালো ছায়া, যা আমাদের সমাজকে বিষিয়ে তুলেছে। তরুণ প্রজন্ম, যাদের হাতে এই দেশের ভবিষ্যৎ, তারাই আজ মাদকের কবলে পড়ে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে পরিবার ও সমাজকে একসাথে কাজ করতে হবে। সেজন্য আমাদের সবাইকে মাদক প্রতিরোধের উপায় জানতে হবে। প্রথমত, পিতা মাতাদের উচিত তাদের সন্তানের প্রতি সতর্ক দৃষ্টি রাখা। তাদের আচরণে কোন পরিবর্তন আসছে কিনা, সে কোন বন্ধুদের সাথে মিশছে, এসব বিষয়ে খেয়াল রাখতে হবে। কারন, বেশিরভাগ তরুন তরুনীরা সঙ্গদোষের কারণে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে।

ফরিদগঞ্জ আদর্শ একাডেমীর প্রধান শিক্ষক মোঃ হারুন আর রশিদ এর সভাপতিত্বে মাদকবিরোধী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন পাটোয়ারী, ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক
মোঃ আশরাফ।

আলোচনা সভা, শ্রেণি বক্তৃতা এবং কুইজ প্রতিযোগিতায় শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে মানবদেহে মাদকের ক্ষতিকর শ্লোগান সম্বলিত থ্রিডি স্কেল, কলম, খাতা ,জ্যামিতি বক্স ও সনদ বিতরণ করা হয় এবং উপস্থিত সকল শিক্ষার্থীদের মধ্যে মাদককের কুফল সম্পর্কিত লিফলেট ও স্টিকার বিতরন করা হয়।

অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষার্থীদেরকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।

ছবির ক্যাপশন: ফরিদগঞ্জ আদর্শ একাডেমিতে মাদকের কুফল সম্পর্কে আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মুঃ মিজানুর রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক

ফরিদগঞ্জে মাদকের কুফল সম্পর্কে আলোচনা সভা

আপডেট সময় : ০৩:১০:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

ফরিদগঞ্জ আদর্শ একাডেমীতে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ও জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় মাদকের কুফল সম্পর্কে আলোচনা সভা, শ্রেণি বক্তৃতা এবং কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২০ মে) সকালে একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মুঃ মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজে যারা মাদক বিক্রি করে, তারা সবার শত্রু। মাদক সেবনকারীকেও চিহ্নিত করে প্রত্যেক পরিবার, তার সম্পর্কে স্বজনদের অভিহিত করতে হবে। সবাই মিলে চেষ্টা করলে সে এ জগত থেকে বেরিয়ে আসতে পারে। তবে মাদককে রুখে দিতে হবে। তার জন্য সবার গণসচেতনতা প্রয়োজন। মাদক সেবনে স্মরণশক্তি, যৌনশক্তি নষ্ট হয়ে যায়, লিভার ও কিডনি নষ্ট করে দেয়। পুরুষত্বহীনতা ও বন্ধ্যত্ব সৃষ্টি করে। মনোযোগ দেওয়ার ক্ষমতাও নষ্ট হয়, বেড়ে যায় আত্মহত্যার প্রবণতা। ছোটবেলা থেকেই সন্তানদের মাদকের ভয়াবহতা সম্পর্কে জানাতে হবে। তাদেরকে মাদকের ক্ষতিকর দিক, মাদক আসক্তির ঝুঁকি এবং মাদকাসক্তির পরিণতি সম্পর্কে সচেতন করতে হবে।

তিনি আরও বলেন, মাদকাসক্তি- হলো এক কালো ছায়া, যা আমাদের সমাজকে বিষিয়ে তুলেছে। তরুণ প্রজন্ম, যাদের হাতে এই দেশের ভবিষ্যৎ, তারাই আজ মাদকের কবলে পড়ে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে পরিবার ও সমাজকে একসাথে কাজ করতে হবে। সেজন্য আমাদের সবাইকে মাদক প্রতিরোধের উপায় জানতে হবে। প্রথমত, পিতা মাতাদের উচিত তাদের সন্তানের প্রতি সতর্ক দৃষ্টি রাখা। তাদের আচরণে কোন পরিবর্তন আসছে কিনা, সে কোন বন্ধুদের সাথে মিশছে, এসব বিষয়ে খেয়াল রাখতে হবে। কারন, বেশিরভাগ তরুন তরুনীরা সঙ্গদোষের কারণে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে।

ফরিদগঞ্জ আদর্শ একাডেমীর প্রধান শিক্ষক মোঃ হারুন আর রশিদ এর সভাপতিত্বে মাদকবিরোধী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন পাটোয়ারী, ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক
মোঃ আশরাফ।

আলোচনা সভা, শ্রেণি বক্তৃতা এবং কুইজ প্রতিযোগিতায় শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে মানবদেহে মাদকের ক্ষতিকর শ্লোগান সম্বলিত থ্রিডি স্কেল, কলম, খাতা ,জ্যামিতি বক্স ও সনদ বিতরণ করা হয় এবং উপস্থিত সকল শিক্ষার্থীদের মধ্যে মাদককের কুফল সম্পর্কিত লিফলেট ও স্টিকার বিতরন করা হয়।

অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষার্থীদেরকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।

ছবির ক্যাপশন: ফরিদগঞ্জ আদর্শ একাডেমিতে মাদকের কুফল সম্পর্কে আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মুঃ মিজানুর রহমান।