রবিবার | ২৫ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ধানের শীর্ষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল  Logo ঝালকাঠিতে ৬লিটার চোলাই মদ সহ নাসির ডিবির হাতে আটক  Logo পলাশবাড়ীতে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় আহত ৪, অবরুদ্ধ ৯ পরিবার Logo ইবিতে শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটে প্রথম অনন্ত, দ্বিতীয় শিফটে সিয়াম Logo চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড এবং তরপুরচণ্ডী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন Logo বীরগঞ্জের বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে ! Logo হাবিবুর রহমান ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত Logo খালেদা জিয়ার কবর জিয়ারতে নোবিপ্রবির গাড়ি ব্যবহার, শিক্ষার্থীদের ক্ষোভ Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মন্দির নির্মাণের প্রতিশ্রুতি উপ-উপাচার্যের

মহেশপুরের কুশাডাঙ্গা বটতলায় ‘ইত্যাদি’-এর ধারণ অনুষ্ঠান সম্পন্ন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:১২:২১ অপরাহ্ণ, রবিবার, ১৮ মে ২০২৫
  • ৮৫৪ বার পড়া হয়েছে

আমিনুর রহমান নয়ন

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ টেলিভিশনের শিক্ষা, তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-এর পরবর্তী অনুষ্ঠানের কয়েকটি পর্ব দর্শকদের উপস্থিততে ধারণ সম্পন্ন হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর কৃষিফার্মের কুশাডাঙ্গা বীজ উৎপাদন খামারের বটতলায় ধারণ অনুষ্ঠান শুরু হয়। যা কয়েক ঘণ্টা ধরে চলে।

এর আগে শনিবার বিকাল থেকেই ‘ইত্যাদি’-এর ধারণ অনুষ্ঠান দেখার জন্য কুশাডাঙ্গা বটতলায় উপস্থিত হতে থাকে হাজার হাজার দর্শক। আমন্ত্রিত অতিথিদের বসার জন্য কর্তৃপক্ষ ৩ হাজার চেয়ারেরও ব্যবস্থা করে। কিন্তু তার থেকে কয়েকগুণ বেশি দর্শক হওয়ায় নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পরও অনুষ্ঠান শুরু করা সম্ভব হয় না। এর মাঝে শুরু হয় তুমুল বৃষ্টি। ধারণ অনুষ্ঠান সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলার কথা ছিল।

বৃষ্টির মাঝেই অনুষ্ঠানস্থল থেকে হাজার দেড়েক চেয়ার ও অনুষ্ঠান রেকর্ডের জন্য নিয়ে আসা কয়েকটি দামি লাইট চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনেকেই বিভিন্ন যানবাহন ও মাথায় করে চেয়ার বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন এমন দৃশ্যও দেখতে পাওয়া যায়।

প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠান আজ আর শুরু হবে না এমন চিন্তা করে অনেকেই ভেজা শরীরে বাড়িতে চলে যান। তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পুনরায় শুরু হয় মঞ্চ প্রস্তুতের কাজ। রাত ১টার একটু আগেই শুরু হয় ধারণ অনুষ্ঠান। খবর পেয়ে গভীর রাতেই অনেক দর্শক আবার অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে ধারণ অনুষ্ঠান উপভোগ করেন।

তবে সন্ধ্যা থেকেই যদি অনুষ্ঠানের মঞ্চে মাইকের মাধ্যমে দর্শকদের উদ্দেশে দিকনির্দেশনা দেওয়া হতো তাহলে বিশৃঙ্খলা কমে আসতো। কিন্তু রাত হয়ে গেলেও অনুষ্ঠান এলাকা ছিল অন্ধকারাচ্ছন্ন। আমন্ত্রিত অতিথিদের কার্ডে নিয়মকানুন লেখা থাকলেও সাধারণ দর্শকদের এ সম্পর্কে কোনো ধারণা ছিল না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ধানের শীর্ষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল 

মহেশপুরের কুশাডাঙ্গা বটতলায় ‘ইত্যাদি’-এর ধারণ অনুষ্ঠান সম্পন্ন

আপডেট সময় : ০৫:১২:২১ অপরাহ্ণ, রবিবার, ১৮ মে ২০২৫

আমিনুর রহমান নয়ন

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ টেলিভিশনের শিক্ষা, তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-এর পরবর্তী অনুষ্ঠানের কয়েকটি পর্ব দর্শকদের উপস্থিততে ধারণ সম্পন্ন হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর কৃষিফার্মের কুশাডাঙ্গা বীজ উৎপাদন খামারের বটতলায় ধারণ অনুষ্ঠান শুরু হয়। যা কয়েক ঘণ্টা ধরে চলে।

এর আগে শনিবার বিকাল থেকেই ‘ইত্যাদি’-এর ধারণ অনুষ্ঠান দেখার জন্য কুশাডাঙ্গা বটতলায় উপস্থিত হতে থাকে হাজার হাজার দর্শক। আমন্ত্রিত অতিথিদের বসার জন্য কর্তৃপক্ষ ৩ হাজার চেয়ারেরও ব্যবস্থা করে। কিন্তু তার থেকে কয়েকগুণ বেশি দর্শক হওয়ায় নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পরও অনুষ্ঠান শুরু করা সম্ভব হয় না। এর মাঝে শুরু হয় তুমুল বৃষ্টি। ধারণ অনুষ্ঠান সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলার কথা ছিল।

বৃষ্টির মাঝেই অনুষ্ঠানস্থল থেকে হাজার দেড়েক চেয়ার ও অনুষ্ঠান রেকর্ডের জন্য নিয়ে আসা কয়েকটি দামি লাইট চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনেকেই বিভিন্ন যানবাহন ও মাথায় করে চেয়ার বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন এমন দৃশ্যও দেখতে পাওয়া যায়।

প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠান আজ আর শুরু হবে না এমন চিন্তা করে অনেকেই ভেজা শরীরে বাড়িতে চলে যান। তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পুনরায় শুরু হয় মঞ্চ প্রস্তুতের কাজ। রাত ১টার একটু আগেই শুরু হয় ধারণ অনুষ্ঠান। খবর পেয়ে গভীর রাতেই অনেক দর্শক আবার অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে ধারণ অনুষ্ঠান উপভোগ করেন।

তবে সন্ধ্যা থেকেই যদি অনুষ্ঠানের মঞ্চে মাইকের মাধ্যমে দর্শকদের উদ্দেশে দিকনির্দেশনা দেওয়া হতো তাহলে বিশৃঙ্খলা কমে আসতো। কিন্তু রাত হয়ে গেলেও অনুষ্ঠান এলাকা ছিল অন্ধকারাচ্ছন্ন। আমন্ত্রিত অতিথিদের কার্ডে নিয়মকানুন লেখা থাকলেও সাধারণ দর্শকদের এ সম্পর্কে কোনো ধারণা ছিল না।