শিরোনাম :
Logo নজরুল ও হাফিজের সাহিত্য নিয়ে রাবিতে মানবতা বিষয়ক সেমিনার Logo ছাত্রদল নেতা সাম্য’র হত্যাকারীদের দ্রুত গ্ৰেফতারের দাবিতে রাবি ছাত্রদলের অবস্থান Logo দ্বিতীয়দিনে অনড় অবস্থানে জবি শিক্ষার্থীরা;দাবি না মানা পর্যন্ত চলবে আন্দোলন Logo চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে আটি, গুটি ও বোম্বাই আম সংগ্রহ শুরু Logo চুয়াডাঙ্গার মাটিতে কালো আঙুর চাষ করে বাজিমাত কলেজছাত্র শামিমের Logo দেশের সব বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস Logo ইস্তাম্বুলে রাশিয়া–ইউক্রেনের আলোচনায় নেই পুতিন Logo সাম্যের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে- ইবি ছাত্র আন্দোলন Logo উপদেষ্টা মাহফুজ আলমের উপর জবি শিক্ষার্থীদের বোতল নিক্ষেপ Logo চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুলের উপর হামলার অভিযোগ

‘ডি’ ইউনিটের মাধ্যমে শেষ হলো ইবির ভর্তি পরীক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলাম শিক্ষা ও ধর্মতত্ত্ব অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উপস্থিতর হার ছিল প্রায় ৯১ শতাংশ।

রবিবার (১১ মে) দুপুর ১ টায় ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আবম সিদ্দিকুর রহমান আশ্রাফী এ তথ্য জানান।

তিনি আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রায় ৯১ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ২ হাজার ৪২৪ জন ভর্তিচ্ছু আবেদন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৮২৮ জন, যা মোট আবেদনকারীর ৯১ শতাংশ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এদিকে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকসহ প্রশাসনের সদস্যরা।

অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “উপস্থিত খুবই সন্তোষজনক। বেশ ভালোভাবেই পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। যেহেতু ডি ইউনিটের শিক্ষার্থীরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড অথবা সোস্যাল সাইন্সের তাই অনেকে অনেক জায়গায় চান্স পেয়ে গেছে। এজন্যই উপস্থিতর একটু ঘাটতি দেখা দিয়েছে। তবে এটা অনেক প্রেরণার বিষয় যে গুচ্ছ অন্তর্ভুক্ত না হয়েও ৮০-৯০% শিক্ষার্থী উপস্থিত আছেন।”

তিনি আরো বলেন, “এবারের যে বিষয়গুলোর মধ্যে কমতি ও অসংগতি দেখা দিয়েছে আশাকরি সামনে বছরে এগুলো কাটিয়ে উঠিয়ে সুন্দর ও সুষ্ঠু পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরিশেষে তিনি পরীক্ষায় নিরাপত্তা ও সার্বিক বিষয়ে সাহায্য সহযোগিতায় নিয়োজিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও ধন্যবাদ জানান প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীদের।”

প্রসঙ্গত, ধর্মতত্ত্ব অনুষদের অধীন চারটি বিভাগ রয়েছে। বিভাগগুলো হলো, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য। আজ রবিবার (১১ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল ভবন ও অনুষদ ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নজরুল ও হাফিজের সাহিত্য নিয়ে রাবিতে মানবতা বিষয়ক সেমিনার

‘ডি’ ইউনিটের মাধ্যমে শেষ হলো ইবির ভর্তি পরীক্ষা

আপডেট সময় : ০৩:২০:১২ অপরাহ্ণ, রবিবার, ১১ মে ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলাম শিক্ষা ও ধর্মতত্ত্ব অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উপস্থিতর হার ছিল প্রায় ৯১ শতাংশ।

রবিবার (১১ মে) দুপুর ১ টায় ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আবম সিদ্দিকুর রহমান আশ্রাফী এ তথ্য জানান।

তিনি আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রায় ৯১ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ২ হাজার ৪২৪ জন ভর্তিচ্ছু আবেদন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৮২৮ জন, যা মোট আবেদনকারীর ৯১ শতাংশ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এদিকে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকসহ প্রশাসনের সদস্যরা।

অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “উপস্থিত খুবই সন্তোষজনক। বেশ ভালোভাবেই পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। যেহেতু ডি ইউনিটের শিক্ষার্থীরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড অথবা সোস্যাল সাইন্সের তাই অনেকে অনেক জায়গায় চান্স পেয়ে গেছে। এজন্যই উপস্থিতর একটু ঘাটতি দেখা দিয়েছে। তবে এটা অনেক প্রেরণার বিষয় যে গুচ্ছ অন্তর্ভুক্ত না হয়েও ৮০-৯০% শিক্ষার্থী উপস্থিত আছেন।”

তিনি আরো বলেন, “এবারের যে বিষয়গুলোর মধ্যে কমতি ও অসংগতি দেখা দিয়েছে আশাকরি সামনে বছরে এগুলো কাটিয়ে উঠিয়ে সুন্দর ও সুষ্ঠু পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরিশেষে তিনি পরীক্ষায় নিরাপত্তা ও সার্বিক বিষয়ে সাহায্য সহযোগিতায় নিয়োজিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও ধন্যবাদ জানান প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীদের।”

প্রসঙ্গত, ধর্মতত্ত্ব অনুষদের অধীন চারটি বিভাগ রয়েছে। বিভাগগুলো হলো, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য। আজ রবিবার (১১ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল ভবন ও অনুষদ ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।