শিরোনাম :
Logo আজকের নামাজের সময়সূচি Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনা করতে চায় সরকার Logo চাঁদপুর পৌরসভার ১২৬ কোটি টাকার বাজেট ঘোষণা Logo জবিতে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলা সমঝোতার চেষ্টা শাখা ছাত্রদলের, দফায় দফায় বৈঠক Logo তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা Logo যুব সমাজের মধ্যে ইসলামী মূল্যবোধ না থাকায় আজ যুব সমাজ অধপতনে নিমর্জিত ……..কে. এম ইয়াসিন রাশেদসানী Logo কচুয়ার কাদলা ইউনিয়ন যুবদলের আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত Logo ‘পঞ্চায়েত’ আমার জীবন বদলে দিয়েছে Logo ইন্দোনেশিয়ার পূর্ব উপকূলে ৬.৭ মাত্রার ভূমিকম্প Logo সারাদেশে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি

খুবি উপাচার্যের এবং বিএনসিসি খুলনা ফ্লোটিলা কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ 

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর সুন্দরবন রেজিমেন্টের অধীন বিএনসিসি খুলনা ফ্লোটিলা কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম আবু সাকিব। আজ ০৮ মে (বৃহস্পতিবার) বেলা ১১টা ৩০ মিনিটে উপাচার্যের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে লেফটেন্যান্ট সাকিব খুলনা বিশ্ববিদ্যালয়সহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিএনসিসির কার্যক্রম ও সার্বিক অগ্রগতির বিষয়ে উপাচার্যকে অবহিত করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় বিএনসিসি ইউনিটের প্রশংসা করে বলেন, বিভিন্ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয়টির অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে খুলনার ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা এবং বন্যায় দুর্গতদের সহায়তায় বিএনসিসির অবদান ছিল গুরুত্বপূর্ণ।
উপাচার্য বিএনসিসির বিভিন্ন সমাজসেবামূলক ও জাতীয় প্রয়োজনীয়তা ভিত্তিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও খুলনা বিশ্ববিদ্যালয় এ ধরনের কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, বিএনসিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের নেভি প্লাটুনের প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রভাষক এস এম তাফসিরুল ইসলাম।
অপরদিকে বেলা ১২টায় ফ্লোটিলা কমান্ডার প্লাটুন পরিদর্শন করেন এবং খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে ক্যাডেটদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির শুরুর প্রাক্কালে ফ্লোটিলা কমান্ডারকে বিএনসিসি নৌ শাখার ক্যাডেটদের পক্ষ হতে গার্ড অব অনার দেয়া হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফ্লোটিলা কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম আবু সাকিব। সভাপতিত্ব করেন বিএনসিসি নৌ শাখার প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) এস এম তাফসিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যাডেট জারিফ এবং ক্যাডেট আফনান আজিজ।
অনুষ্ঠানের শেষে প্রাক্তন ক্যাডেট আন্ডার অফিসারদেরকে (সিইউও) সম্মাননা সার্টিফিকেট ও স্বারক প্রদান করা হয়। এ সময়ে আরও উপস্থিত ছিলেন বিএনসিসি আর্মি উইং পিইউও ফারজানা জামান এবং পিইউও শাহারিয়াজ আহমেদ। অনুষ্ঠানে ৬০ জন ক্যাডেট, শিক্ষক, অতিথিবৃন্দ, প্রাক্তন নৌ সিইউও ও বাংলাদেশ নৌ বাহিনীর অফিশিয়ালসরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি বিএনসিসি নৌ শাখার ক্যাডেট ইনচার্জ হাসিবুল হাসানের নেতৃত্বে সকল ক্যাডেটদের সহায়তায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ক্যাডেট ওলিউল্লাহ। এরপর ২০২৪ সালের জুলাই-আগস্টের শহীদদের প্রতি সম্মান জানিয়ে সকলে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজকের নামাজের সময়সূচি

খুবি উপাচার্যের এবং বিএনসিসি খুলনা ফ্লোটিলা কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ 

আপডেট সময় : ০৯:৩৪:১৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর সুন্দরবন রেজিমেন্টের অধীন বিএনসিসি খুলনা ফ্লোটিলা কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম আবু সাকিব। আজ ০৮ মে (বৃহস্পতিবার) বেলা ১১টা ৩০ মিনিটে উপাচার্যের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে লেফটেন্যান্ট সাকিব খুলনা বিশ্ববিদ্যালয়সহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিএনসিসির কার্যক্রম ও সার্বিক অগ্রগতির বিষয়ে উপাচার্যকে অবহিত করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় বিএনসিসি ইউনিটের প্রশংসা করে বলেন, বিভিন্ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয়টির অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে খুলনার ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা এবং বন্যায় দুর্গতদের সহায়তায় বিএনসিসির অবদান ছিল গুরুত্বপূর্ণ।
উপাচার্য বিএনসিসির বিভিন্ন সমাজসেবামূলক ও জাতীয় প্রয়োজনীয়তা ভিত্তিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও খুলনা বিশ্ববিদ্যালয় এ ধরনের কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, বিএনসিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের নেভি প্লাটুনের প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রভাষক এস এম তাফসিরুল ইসলাম।
অপরদিকে বেলা ১২টায় ফ্লোটিলা কমান্ডার প্লাটুন পরিদর্শন করেন এবং খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে ক্যাডেটদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির শুরুর প্রাক্কালে ফ্লোটিলা কমান্ডারকে বিএনসিসি নৌ শাখার ক্যাডেটদের পক্ষ হতে গার্ড অব অনার দেয়া হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফ্লোটিলা কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম আবু সাকিব। সভাপতিত্ব করেন বিএনসিসি নৌ শাখার প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) এস এম তাফসিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যাডেট জারিফ এবং ক্যাডেট আফনান আজিজ।
অনুষ্ঠানের শেষে প্রাক্তন ক্যাডেট আন্ডার অফিসারদেরকে (সিইউও) সম্মাননা সার্টিফিকেট ও স্বারক প্রদান করা হয়। এ সময়ে আরও উপস্থিত ছিলেন বিএনসিসি আর্মি উইং পিইউও ফারজানা জামান এবং পিইউও শাহারিয়াজ আহমেদ। অনুষ্ঠানে ৬০ জন ক্যাডেট, শিক্ষক, অতিথিবৃন্দ, প্রাক্তন নৌ সিইউও ও বাংলাদেশ নৌ বাহিনীর অফিশিয়ালসরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি বিএনসিসি নৌ শাখার ক্যাডেট ইনচার্জ হাসিবুল হাসানের নেতৃত্বে সকল ক্যাডেটদের সহায়তায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ক্যাডেট ওলিউল্লাহ। এরপর ২০২৪ সালের জুলাই-আগস্টের শহীদদের প্রতি সম্মান জানিয়ে সকলে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।