শিরোনাম :
Logo শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ছিল নির্বাচনগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে: বদরুদ্দীন উমরের জবানবন্দি Logo ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব Logo ভোলার মুহাদ্দিস নোমানী হত্যার বিচারে ইবিতে মানববন্ধন Logo নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের ভিতরে ছিনতাই, শঙ্কিত শিক্ষার্থীরা Logo আজকের ৪টি দ্বিতল বাসের যাত্রা নবদিগন্তের সূচনা : ইবি উপাচার্য Logo সিরাজগঞ্জে জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর সদর হাসপাতালের সম্প্রসারিত পোস্ট অপারেটিভ ওয়ার্ডের উদ্বোধন Logo শেখহাসিনার ছাত্রলীগ যেই দুঃসাহস করতে পারেনি, সেই দুঃসাহস ২৪-পরবর্তী বাংলাদেশে এখন ছাত্রদল করা শুরু করেছে, পঞ্চগড়ে -সারজিস Logo আশিকাটি ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায় কর্মসূচীর উদ্বোধন Logo মেধাভিত্তিক নিয়োগ হলে নিয়োগপ্রাপ্ত সকলেই দেশের সম্পদ হবে : আসিফ মাহমুদ

খুবিতে তিন দিনব্যাপী পিপিআর এবং ই-জিপি শীর্ষক প্রশিক্ষনের সমাপনী

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) এবং ই-জিপি শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ০৫ মে (সোমবার) অনুষ্ঠিত হয়। বিকাল ৩টা ৩০ মিনিটে ১নং একাডেমিক ভবনের গণিত ডিসিপ্লিনের সিমুলেশন ল্যাবে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।

তিনি বলেন, শিক্ষা ও প্রশিক্ষণের কোনো বয়স নেই। প্রতিনিয়ত শেখার মধ্য দিয়েই একজন ব্যক্তি দক্ষতার দিক থেকে আরও সমৃদ্ধ হন। তবে প্রশিক্ষণলব্ধ জ্ঞান যদি চর্চার মাধ্যমে প্রয়োগ না করা হয়, তাহলে তা অচিরেই বিস্মৃতির অতলে চলে যায়। তাই প্রশিক্ষণের প্রকৃত সুফল পেতে হলে কর্মক্ষেত্রে প্রশিক্ষণলব্ধ জ্ঞানের নিয়মিত চর্চা ও প্রয়োগ নিশ্চিত করতে হবে। এ ধরনের সময়োপযোগী উদ্যোগ একদিকে যেমন পেশাগত উৎকর্ষ সাধনে সহায়ক, অন্যদিকে তেমনি একটি জ্ঞানভিত্তিক, কার্যকর ও স্বচ্ছ প্রশাসনিক পরিবেশ গড়ে তুলতেও সহায়তা করে।

উপ-উপাচার্য এ ধরনের যুগোপযোগী প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রশিক্ষণের টেকনিক্যাল সেশনের রিসোর্স পারসন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইউসুফ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু হানিফ মৃধা।

প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন আইআইএসএসসিই’র পরিচালক প্রফেসর ড. মোঃ রায়হান আলী, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম, উপ-উপাচার্যের কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোঃ আতিয়ার রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী। এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিন ও দপ্তরের শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ছিল নির্বাচনগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে: বদরুদ্দীন উমরের জবানবন্দি

খুবিতে তিন দিনব্যাপী পিপিআর এবং ই-জিপি শীর্ষক প্রশিক্ষনের সমাপনী

আপডেট সময় : ০৬:০৫:১৬ অপরাহ্ণ, বুধবার, ৭ মে ২০২৫

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) এবং ই-জিপি শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ০৫ মে (সোমবার) অনুষ্ঠিত হয়। বিকাল ৩টা ৩০ মিনিটে ১নং একাডেমিক ভবনের গণিত ডিসিপ্লিনের সিমুলেশন ল্যাবে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।

তিনি বলেন, শিক্ষা ও প্রশিক্ষণের কোনো বয়স নেই। প্রতিনিয়ত শেখার মধ্য দিয়েই একজন ব্যক্তি দক্ষতার দিক থেকে আরও সমৃদ্ধ হন। তবে প্রশিক্ষণলব্ধ জ্ঞান যদি চর্চার মাধ্যমে প্রয়োগ না করা হয়, তাহলে তা অচিরেই বিস্মৃতির অতলে চলে যায়। তাই প্রশিক্ষণের প্রকৃত সুফল পেতে হলে কর্মক্ষেত্রে প্রশিক্ষণলব্ধ জ্ঞানের নিয়মিত চর্চা ও প্রয়োগ নিশ্চিত করতে হবে। এ ধরনের সময়োপযোগী উদ্যোগ একদিকে যেমন পেশাগত উৎকর্ষ সাধনে সহায়ক, অন্যদিকে তেমনি একটি জ্ঞানভিত্তিক, কার্যকর ও স্বচ্ছ প্রশাসনিক পরিবেশ গড়ে তুলতেও সহায়তা করে।

উপ-উপাচার্য এ ধরনের যুগোপযোগী প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রশিক্ষণের টেকনিক্যাল সেশনের রিসোর্স পারসন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইউসুফ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু হানিফ মৃধা।

প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন আইআইএসএসসিই’র পরিচালক প্রফেসর ড. মোঃ রায়হান আলী, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম, উপ-উপাচার্যের কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোঃ আতিয়ার রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী। এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিন ও দপ্তরের শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।