শিরোনাম :
Logo ঘাতকের বুলেটে সাভারের রাজপথে অত্যন্ত নির্মমভাবে শহীদ হন শিক্ষার্থী ইয়ামিন Logo পলাশবাড়ীতে ধানের শীর্ষ প্রতিকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo হাবিপ্রবিতে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আইইইই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম ২০২৫ Logo সাজিদের মৃত্যু ‘অস্বাভাবিক’ দাবি করে ইবি শিক্ষার্থীদের প্রেস কনফারেন্স Logo শেরপুরে ‘রূপসী শেরপুর’-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন Logo জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত Logo খাগড়াছড়ির ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন Logo সাজিদের জানাজা সম্পন্ন, মৃত্যুরহস্য উদঘাটনে তদন্তের ঘোষণা Logo ঊচত এর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আমরা গভীরভাবে উদ্বিগ্ন: রাশিয়া

ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। আজ বুধবার (৭ মে) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পাহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে যে সংঘর্ষ শুরু হয়েছে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বিবৃতিতে বলা হয়, “পাহালগামের কাছে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে, তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।”

একই সঙ্গে রাশিয়া স্পষ্ট করে সন্ত্রাসবাদের সকল রূপের কঠোর নিন্দা জানিয়ে বলেছে, “এই বৈশ্বিক সমস্যার বিরুদ্ধে লড়াইয়ে পুরো আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে।”

রাশিয়া দুই পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে বলেছে, “আমরা আশা করি, নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে বিরাজমান বিরোধ শান্তিপূর্ণ ও কূটনৈতিক পথে, ১৯৭২ সালের শিমলা চুক্তি এবং ১৯৯৯ সালের লাহোর ঘোষণার আলোকে, দ্বিপাক্ষিকভাবে সমাধান হবে।”

প্রসঙ্গত, ভারত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের বেশ কয়েকটি স্থানে বিমান হামলা চালায়। কোটলি, মুজাফফরাবাদ, আহমেদপুর শরকিয়া, বাঘ ও মুরিদকেতে এসব হামলা হয়। পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন।

ডিরেক্টর জেনারেল ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (ডিজিআইএসপিআর) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় করা হয় এবং কোনও ভারতীয় যুদ্ধবিমানকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে দেয়া হয়নি। 

তিনি আরও দাবি করেন, পাকিস্তানি সেনাবাহিনী পাল্টা হামলায় পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে এবং ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে।

রাশিয়াসহ আন্তর্জাতিক মহল পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ জানাচ্ছে এবং উভয় পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশকে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঘাতকের বুলেটে সাভারের রাজপথে অত্যন্ত নির্মমভাবে শহীদ হন শিক্ষার্থী ইয়ামিন

আমরা গভীরভাবে উদ্বিগ্ন: রাশিয়া

আপডেট সময় : ০২:৪০:৫৫ অপরাহ্ণ, বুধবার, ৭ মে ২০২৫

ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। আজ বুধবার (৭ মে) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পাহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে যে সংঘর্ষ শুরু হয়েছে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বিবৃতিতে বলা হয়, “পাহালগামের কাছে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে, তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।”

একই সঙ্গে রাশিয়া স্পষ্ট করে সন্ত্রাসবাদের সকল রূপের কঠোর নিন্দা জানিয়ে বলেছে, “এই বৈশ্বিক সমস্যার বিরুদ্ধে লড়াইয়ে পুরো আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে।”

রাশিয়া দুই পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে বলেছে, “আমরা আশা করি, নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে বিরাজমান বিরোধ শান্তিপূর্ণ ও কূটনৈতিক পথে, ১৯৭২ সালের শিমলা চুক্তি এবং ১৯৯৯ সালের লাহোর ঘোষণার আলোকে, দ্বিপাক্ষিকভাবে সমাধান হবে।”

প্রসঙ্গত, ভারত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের বেশ কয়েকটি স্থানে বিমান হামলা চালায়। কোটলি, মুজাফফরাবাদ, আহমেদপুর শরকিয়া, বাঘ ও মুরিদকেতে এসব হামলা হয়। পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন।

ডিরেক্টর জেনারেল ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (ডিজিআইএসপিআর) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় করা হয় এবং কোনও ভারতীয় যুদ্ধবিমানকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে দেয়া হয়নি। 

তিনি আরও দাবি করেন, পাকিস্তানি সেনাবাহিনী পাল্টা হামলায় পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে এবং ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে।

রাশিয়াসহ আন্তর্জাতিক মহল পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ জানাচ্ছে এবং উভয় পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশকে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছে।