শিরোনাম :
Logo প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ Logo ঢাকায় হামলার প্রতিবাদে চাঁবিপ্রবিতে প্রকৌশল অধিকার আন্দোলনে বিক্ষোভ Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠনে ১১ সদস্যের কমিটি Logo দিনাজপুরের বীরগঞ্জ শহীদ মিনার চত্বরে ২৭ই আগস্ট বুধবার দুপুর ১২ টায় পশ্চিম ভোগডোমায় খেলার মাঠ রক্ষায় মানববন্ধন করেন স্থানীয় জনগণ Logo উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর প্রতিপক্ষের হামলার অভিযোগ Logo ঢাকায় প্রকৌশল অধিকার আন্দোলনে যোগ দিতে বাসের ব্যবস্থা করল যবিপ্রবি প্রশাসন Logo আওয়ামী ফ্যাসিস্ট দোষরদের শান্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা Logo সাতক্ষীরায় নিখোঁজের ৪ দিন পর রাজমিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo সাজিদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা Logo চাঁদপুর সদর উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা

ভারত-পাকিস্তান সমুদ্র বন্দর থেকে ফিরে যাচ্ছে দুই দেশের জাহাজ

কাশ্মীর ইস্যু কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ হয়েছে। এবার সমুদ্রবাণিজ্যে পারস্পরিক নিষেধাজ্ঞা জারি করেছে দুই দেশ। ভারতের পক্ষ থেকে পাকিস্তানের পতাকাবাহী জাহাজের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার পর পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও ভারতীয় জাহাজের প্রবেশ নিষিদ্ধ করেছে। ফলে বন্দরে না ভিড়ে ফিরে যাচ্ছে অনেক জাহাজ।

ভারতের জাহাজ চলাচল বিভাগের মহাপরিচালক শনিবার এক বিবৃতিতে জানান, পাকিস্তানের পতাকাবাহী কোনো জাহাজকে ভারতের বন্দরে ঢুকতে দেওয়া হবে না। একইভাবে ভারতীয় পতাকাবাহী জাহাজও পাকিস্তানের কোনো বন্দরে যেতে পারবে না। তিনি বলেন, “জনগণ ও জাহাজ চলাচলের স্বার্থে ভারতের সম্পদ, কার্গো এবং অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

পাল্টা প্রতিক্রিয়ায়, পাকিস্তানের সমুদ্রবিষয়ক মন্ত্রণালয়ের বন্দর ও জাহাজ চলাচল বিভাগ এক বিবৃতিতে জানায়, ভারতের পতাকাবাহী কোনো জাহাজ পাকিস্তানের কোনো বন্দরে ঢুকতে পারবে না এবং পাকিস্তানি জাহাজও ভারতের কোনো বন্দরে যাবে না। জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে বিশেষ পরিস্থিতিতে ‘কেস-টু-কেস’ ভিত্তিতে ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিল এক বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের বেশির ভাগই ছিলেন পর্যটক। ভারত দাবি করেছে, ওই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে।

এ ঘটনার মধ্যেই পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, তারা সফলভাবে স্বল্পপাল্লার আবদালি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র ৪৫০ কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, সেনাদের প্রস্তুতি যাচাই ও কারিগরি দক্ষতা নিশ্চিত করাই ছিল এই পরীক্ষার মূল লক্ষ্য।

এদিকে, বাণিজ্যিক সম্পর্কেও নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় গত শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায়, পাকিস্তান থেকে সরাসরি বা পরোক্ষভাবে কোনো পণ্যের আমদানি ও পরিবহন এখন থেকে সম্পূর্ণ নিষিদ্ধ।

পাশাপাশি, পাকিস্তান থেকে আকাশ ও স্থলপথে আসা সব ধরনের ডাক ও পার্সেল পরিবহনও বন্ধ ঘোষণা করেছে ভারতের যোগাযোগ মন্ত্রণালয়।

চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশীর মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনার এই ধারাবাহিকতা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ভারত-পাকিস্তান সমুদ্র বন্দর থেকে ফিরে যাচ্ছে দুই দেশের জাহাজ

আপডেট সময় : ১২:৪৪:২১ অপরাহ্ণ, রবিবার, ৪ মে ২০২৫
কাশ্মীর ইস্যু কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ হয়েছে। এবার সমুদ্রবাণিজ্যে পারস্পরিক নিষেধাজ্ঞা জারি করেছে দুই দেশ। ভারতের পক্ষ থেকে পাকিস্তানের পতাকাবাহী জাহাজের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার পর পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও ভারতীয় জাহাজের প্রবেশ নিষিদ্ধ করেছে। ফলে বন্দরে না ভিড়ে ফিরে যাচ্ছে অনেক জাহাজ।

ভারতের জাহাজ চলাচল বিভাগের মহাপরিচালক শনিবার এক বিবৃতিতে জানান, পাকিস্তানের পতাকাবাহী কোনো জাহাজকে ভারতের বন্দরে ঢুকতে দেওয়া হবে না। একইভাবে ভারতীয় পতাকাবাহী জাহাজও পাকিস্তানের কোনো বন্দরে যেতে পারবে না। তিনি বলেন, “জনগণ ও জাহাজ চলাচলের স্বার্থে ভারতের সম্পদ, কার্গো এবং অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

পাল্টা প্রতিক্রিয়ায়, পাকিস্তানের সমুদ্রবিষয়ক মন্ত্রণালয়ের বন্দর ও জাহাজ চলাচল বিভাগ এক বিবৃতিতে জানায়, ভারতের পতাকাবাহী কোনো জাহাজ পাকিস্তানের কোনো বন্দরে ঢুকতে পারবে না এবং পাকিস্তানি জাহাজও ভারতের কোনো বন্দরে যাবে না। জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে বিশেষ পরিস্থিতিতে ‘কেস-টু-কেস’ ভিত্তিতে ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিল এক বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের বেশির ভাগই ছিলেন পর্যটক। ভারত দাবি করেছে, ওই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে।

এ ঘটনার মধ্যেই পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, তারা সফলভাবে স্বল্পপাল্লার আবদালি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র ৪৫০ কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, সেনাদের প্রস্তুতি যাচাই ও কারিগরি দক্ষতা নিশ্চিত করাই ছিল এই পরীক্ষার মূল লক্ষ্য।

এদিকে, বাণিজ্যিক সম্পর্কেও নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় গত শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায়, পাকিস্তান থেকে সরাসরি বা পরোক্ষভাবে কোনো পণ্যের আমদানি ও পরিবহন এখন থেকে সম্পূর্ণ নিষিদ্ধ।

পাশাপাশি, পাকিস্তান থেকে আকাশ ও স্থলপথে আসা সব ধরনের ডাক ও পার্সেল পরিবহনও বন্ধ ঘোষণা করেছে ভারতের যোগাযোগ মন্ত্রণালয়।

চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশীর মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনার এই ধারাবাহিকতা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।