শিরোনাম :
Logo ঘাতকের বুলেটে সাভারের রাজপথে অত্যন্ত নির্মমভাবে শহীদ হন শিক্ষার্থী ইয়ামিন Logo পলাশবাড়ীতে ধানের শীর্ষ প্রতিকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo হাবিপ্রবিতে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আইইইই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম ২০২৫ Logo সাজিদের মৃত্যু ‘অস্বাভাবিক’ দাবি করে ইবি শিক্ষার্থীদের প্রেস কনফারেন্স Logo শেরপুরে ‘রূপসী শেরপুর’-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন Logo জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত Logo খাগড়াছড়ির ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন Logo সাজিদের জানাজা সম্পন্ন, মৃত্যুরহস্য উদঘাটনে তদন্তের ঘোষণা Logo ঊচত এর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

উস্কানি চরমে, এবার ৪৫০ কিমি পাল্লার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাল পাকিস্তান

পাকিস্তান সফলভাবে ‘আব্দালি’ অস্ত্র ব্যবস্থার প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪৫০ কিলোমিটার। এই উৎক্ষেপণ ‘সেনাদের পরিচালনাগত প্রস্তুতি যাচাই করা’-এর অংশ হিসেবে শনিবার অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। খবর জিও নিউজের

আইএসপিআর জানিয়েছে, এই উৎক্ষেপণের লক্ষ্য ছিল সৈন্যদের কার্যক্ষম প্রস্তুতি নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্রটির উন্নত নেভিগেশন সিস্টেম ও বর্ধিত কৌশলগত গতিশীলতাসহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত বৈশিষ্ট্যসমূহ যাচাই করা।

প্রশিক্ষণ উৎক্ষেপণটি প্রত্যক্ষ করেন আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের কমান্ডার, স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন এবং আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, পাশাপাশি পাকিস্তানের কৌশলগত সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরা।

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, চেয়ারম্যান জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি জেনারেল সাহির শামশাদ মির্জা এবং সেনাবাহিনীর প্রধানগণ অংশগ্রহণকারী সৈন্য, বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানান।

তারা বলেন, জাতীয় নিরাপত্তা রক্ষার লক্ষ্যে পাকিস্তানের কৌশলগত বাহিনীসমূহের নির্ভরযোগ্য ন্যূনতম প্রতিরোধ ক্ষমতা এবং প্রযুক্তিগত দক্ষতার প্রতি তাঁদের পূর্ণ আস্থা রয়েছে।

এই উৎক্ষেপণ এমন এক সময়ে হয়েছে যখন পারমাণবিক শক্তিধর প্রতিবেশী পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা তুঙ্গে, বিশেষ করে ইলিগ্যালি ইন্ডিয়ান অকুপায়েড জম্মু ও কাশ্মীরের পাহালগাম হামলার পর।

ভারত সরকার পাকিস্তানকে এই হামলার জন্য দোষারোপ করলেও কোনো প্রমাণ উপস্থাপন করেনি, এবং পাকিস্তান এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

এদিকে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সেনাবাহিনীকে ‌‘সম্পূর্ণ কার্যক্রমিক স্বাধীনতা’ দিয়েছেন প্রতিক্রিয়া জানানোর জন্য, আর পাকিস্তান এ সপ্তাহে প্রতিবেশী দেশের সম্ভাব্য আগ্রাসনের বিষয়ে সতর্কতা জারি করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঘাতকের বুলেটে সাভারের রাজপথে অত্যন্ত নির্মমভাবে শহীদ হন শিক্ষার্থী ইয়ামিন

উস্কানি চরমে, এবার ৪৫০ কিমি পাল্লার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাল পাকিস্তান

আপডেট সময় : ০৫:১৭:২৮ অপরাহ্ণ, শনিবার, ৩ মে ২০২৫
পাকিস্তান সফলভাবে ‘আব্দালি’ অস্ত্র ব্যবস্থার প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪৫০ কিলোমিটার। এই উৎক্ষেপণ ‘সেনাদের পরিচালনাগত প্রস্তুতি যাচাই করা’-এর অংশ হিসেবে শনিবার অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। খবর জিও নিউজের

আইএসপিআর জানিয়েছে, এই উৎক্ষেপণের লক্ষ্য ছিল সৈন্যদের কার্যক্ষম প্রস্তুতি নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্রটির উন্নত নেভিগেশন সিস্টেম ও বর্ধিত কৌশলগত গতিশীলতাসহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত বৈশিষ্ট্যসমূহ যাচাই করা।

প্রশিক্ষণ উৎক্ষেপণটি প্রত্যক্ষ করেন আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের কমান্ডার, স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন এবং আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, পাশাপাশি পাকিস্তানের কৌশলগত সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরা।

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, চেয়ারম্যান জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি জেনারেল সাহির শামশাদ মির্জা এবং সেনাবাহিনীর প্রধানগণ অংশগ্রহণকারী সৈন্য, বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানান।

তারা বলেন, জাতীয় নিরাপত্তা রক্ষার লক্ষ্যে পাকিস্তানের কৌশলগত বাহিনীসমূহের নির্ভরযোগ্য ন্যূনতম প্রতিরোধ ক্ষমতা এবং প্রযুক্তিগত দক্ষতার প্রতি তাঁদের পূর্ণ আস্থা রয়েছে।

এই উৎক্ষেপণ এমন এক সময়ে হয়েছে যখন পারমাণবিক শক্তিধর প্রতিবেশী পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা তুঙ্গে, বিশেষ করে ইলিগ্যালি ইন্ডিয়ান অকুপায়েড জম্মু ও কাশ্মীরের পাহালগাম হামলার পর।

ভারত সরকার পাকিস্তানকে এই হামলার জন্য দোষারোপ করলেও কোনো প্রমাণ উপস্থাপন করেনি, এবং পাকিস্তান এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

এদিকে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সেনাবাহিনীকে ‌‘সম্পূর্ণ কার্যক্রমিক স্বাধীনতা’ দিয়েছেন প্রতিক্রিয়া জানানোর জন্য, আর পাকিস্তান এ সপ্তাহে প্রতিবেশী দেশের সম্ভাব্য আগ্রাসনের বিষয়ে সতর্কতা জারি করেছে।