শিরোনাম :
Logo আজকের নামাজের সময়সূচি Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনা করতে চায় সরকার Logo চাঁদপুর পৌরসভার ১২৬ কোটি টাকার বাজেট ঘোষণা Logo জবিতে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলা সমঝোতার চেষ্টা শাখা ছাত্রদলের, দফায় দফায় বৈঠক Logo তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা Logo যুব সমাজের মধ্যে ইসলামী মূল্যবোধ না থাকায় আজ যুব সমাজ অধপতনে নিমর্জিত ……..কে. এম ইয়াসিন রাশেদসানী Logo কচুয়ার কাদলা ইউনিয়ন যুবদলের আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত Logo ‘পঞ্চায়েত’ আমার জীবন বদলে দিয়েছে Logo ইন্দোনেশিয়ার পূর্ব উপকূলে ৬.৭ মাত্রার ভূমিকম্প Logo সারাদেশে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি

চুয়াডাঙ্গায় ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা

তরুণদের নেতৃত্বে জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে চার বছর মেয়াদি ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্প। শনিবার, ৩ মে ২০২৫ তারিখে চুয়াডাঙ্গা সদর উপজেলার পাইওনিয়ার লার্নিং ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত এক সেমিনারের মাধ্যমে প্রকল্পটির কার্যক্রম শুরু হয়।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং যুব-নেতৃত্বাধীন প্রতিষ্ঠান জাগো ফাউন্ডেশন ট্রাস্ট যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। চুয়াডাঙ্গা জেলায় স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের দায়িত্ব পালন করছে যুব দক্ষতা উন্নয়ন ফাউন্ডেশন। এ প্রকল্পটি নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত হচ্ছে এবং ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত দেশের ৮টি বিভাগে একযোগে কার্যক্রম চলবে।

প্রকল্পটির লক্ষ্য সমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, লিঙ্গ-সমতা প্রতিষ্ঠা, এবং প্রচলিত নেতিবাচক জেন্ডার ধারণাগুলোর পরিবর্তন। পাশাপাশি জাতীয় ও স্থানীয় পর্যায়ে যুব ও যুব-নেতৃত্বাধীন সংগঠনগুলোর দক্ষতা ও প্রভাব বৃদ্ধি এর অন্যতম উদ্দেশ্য।

বাংলাদেশজুড়ে এই প্রকল্পের প্রত্যক্ষ উপকারভোগী সংখ্যা ১৩,৫১৫ জন, যার মধ্যে রয়েছে ২৫২টি যুব নেতৃত্বাধীন সংগঠনের ১২,৬৯০ জন সদস্য। এছাড়া, জাতীয় যুব পরিষদের সদস্য, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কনটেন্ট নির্মাতা এবং গণমাধ্যমকর্মীরাও এ প্রকল্পের অংশ। গণমাধ্যমের সঙ্গে অংশীদারত্বে সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আরও প্রায় ২০ লাখ মানুষের কাছে ইতিবাচক সামাজিক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে ‘সমতায় তারুণ্য’।

সেমিনারের অংশ হিসেবে দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়, যেখানে ৩০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। আল রোমাজ রাজন এবং শরীফা সুহাসিনী প্রশিক্ষণটি পরিচালনা করেন। অংশগ্রহণকারীদের নেতৃত্বের গুণাবলি, জেন্ডার সমতা, মানবিকতা ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ক ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে যুব দক্ষতা উন্নয়ন ফাউন্ডেশন-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অঞ্জন সাহা আবির, প্রচার সম্পাদক হুসাইন মোহাম্মদ আসিফ, এবং সদস্য পলক, জুয়েল প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, “এই প্রকল্প তরুণদের সচেতন, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। তারা সমাজে ইতিবাচক পরিবর্তনের দূত হয়ে উঠবে, যা একটি অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক সমাজ গঠনে সহায়তা করবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজকের নামাজের সময়সূচি

চুয়াডাঙ্গায় ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা

আপডেট সময় : ০৪:৩৬:১৯ অপরাহ্ণ, শনিবার, ৩ মে ২০২৫

তরুণদের নেতৃত্বে জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে চার বছর মেয়াদি ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্প। শনিবার, ৩ মে ২০২৫ তারিখে চুয়াডাঙ্গা সদর উপজেলার পাইওনিয়ার লার্নিং ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত এক সেমিনারের মাধ্যমে প্রকল্পটির কার্যক্রম শুরু হয়।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং যুব-নেতৃত্বাধীন প্রতিষ্ঠান জাগো ফাউন্ডেশন ট্রাস্ট যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। চুয়াডাঙ্গা জেলায় স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের দায়িত্ব পালন করছে যুব দক্ষতা উন্নয়ন ফাউন্ডেশন। এ প্রকল্পটি নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত হচ্ছে এবং ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত দেশের ৮টি বিভাগে একযোগে কার্যক্রম চলবে।

প্রকল্পটির লক্ষ্য সমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, লিঙ্গ-সমতা প্রতিষ্ঠা, এবং প্রচলিত নেতিবাচক জেন্ডার ধারণাগুলোর পরিবর্তন। পাশাপাশি জাতীয় ও স্থানীয় পর্যায়ে যুব ও যুব-নেতৃত্বাধীন সংগঠনগুলোর দক্ষতা ও প্রভাব বৃদ্ধি এর অন্যতম উদ্দেশ্য।

বাংলাদেশজুড়ে এই প্রকল্পের প্রত্যক্ষ উপকারভোগী সংখ্যা ১৩,৫১৫ জন, যার মধ্যে রয়েছে ২৫২টি যুব নেতৃত্বাধীন সংগঠনের ১২,৬৯০ জন সদস্য। এছাড়া, জাতীয় যুব পরিষদের সদস্য, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কনটেন্ট নির্মাতা এবং গণমাধ্যমকর্মীরাও এ প্রকল্পের অংশ। গণমাধ্যমের সঙ্গে অংশীদারত্বে সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আরও প্রায় ২০ লাখ মানুষের কাছে ইতিবাচক সামাজিক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে ‘সমতায় তারুণ্য’।

সেমিনারের অংশ হিসেবে দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়, যেখানে ৩০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। আল রোমাজ রাজন এবং শরীফা সুহাসিনী প্রশিক্ষণটি পরিচালনা করেন। অংশগ্রহণকারীদের নেতৃত্বের গুণাবলি, জেন্ডার সমতা, মানবিকতা ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ক ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে যুব দক্ষতা উন্নয়ন ফাউন্ডেশন-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অঞ্জন সাহা আবির, প্রচার সম্পাদক হুসাইন মোহাম্মদ আসিফ, এবং সদস্য পলক, জুয়েল প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, “এই প্রকল্প তরুণদের সচেতন, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। তারা সমাজে ইতিবাচক পরিবর্তনের দূত হয়ে উঠবে, যা একটি অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক সমাজ গঠনে সহায়তা করবে।”