শুক্রবার | ৫ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার Logo খুবিতে ইউনেস্কো ও ইউজিসির উদ্যোগে পিয়ার-টু-পিয়ার ওরিয়েন্টেশন Logo সাতক্ষীরা–কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ Logo আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা Logo প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা

আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাগেরহাটে শ্রমিক সমাবেশ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:১০:১৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২ মে ২০২৫
  • ৮১২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) বিকেল ৫টায় ফকিরহাট উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফকিরহাট উপজেলা শাখার সভাপতি মুস্তাফিজুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের বাগেরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি এস কে স্বাধীন, উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা এবিএম তৈয়াবুর রহমান, উপদেষ্টা সদস্য শেখ আবুল আলা মাসুমসহ অন্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু বাস্তবে বহু শ্রমিক এখনও তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। তাই এই দিবসের তাৎপর্য হচ্ছে শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়া এবং সচেতনতা বৃদ্ধি করা। বক্তারা আরও বলেন, ইসলাম শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করেছে এবং শোষণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই সকলের উচিত শ্রমিকদের প্রতি ন্যায্য আচরণ নিশ্চিত করা।

সমাবেশে অংশগ্রহণকারী অনেক শ্রমিক তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা প্রকাশ করেন। কেউ কেউ অভিযোগ করেন যে, তারা দীর্ঘদিন ধরে কাজ করলেও সঠিক মজুরি পান না এবং কর্মস্থলে নিরাপত্তার অভাব রয়েছে। তারা বলেন, এই ধরনের কর্মসূচি তাদের দাবিগুলো প্রকাশ করার সুযোগ করে দেয় এবং সম্মিলিতভাবে সংগঠিত হওয়ার প্রেরণা জোগায়।

আয়োজকেরা জানান, মে দিবস শুধু একটি দিন নয়, এটি শ্রমিকদের অধিকার, মর্যাদা ও ন্যায্যতা প্রতিষ্ঠার প্রতীক। তাই এ ধরনের উদ্যোগ চলমান থাকবে এবং ভবিষ্যতেও আরও সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার

আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাগেরহাটে শ্রমিক সমাবেশ

আপডেট সময় : ০৯:১০:১৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২ মে ২০২৫

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) বিকেল ৫টায় ফকিরহাট উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফকিরহাট উপজেলা শাখার সভাপতি মুস্তাফিজুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের বাগেরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি এস কে স্বাধীন, উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা এবিএম তৈয়াবুর রহমান, উপদেষ্টা সদস্য শেখ আবুল আলা মাসুমসহ অন্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু বাস্তবে বহু শ্রমিক এখনও তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। তাই এই দিবসের তাৎপর্য হচ্ছে শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়া এবং সচেতনতা বৃদ্ধি করা। বক্তারা আরও বলেন, ইসলাম শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করেছে এবং শোষণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই সকলের উচিত শ্রমিকদের প্রতি ন্যায্য আচরণ নিশ্চিত করা।

সমাবেশে অংশগ্রহণকারী অনেক শ্রমিক তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা প্রকাশ করেন। কেউ কেউ অভিযোগ করেন যে, তারা দীর্ঘদিন ধরে কাজ করলেও সঠিক মজুরি পান না এবং কর্মস্থলে নিরাপত্তার অভাব রয়েছে। তারা বলেন, এই ধরনের কর্মসূচি তাদের দাবিগুলো প্রকাশ করার সুযোগ করে দেয় এবং সম্মিলিতভাবে সংগঠিত হওয়ার প্রেরণা জোগায়।

আয়োজকেরা জানান, মে দিবস শুধু একটি দিন নয়, এটি শ্রমিকদের অধিকার, মর্যাদা ও ন্যায্যতা প্রতিষ্ঠার প্রতীক। তাই এ ধরনের উদ্যোগ চলমান থাকবে এবং ভবিষ্যতেও আরও সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে।