ইসরায়েলের দখল করা জেরুজালেম শহরের কাছে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বৃহৎ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে এটিকে। দাবানলের ভয়াবহতা এতটাই দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ একে “জাতীয় জরুরি অবস্থা” হিসেবে ঘোষণা করেছেন। আগুনের তীব্রতা ও বাতাসের গতি বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
গতকাল বুধবার (৩০ এপ্রিল) দাবানলটি ছড়িয়ে পড়ে জেরুজালেমের নিকটবর্তী কয়েকটি এলাকায়। আবহাওয়া ছিল অত্যন্ত শুষ্ক এবং বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ৬০ মাইল। এ অবস্থায় আগুন দ্রুত বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। জেরুজালেম অগ্নিনির্বাপণ বিভাগের কমান্ডার শমুলিক ফ্রিডম্যান জানিয়েছেন, “ইসরায়েলের ইতিহাসে এটি সম্ভবত সবচেয়ে বড় দাবানল। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে।”
দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা প্রাণপণ চেষ্টা চালালেও প্রাকৃতিক অবস্থার কারণে তারা হিমশিম খাচ্ছেন। বর্তমানে প্রায় ১২০টি অগ্নিনির্বাপণ ইউনিট এবং ১২টি বিমান ও হেলিকপ্টার আগুন নেভানোর কাজে অংশ নিচ্ছে।
লোকজনকে সরিয়ে নেওয়া ও সড়ক বন্ধ
দ্য গার্ডিয়ান জানিয়েছে, দাবানলের কারণে জেরুজালেমের বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। শহরের অন্যতম ব্যস্ত মহাসড়ক ‘রুট ১’, যা তেল আবিব ও জেরুজালেমকে সংযুক্ত করে, সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, ঘন ধোঁয়ার মধ্যে মানুষজন রাস্তার পাশে হাঁটছে, অনেকে গাড়ি ফেলে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন।
জরুরি বাহিনীর কর্মীরা পরিত্যক্ত গাড়ি তল্লাশি করে দেখছেন, কেউ আটকে আছেন কিনা। হাসপাতালগুলোতে জরুরি প্রস্তুতি নেওয়া হয়েছে। শামির মেডিকেল সেন্টার ও কপলান মেডিকেল সেন্টারে অন্তত ১৩ জনকে ভর্তি করা হয়েছে। হাদাসা মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ জনসাধারণকে অনুরোধ করেছে, তারা যেন জরুরি প্রয়োজন ছাড়া হাসপাতালে না আসে। হালকা রোগীদের ছেড়ে দেওয়া হচ্ছে, যাতে আহতদের চিকিৎসা দেওয়া যায়।
আগুনের সূত্র নিয়ে সন্দেহ, একজন আটক
অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, পূর্ব জেরুজালেমের উম তুবা এলাকা থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, তিনি খোলা মাঠে আগুন লাগানোর চেষ্টা করছিলেন। তার কাছ থেকে লাইটার, তুলা এবং দাহ্য পদার্থ উদ্ধার করা হয়েছে। পুলিশ দাবি করেছে, তাকে হাতেনাতে আটক করা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক ও জাতিগত উত্তেজনার আশঙ্কাও বাড়ছে। কারণ উম তুবা এলাকায় মূলত আরব ফিলিস্তিনিরা বসবাস করে।
আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে
পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েল আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদন সার ইতালি ও মেসিডোনিয়াসহ ইউরোপের ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে যোগাযোগ করেছেন। ইতোমধ্যে তিনটি অগ্নিনির্বাপণ বিমান ইসরায়েলে পাঠানোর কথা নিশ্চিত করেছে জাতীয় নিরাপত্তা কাউন্সিল।
প্রতিরক্ষামন্ত্রী কার্তজ বলেন, “আমরা এখন এক জটিল সংকট মোকাবিলা করছি। জীবন বাঁচানো এবং আগুন নিয়ন্ত্রণে আনাই আমাদের প্রধান অগ্রাধিকার। দেশের সব বাহিনীকে সক্রিয় করা হয়েছে।”
আগুন ছড়িয়ে পড়ছে নতুন এলাকায়
দাবানল ছড়িয়ে পড়া অন্যতম এলাকা ‘নেভে শালম’ শহরের আশপাশ। এই শহরটি জেরুজালেম থেকে প্রায় ১৫ মাইল পশ্চিমে অবস্থিত। সেখানেও দাউ দাউ করে আগুন জ্বলছে। সড়কের পাশ দিয়ে আগুন ছড়ানোর পাশাপাশি বহু গাড়ি দীর্ঘ সারিতে আটকে পড়েছে। আশপাশের বনাঞ্চল ও খোলা এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে।