শিরোনাম :
Logo খুবি সাংবাদিক সমিতির সভাপতি রমিন, সাধারণ সম্পাদক মিরাজ Logo পঞ্চগড়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন। Logo বিজয়ীর উদ্যোগে হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত প্রতিবন্ধী Logo জাবি সাংবাদিককে হুমকি ও চাপ প্রয়োগের ঘটনায় ইবিসাসের নিন্দা ও প্রতিবাদ Logo চুয়াডাঙ্গায় টিকটকারের জুয়ার প্রচারণার বিরুদ্ধে সাদিকুল ইসলামের সংবাদ সম্মেলন Logo যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই Logo যুদ্ধ হলে ভারতের রাজ্য পাঞ্জাবই দাঁড়াবে পাকিস্তানের পাশে, মোদিকে কঠোর হুঁশিয়ারি Logo কাশ্মীর নিয়ে ‘আগুনে ঘি’ ঢালল বিবিসি, উত্তপ্ত বার্তা ভারতের Logo প্রত্যেক ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত Logo রাজনৈতিক দলের ঠিকানা চশমার দোকান, মাদরাসা, ঠিকাদারি অফিস

জাবি সাংবাদিককে হুমকি ও চাপ প্রয়োগের ঘটনায় ইবিসাসের নিন্দা ও প্রতিবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিনামূল্যে হেপাটাইটিস বি ভ্যাকসিন কর্মসূচির অসঙ্গতি নিয়ে সংবাদ প্রকাশ করায় প্রতিবেদককে হুমকি ও চাপ প্রয়োগের ঘটনাকে নিন্দা ও প্রতিবাদ ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস)। এরূপ ঘটনা স্বাধীন সাংবাদিকতার প্রকাশ্য কণ্ঠরোধ এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি মনে করেন ইবিসাস।

সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৪ টায় ইবিসাসের সভাপতি তাজমুল হক জায়িম ও সাধারণ সম্পাদক রাকিব রিফাত এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।

এসময় তারা যৌথ বিবৃতিতে বলেন, আমরা জানতে পেরেছি যে, গত ২৪ এপ্রিল জাবি ছাত্রদলের উদ্যোগে বিনামূল্যে হেপাটাইটিস বি ভ্যাকসিন কর্মসূচির বিভিন্ন অসংগতি নিয়ে সংবাদ প্রকাশ হয়। প্রতিবেদন প্রকাশের পর জাগোনিউজের জাবি প্রতিনিধি সৈকত ইসলামকে ফোন করেন দৈনিক পত্রিকা সময়ের আলো’র এক স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ। এসময় তিনি ছাত্রদলের হয়ে তাকে জেরা করেন ও সংবাদ না সরালে মামলা করার হুমকি দেন। সাব্বির আহমেদের এমন অপেশাদার আচরণ সাংবাদিকতাকে কলঙ্কিত করেছে। এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে ওই নিউজের প্রতিবাদ জানানো হয়েছে। তবে প্রতিবাদলিপিতে সংবাদের যৌক্তিক সমালোচনা না করে আপত্তিকর শব্দচয়ন করে তিরস্কার করা হয়েছে। ছাত্রদলের তার এই আচরণ গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি বলে মনে করে ইবিসাস।

ইবিসাসের নেতৃবৃন্দ আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্খা ছিলো, যৌক্তিক সমালোচনা ও গণমাধ্যমের স্বাধীন পরিবেশ নিশ্চিত করা। কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, আওয়ামী ফ্যাসিবাদের পতনের পরেও ফ্যাসিবাদী কায়দায় জাতির বিবেকের ভূমিকায় থাকা গণমাধ্যমকর্মীদের কলম থামিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। অভিশ্রীঘ্রই এমন অপচেষ্টা বন্ধ করতে হবে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। অন্যথায়, অপরাধীরা এরকম ঘটনার পুনরাবৃত্তিতে উৎসাহিত হতে পারে, যা বাংলাদেশের জন্য মোটেই ভালো দৃষ্টান্ত হবে না বলে মনে করে ইবিসাস।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবি সাংবাদিক সমিতির সভাপতি রমিন, সাধারণ সম্পাদক মিরাজ

জাবি সাংবাদিককে হুমকি ও চাপ প্রয়োগের ঘটনায় ইবিসাসের নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় : ০৭:৫২:১৪ অপরাহ্ণ, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিনামূল্যে হেপাটাইটিস বি ভ্যাকসিন কর্মসূচির অসঙ্গতি নিয়ে সংবাদ প্রকাশ করায় প্রতিবেদককে হুমকি ও চাপ প্রয়োগের ঘটনাকে নিন্দা ও প্রতিবাদ ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস)। এরূপ ঘটনা স্বাধীন সাংবাদিকতার প্রকাশ্য কণ্ঠরোধ এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি মনে করেন ইবিসাস।

সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৪ টায় ইবিসাসের সভাপতি তাজমুল হক জায়িম ও সাধারণ সম্পাদক রাকিব রিফাত এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।

এসময় তারা যৌথ বিবৃতিতে বলেন, আমরা জানতে পেরেছি যে, গত ২৪ এপ্রিল জাবি ছাত্রদলের উদ্যোগে বিনামূল্যে হেপাটাইটিস বি ভ্যাকসিন কর্মসূচির বিভিন্ন অসংগতি নিয়ে সংবাদ প্রকাশ হয়। প্রতিবেদন প্রকাশের পর জাগোনিউজের জাবি প্রতিনিধি সৈকত ইসলামকে ফোন করেন দৈনিক পত্রিকা সময়ের আলো’র এক স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ। এসময় তিনি ছাত্রদলের হয়ে তাকে জেরা করেন ও সংবাদ না সরালে মামলা করার হুমকি দেন। সাব্বির আহমেদের এমন অপেশাদার আচরণ সাংবাদিকতাকে কলঙ্কিত করেছে। এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে ওই নিউজের প্রতিবাদ জানানো হয়েছে। তবে প্রতিবাদলিপিতে সংবাদের যৌক্তিক সমালোচনা না করে আপত্তিকর শব্দচয়ন করে তিরস্কার করা হয়েছে। ছাত্রদলের তার এই আচরণ গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি বলে মনে করে ইবিসাস।

ইবিসাসের নেতৃবৃন্দ আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্খা ছিলো, যৌক্তিক সমালোচনা ও গণমাধ্যমের স্বাধীন পরিবেশ নিশ্চিত করা। কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, আওয়ামী ফ্যাসিবাদের পতনের পরেও ফ্যাসিবাদী কায়দায় জাতির বিবেকের ভূমিকায় থাকা গণমাধ্যমকর্মীদের কলম থামিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। অভিশ্রীঘ্রই এমন অপচেষ্টা বন্ধ করতে হবে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। অন্যথায়, অপরাধীরা এরকম ঘটনার পুনরাবৃত্তিতে উৎসাহিত হতে পারে, যা বাংলাদেশের জন্য মোটেই ভালো দৃষ্টান্ত হবে না বলে মনে করে ইবিসাস।