শিরোনাম :
Logo মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন Logo সিরাজদিখানে মরহুম হাজী জয়নাল আবেদীন মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo ঢাকায় হামলার প্রতিবাদে খুবিতে প্রকৌশল অধিকার দাবিতে মানববন্ধন Logo চিকিৎসার অভাবে মানবেতর জীবন যাপন করছেন প্রবাসফেরত ইসমাইল হোসেন Logo চিত্রা-নড়াইল জেলা ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের নেতৃত্বে আরমান ও বোরহান Logo চাঁদপুর সদরের জনবান্ধব ইউএনও সাখাওয়াত জামিল সৈকতকে লক্ষ্মীপুরের এডিসি পদে বদলী Logo বেরোবিতে ভর্তি পরীক্ষার আসন বরাদ্দে অনিময়ের অভিযোগ ; প্রশাসন বলছে শিক্ষার্থীদের বুঝার ভুল Logo প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক নুরুন্নাহার মুন্নির সাহিত্য পত্রিকা ‘আখ্যান’ Logo পলাশবাড়ী পৌর এলাকায় জমি জবর দখলের অভিযোগ Logo প্রবাসফেরত ইসমাইলের পাশে দাঁড়ালেন এনসিপি নেতা ডা. আরিফুল ইসলাম

জাবি সাংবাদিককে হুমকি ও চাপ প্রয়োগের ঘটনায় ইবিসাসের নিন্দা ও প্রতিবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিনামূল্যে হেপাটাইটিস বি ভ্যাকসিন কর্মসূচির অসঙ্গতি নিয়ে সংবাদ প্রকাশ করায় প্রতিবেদককে হুমকি ও চাপ প্রয়োগের ঘটনাকে নিন্দা ও প্রতিবাদ ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস)। এরূপ ঘটনা স্বাধীন সাংবাদিকতার প্রকাশ্য কণ্ঠরোধ এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি মনে করেন ইবিসাস।

সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৪ টায় ইবিসাসের সভাপতি তাজমুল হক জায়িম ও সাধারণ সম্পাদক রাকিব রিফাত এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।

এসময় তারা যৌথ বিবৃতিতে বলেন, আমরা জানতে পেরেছি যে, গত ২৪ এপ্রিল জাবি ছাত্রদলের উদ্যোগে বিনামূল্যে হেপাটাইটিস বি ভ্যাকসিন কর্মসূচির বিভিন্ন অসংগতি নিয়ে সংবাদ প্রকাশ হয়। প্রতিবেদন প্রকাশের পর জাগোনিউজের জাবি প্রতিনিধি সৈকত ইসলামকে ফোন করেন দৈনিক পত্রিকা সময়ের আলো’র এক স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ। এসময় তিনি ছাত্রদলের হয়ে তাকে জেরা করেন ও সংবাদ না সরালে মামলা করার হুমকি দেন। সাব্বির আহমেদের এমন অপেশাদার আচরণ সাংবাদিকতাকে কলঙ্কিত করেছে। এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে ওই নিউজের প্রতিবাদ জানানো হয়েছে। তবে প্রতিবাদলিপিতে সংবাদের যৌক্তিক সমালোচনা না করে আপত্তিকর শব্দচয়ন করে তিরস্কার করা হয়েছে। ছাত্রদলের তার এই আচরণ গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি বলে মনে করে ইবিসাস।

ইবিসাসের নেতৃবৃন্দ আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্খা ছিলো, যৌক্তিক সমালোচনা ও গণমাধ্যমের স্বাধীন পরিবেশ নিশ্চিত করা। কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, আওয়ামী ফ্যাসিবাদের পতনের পরেও ফ্যাসিবাদী কায়দায় জাতির বিবেকের ভূমিকায় থাকা গণমাধ্যমকর্মীদের কলম থামিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। অভিশ্রীঘ্রই এমন অপচেষ্টা বন্ধ করতে হবে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। অন্যথায়, অপরাধীরা এরকম ঘটনার পুনরাবৃত্তিতে উৎসাহিত হতে পারে, যা বাংলাদেশের জন্য মোটেই ভালো দৃষ্টান্ত হবে না বলে মনে করে ইবিসাস।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন

জাবি সাংবাদিককে হুমকি ও চাপ প্রয়োগের ঘটনায় ইবিসাসের নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় : ০৭:৫২:১৪ অপরাহ্ণ, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিনামূল্যে হেপাটাইটিস বি ভ্যাকসিন কর্মসূচির অসঙ্গতি নিয়ে সংবাদ প্রকাশ করায় প্রতিবেদককে হুমকি ও চাপ প্রয়োগের ঘটনাকে নিন্দা ও প্রতিবাদ ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস)। এরূপ ঘটনা স্বাধীন সাংবাদিকতার প্রকাশ্য কণ্ঠরোধ এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি মনে করেন ইবিসাস।

সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৪ টায় ইবিসাসের সভাপতি তাজমুল হক জায়িম ও সাধারণ সম্পাদক রাকিব রিফাত এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।

এসময় তারা যৌথ বিবৃতিতে বলেন, আমরা জানতে পেরেছি যে, গত ২৪ এপ্রিল জাবি ছাত্রদলের উদ্যোগে বিনামূল্যে হেপাটাইটিস বি ভ্যাকসিন কর্মসূচির বিভিন্ন অসংগতি নিয়ে সংবাদ প্রকাশ হয়। প্রতিবেদন প্রকাশের পর জাগোনিউজের জাবি প্রতিনিধি সৈকত ইসলামকে ফোন করেন দৈনিক পত্রিকা সময়ের আলো’র এক স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ। এসময় তিনি ছাত্রদলের হয়ে তাকে জেরা করেন ও সংবাদ না সরালে মামলা করার হুমকি দেন। সাব্বির আহমেদের এমন অপেশাদার আচরণ সাংবাদিকতাকে কলঙ্কিত করেছে। এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে ওই নিউজের প্রতিবাদ জানানো হয়েছে। তবে প্রতিবাদলিপিতে সংবাদের যৌক্তিক সমালোচনা না করে আপত্তিকর শব্দচয়ন করে তিরস্কার করা হয়েছে। ছাত্রদলের তার এই আচরণ গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি বলে মনে করে ইবিসাস।

ইবিসাসের নেতৃবৃন্দ আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্খা ছিলো, যৌক্তিক সমালোচনা ও গণমাধ্যমের স্বাধীন পরিবেশ নিশ্চিত করা। কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, আওয়ামী ফ্যাসিবাদের পতনের পরেও ফ্যাসিবাদী কায়দায় জাতির বিবেকের ভূমিকায় থাকা গণমাধ্যমকর্মীদের কলম থামিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। অভিশ্রীঘ্রই এমন অপচেষ্টা বন্ধ করতে হবে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। অন্যথায়, অপরাধীরা এরকম ঘটনার পুনরাবৃত্তিতে উৎসাহিত হতে পারে, যা বাংলাদেশের জন্য মোটেই ভালো দৃষ্টান্ত হবে না বলে মনে করে ইবিসাস।