শিরোনাম :
Logo আজকের নামাজের সময়সূচি Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনা করতে চায় সরকার Logo চাঁদপুর পৌরসভার ১২৬ কোটি টাকার বাজেট ঘোষণা Logo জবিতে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলা সমঝোতার চেষ্টা শাখা ছাত্রদলের, দফায় দফায় বৈঠক Logo তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা Logo যুব সমাজের মধ্যে ইসলামী মূল্যবোধ না থাকায় আজ যুব সমাজ অধপতনে নিমর্জিত ……..কে. এম ইয়াসিন রাশেদসানী Logo কচুয়ার কাদলা ইউনিয়ন যুবদলের আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত Logo ‘পঞ্চায়েত’ আমার জীবন বদলে দিয়েছে Logo ইন্দোনেশিয়ার পূর্ব উপকূলে ৬.৭ মাত্রার ভূমিকম্প Logo সারাদেশে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি

পঞ্চগড়ের বোদায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে ৪ অফিস দায়িত্বে গাফিলতির অভিযোগ।

সরকারি আদেশ ক্যাথলিক চার্চের প্রধান ও ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান হিজ হলিনেস পোপ ফ্রান্সিসের মৃত্যুতে জাতীয় শোক ঘোষণা হলেও বোদায় ৪ সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন হয়নি। সরকারি নির্দেশনা উপেক্ষা করে দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠেছে।

পঞ্চগড় জেলা প্রতিনিধি : আল মাহমুদ দোলন

ক্যাথলিক চার্চের প্রধান ও ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান হিজ হলিনেস পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশ সরকার ২৪ থেকে ২৬ এপ্রিল ২০২৫ পর্যন্ত তিন দিন রাষ্ট্রীয় শোক পালনের নির্দেশনা দিয়েছে। এ উপলক্ষে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেয়া হয়।

কিন্তু সেই সরকারি নির্দেশনা উপেক্ষা করে পঞ্চগড়ের বোদা উপজেলায় চারটি সরকারি প্রতিষ্ঠানে শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৩ টা ২০ মিনিট পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ উঠেছে।

সেই চারটি প্রতিষ্ঠান হলো, বোদা সাব-রেজিস্টার অফিস, বোদা উপজেলা মৎস্য অফিস, বোদা উপজেলা প্রাণিসম্পদ অফিস, এবং বোদা পাইলট সরকারি স্কুল অ্যান্ড কলেজ।

স্থানীয়ভাবে সরেজমিনে দেখা যায়, বোদা সাব-রেজিস্টার অফিসে তালা ঝুলছিল এবং বাইরে কোথাও পতাকা উত্তোলিত ছিল না। মৎস্য অফিস, প্রাণিসম্পদ অফিস এবং বোদা পাইলট সরকারি স্কুলেও জাতীয় পতাকা উত্তোলনের চিত্র দেখা যায়নি।

বোদা পাইলট সরকারি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুবেলের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনদিনের রাষ্ট্র শোকের নোটিশ পেয়েছেন কিনা, তিনি বলেন হ্যাঁ নোটিশ পেয়েছি। কালকে তো শুক্রবার ছিল ঐটা এমনিতেই ছুটি, আর আজকের বিষয়টা আমি বলতে পারতেছি না আমি ভোরে চলে আসছি আমার ভায়রা মারা গেছে তাকে মাটি দেওয়ার জন্য তো আমি গিয়ে তুলে দেয়ার জন্য বলবো।

এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার মোস্তাফিজুর রহমান মুঠোফোন বলেন, আমি অফিসে ফোন করে বলে দিয়েছি, এখন সেটা উত্তোলন করবে।

জেলা মৎস্য কর্মকর্তা খন্দকার আব্দুল হালিম মুঠোফোন জানান, আমি খুব ব্যস্ত আছি হজ্বে যাব অনেক কাজ নিয়েই পড়ে আছি ভাই। তবে উপজেলা বোদায় যিনি দায়িত্বে আছেন আমি তাকে ফোন করেছি আপনার সাথে কথা বলবে। দায়িত্বে অবহেলার বক্তব্য চাইলে তিনি এ বিষয়ে এড়িয়ে যান।

বোদা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ জানান, আমি অফিসকে বলে এসেছিলাম, হয়তো ভুলে গেছে। এখনই বলে দিবো পতাকা উত্তোলনের জন্য।

এ বিষয়ে জানতে চাইলে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার নজির বলেন, চারটি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন হয়নি এটা আপনার কাছ থেকেই জানলাম, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজকের নামাজের সময়সূচি

পঞ্চগড়ের বোদায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে ৪ অফিস দায়িত্বে গাফিলতির অভিযোগ।

আপডেট সময় : ১০:৪৪:০২ অপরাহ্ণ, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

সরকারি আদেশ ক্যাথলিক চার্চের প্রধান ও ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান হিজ হলিনেস পোপ ফ্রান্সিসের মৃত্যুতে জাতীয় শোক ঘোষণা হলেও বোদায় ৪ সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন হয়নি। সরকারি নির্দেশনা উপেক্ষা করে দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠেছে।

পঞ্চগড় জেলা প্রতিনিধি : আল মাহমুদ দোলন

ক্যাথলিক চার্চের প্রধান ও ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান হিজ হলিনেস পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশ সরকার ২৪ থেকে ২৬ এপ্রিল ২০২৫ পর্যন্ত তিন দিন রাষ্ট্রীয় শোক পালনের নির্দেশনা দিয়েছে। এ উপলক্ষে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেয়া হয়।

কিন্তু সেই সরকারি নির্দেশনা উপেক্ষা করে পঞ্চগড়ের বোদা উপজেলায় চারটি সরকারি প্রতিষ্ঠানে শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৩ টা ২০ মিনিট পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ উঠেছে।

সেই চারটি প্রতিষ্ঠান হলো, বোদা সাব-রেজিস্টার অফিস, বোদা উপজেলা মৎস্য অফিস, বোদা উপজেলা প্রাণিসম্পদ অফিস, এবং বোদা পাইলট সরকারি স্কুল অ্যান্ড কলেজ।

স্থানীয়ভাবে সরেজমিনে দেখা যায়, বোদা সাব-রেজিস্টার অফিসে তালা ঝুলছিল এবং বাইরে কোথাও পতাকা উত্তোলিত ছিল না। মৎস্য অফিস, প্রাণিসম্পদ অফিস এবং বোদা পাইলট সরকারি স্কুলেও জাতীয় পতাকা উত্তোলনের চিত্র দেখা যায়নি।

বোদা পাইলট সরকারি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুবেলের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনদিনের রাষ্ট্র শোকের নোটিশ পেয়েছেন কিনা, তিনি বলেন হ্যাঁ নোটিশ পেয়েছি। কালকে তো শুক্রবার ছিল ঐটা এমনিতেই ছুটি, আর আজকের বিষয়টা আমি বলতে পারতেছি না আমি ভোরে চলে আসছি আমার ভায়রা মারা গেছে তাকে মাটি দেওয়ার জন্য তো আমি গিয়ে তুলে দেয়ার জন্য বলবো।

এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার মোস্তাফিজুর রহমান মুঠোফোন বলেন, আমি অফিসে ফোন করে বলে দিয়েছি, এখন সেটা উত্তোলন করবে।

জেলা মৎস্য কর্মকর্তা খন্দকার আব্দুল হালিম মুঠোফোন জানান, আমি খুব ব্যস্ত আছি হজ্বে যাব অনেক কাজ নিয়েই পড়ে আছি ভাই। তবে উপজেলা বোদায় যিনি দায়িত্বে আছেন আমি তাকে ফোন করেছি আপনার সাথে কথা বলবে। দায়িত্বে অবহেলার বক্তব্য চাইলে তিনি এ বিষয়ে এড়িয়ে যান।

বোদা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ জানান, আমি অফিসকে বলে এসেছিলাম, হয়তো ভুলে গেছে। এখনই বলে দিবো পতাকা উত্তোলনের জন্য।

এ বিষয়ে জানতে চাইলে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার নজির বলেন, চারটি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন হয়নি এটা আপনার কাছ থেকেই জানলাম, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।