সোমবার | ১০ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo শরীয়তপুর জেলা সমিতি রাজশাহী নতুন কমিটি গঠিত: সভাপতি সাইদুল, সম্পাদক কনিক Logo পলাশবাড়ীতে একই মালিকানাধীন চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ Logo খুলনায় দুই সাংবাদিকের উপর হামলায় কয়রা প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ  Logo পিরিয়ডে সচেতন থাকতে মানুন নিয়মগুলো Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসলো নতুনত্ব Logo ইউক্রেনের হামলায় রাশিয়ার সীমান্ত এলাকার ২০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন Logo ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা Logo ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি অনুমোদন Logo চাঁদপুরে ফিউচার ইলেকট্রনিক্সের র‍্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ! Logo প্রকাশিত হলো নুরুন্নাহার মুন্নির কাব্যগ্রন্থ ভ্রণফুল

রিকশাচালক বাবার সন্তান আরাফাতের কৃতিত্ব: রাবির ‘বি’ ইউনিটে প্রথম

অভাবের সাথে প্রতিনিয়ত লড়াই করেও হার মানেননি তিনি। বাবার রিকশা চালানোর ঘাম আর নিজের অদম্য পরিশ্রমে গড়ে তুলেছেন এক অনন্য সাফল্যের গল্প। বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া আরাফাতুল ইসলামের কথা।

বাবা মোস্তাক আহমেদ একজন অটোরিকশা চালক। দিনরাত পরিশ্রম করে পাঁচ সদস্যের পরিবারের ভরণপোষণ করেন তিনি। অভাব-অনটনের মধ্যেও সন্তানের স্বপ্ন পূরণে কোনো ছাড় দেননি। আর সেই স্বপ্নই বাস্তব হয়েছে ছেলে আরাফাতুলের সাফল্যে।

নিজের অনুভূতি ব্যাক্ত করে আরাফাতুল ইসলাম বলেন,“ইন্টার ফার্স্ট ইয়ারে থাকাকালীন বিশ্ববিদ্যালয় সম্পর্কে খুব একটা জানতাম না। পরে সেকেন্ড ইয়ারে উঠে শিক্ষক এবং ফেসবুকের বিভিন্ন নিউজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানি। তখন থেকেই স্বপ্ন দেখি এখানে পড়বো।”

নিজের প্রস্তুতির গল্প বলতে গিয়ে তিনি বলেন, “নামাজ, খাওয়া আর ঘুম ছাড়া পুরো সময়টায় আমি পড়াশোনাতেই থাকতাম। এইচএসসির সময় থেকেই পাঠ্যবইগুলো ভালোভাবে পড়ে রেখেছিলাম। তাই ভর্তি পরীক্ষায় খুব একটা চাপ অনুভব করিনি।”

পরীক্ষায় প্রথম হওয়ার খবরে আবেগে আপ্লুত তার বাবা মোস্তাক আহমেদ। তিনি বলেন, “আমার ছেলে অনেক কষ্ট করেছে। আমি শুধু চেয়েছি ও মানুষ হোক। ভবিষ্যতে ও আরো ভালো করবে।”

প্রতিভা আর পরিশ্রমের সামনে দারিদ্র্য কখনও বাঁধা হয়ে দাঁড়ায় না।নিজের চেষ্টা আর পরিশ্রমের মাধ্যমে দেশের লাখো দরিদ্র পরিবারের সন্তানদের জন্য এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন আরাফাতুল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শরীয়তপুর জেলা সমিতি রাজশাহী নতুন কমিটি গঠিত: সভাপতি সাইদুল, সম্পাদক কনিক

রিকশাচালক বাবার সন্তান আরাফাতের কৃতিত্ব: রাবির ‘বি’ ইউনিটে প্রথম

আপডেট সময় : ০৬:১৭:১৬ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

অভাবের সাথে প্রতিনিয়ত লড়াই করেও হার মানেননি তিনি। বাবার রিকশা চালানোর ঘাম আর নিজের অদম্য পরিশ্রমে গড়ে তুলেছেন এক অনন্য সাফল্যের গল্প। বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া আরাফাতুল ইসলামের কথা।

বাবা মোস্তাক আহমেদ একজন অটোরিকশা চালক। দিনরাত পরিশ্রম করে পাঁচ সদস্যের পরিবারের ভরণপোষণ করেন তিনি। অভাব-অনটনের মধ্যেও সন্তানের স্বপ্ন পূরণে কোনো ছাড় দেননি। আর সেই স্বপ্নই বাস্তব হয়েছে ছেলে আরাফাতুলের সাফল্যে।

নিজের অনুভূতি ব্যাক্ত করে আরাফাতুল ইসলাম বলেন,“ইন্টার ফার্স্ট ইয়ারে থাকাকালীন বিশ্ববিদ্যালয় সম্পর্কে খুব একটা জানতাম না। পরে সেকেন্ড ইয়ারে উঠে শিক্ষক এবং ফেসবুকের বিভিন্ন নিউজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানি। তখন থেকেই স্বপ্ন দেখি এখানে পড়বো।”

নিজের প্রস্তুতির গল্প বলতে গিয়ে তিনি বলেন, “নামাজ, খাওয়া আর ঘুম ছাড়া পুরো সময়টায় আমি পড়াশোনাতেই থাকতাম। এইচএসসির সময় থেকেই পাঠ্যবইগুলো ভালোভাবে পড়ে রেখেছিলাম। তাই ভর্তি পরীক্ষায় খুব একটা চাপ অনুভব করিনি।”

পরীক্ষায় প্রথম হওয়ার খবরে আবেগে আপ্লুত তার বাবা মোস্তাক আহমেদ। তিনি বলেন, “আমার ছেলে অনেক কষ্ট করেছে। আমি শুধু চেয়েছি ও মানুষ হোক। ভবিষ্যতে ও আরো ভালো করবে।”

প্রতিভা আর পরিশ্রমের সামনে দারিদ্র্য কখনও বাঁধা হয়ে দাঁড়ায় না।নিজের চেষ্টা আর পরিশ্রমের মাধ্যমে দেশের লাখো দরিদ্র পরিবারের সন্তানদের জন্য এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন আরাফাতুল।