কুয়েট শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রহসনমূলক ও মিথ্যা মামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এক বিবৃতিতে তাঁরা কুয়েট উপাচার্যের প্রত্যক্ষ মদদ এবং প্রশাসনিক অপব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের কণ্ঠরোধের অপচেষ্টার নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, “শিক্ষা প্রতিষ্ঠানে মতপ্রকাশের অধিকার ও গণতান্ত্রিক চর্চা যেখানে স্বাভাবিক বিষয়, সেখানে পুলিশি মামলা ও হয়রানি শিক্ষার্থীদের ন্যায্য দাবি দমন করার এক নগ্ন প্রয়াস।”
তাঁরা আরও বলেন, “এই ধরনের দমন-পীড়ন শিক্ষাঙ্গনের পরিবেশকে সংকটময় করে তোলে। সমস্যার সমাধান কখনোই হয়রানি বা মামলা দিয়ে সম্ভব নয়।”
এই ঘটনার প্রেক্ষিতে শনিবার কুয়েট শিক্ষার্থীদের ডাকা “মার্চ ফর কুয়েট” কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিবৃতিতে বলা হয়, “আমরা বিশ্বাস করি—সবাই মিলে প্রতিরোধ গড়ে তুললেই সকল অন্যায়ের অবসান হবে।”