সোমবার | ১৯ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনে  বিএনপি জামায়াত ভোটের  হাড্ডাহাড্ডি লড়াই! আসন পুনরুদ্ধারে মরিয়া  জাপা Logo ‘বাঁধন’ মওলানা ভাসানী হল ইউনিটের ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা Logo পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo আমরা বিএনপি পরিবার’উদ্যোগে সাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তা Logo সাংবাদিকদের ‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, তোপের মুখে বক্তব্য প্রত্যাহার ড. বদিউল আলমের Logo জীবননগরে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সরঞ্জামাদি বিতরণ Logo জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে : আদিলুর রহমান খান

এক বছরেই লন্ডন ছেড়েছেন ১১ হাজার মিলিয়নিয়ার

বিশ্বের অন্যতম ধনীদের শহর হিসেবে পরিচিত লন্ডন থেকে ২০২৪ সালে রেকর্ড সংখ্যক মিলিয়নিয়ার চলে গেছেন। হেনলি অ্যান্ড পার্টনার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে ১১ হাজার ৩০০-এর বেশি ধনী ব্যক্তি লন্ডন ছেড়ে গেছেন—যা শহরটির জন্য একটি উদ্বেগজনক সঙ্কেত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও দ্য টাইমস জানায়, লন্ডন ছাড়ার এই ধারা কয়েক বছর ধরেই চললেও এবার তা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ‘ওয়ার্ল্ড ওয়েলদিয়েস্ট সিটিজ ২০২৪’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, মিলিয়নিয়ার হারানো শহরের তালিকায় লন্ডন রয়েছে শীর্ষে। দ্বিতীয় অবস্থানে রয়েছে মস্কো, যেখানে ১০ হাজার ধনী ব্যক্তি স্থানান্তরিত হয়েছেন।

বিশ্লেষণ অনুযায়ী, ২০১৪ সাল থেকেই লন্ডনে ধনীদের সংখ্যা কমার প্রবণতা রয়েছে। গত এক দশকে শহরটি হারিয়েছে প্রায় ১২ শতাংশ মিলিয়নিয়ার। এই ধারা অব্যাহত থাকায় লন্ডন প্রথমবারের মতো ‘শীর্ষ পাঁচ ধনী শহরের তালিকা’ থেকেও বাদ পড়েছে। সেই স্থানে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস।

তবে এখনও লন্ডনে মিলিয়নিয়ারের সংখ্যা একেবারে কমে যায়নি। বর্তমানে শহরটিতে ২ লাখ ১৫ হাজার ৭০০ জন মিলিয়নিয়ার বসবাস করছেন, যদিও এক বছর আগে এই সংখ্যা ছিল ২ লাখ ২৭ হাজার।

দ্য টেলিগ্রাফ জানিয়েছে, লন্ডন ছেড়ে যাওয়া ধনীদের অনেকে এশিয়া ও আমেরিকার বিভিন্ন দেশে নতুনভাবে বসতি গড়ছেন।

বিশ্লেষকরা বলছেন, লন্ডন থেকে ধনীদের এই স্থানান্তরের পেছনে রয়েছে বেশ কিছু মূল কারণ—
– করের বোঝা ক্রমাগত বাড়ছে
– ২০০৮ সালের আর্থিক সংকটের পর থেকে পূর্ণ পুনরুদ্ধার হয়নি
– ব্রেক্সিটের ফলে ব্যবসা ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়েছে

এই তিনটি কারণে লন্ডনের আকর্ষণ হারাচ্ছেন বিশ্বের বিত্তবানরা। তবে শহরটি এখনো ধনীদের জন্য এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেই বিবেচিত হচ্ছে বলে জানিয়েছেন বিশ্লেষকেরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা

এক বছরেই লন্ডন ছেড়েছেন ১১ হাজার মিলিয়নিয়ার

আপডেট সময় : ০৮:০৫:১৬ অপরাহ্ণ, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
বিশ্বের অন্যতম ধনীদের শহর হিসেবে পরিচিত লন্ডন থেকে ২০২৪ সালে রেকর্ড সংখ্যক মিলিয়নিয়ার চলে গেছেন। হেনলি অ্যান্ড পার্টনার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে ১১ হাজার ৩০০-এর বেশি ধনী ব্যক্তি লন্ডন ছেড়ে গেছেন—যা শহরটির জন্য একটি উদ্বেগজনক সঙ্কেত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও দ্য টাইমস জানায়, লন্ডন ছাড়ার এই ধারা কয়েক বছর ধরেই চললেও এবার তা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ‘ওয়ার্ল্ড ওয়েলদিয়েস্ট সিটিজ ২০২৪’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, মিলিয়নিয়ার হারানো শহরের তালিকায় লন্ডন রয়েছে শীর্ষে। দ্বিতীয় অবস্থানে রয়েছে মস্কো, যেখানে ১০ হাজার ধনী ব্যক্তি স্থানান্তরিত হয়েছেন।

বিশ্লেষণ অনুযায়ী, ২০১৪ সাল থেকেই লন্ডনে ধনীদের সংখ্যা কমার প্রবণতা রয়েছে। গত এক দশকে শহরটি হারিয়েছে প্রায় ১২ শতাংশ মিলিয়নিয়ার। এই ধারা অব্যাহত থাকায় লন্ডন প্রথমবারের মতো ‘শীর্ষ পাঁচ ধনী শহরের তালিকা’ থেকেও বাদ পড়েছে। সেই স্থানে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস।

তবে এখনও লন্ডনে মিলিয়নিয়ারের সংখ্যা একেবারে কমে যায়নি। বর্তমানে শহরটিতে ২ লাখ ১৫ হাজার ৭০০ জন মিলিয়নিয়ার বসবাস করছেন, যদিও এক বছর আগে এই সংখ্যা ছিল ২ লাখ ২৭ হাজার।

দ্য টেলিগ্রাফ জানিয়েছে, লন্ডন ছেড়ে যাওয়া ধনীদের অনেকে এশিয়া ও আমেরিকার বিভিন্ন দেশে নতুনভাবে বসতি গড়ছেন।

বিশ্লেষকরা বলছেন, লন্ডন থেকে ধনীদের এই স্থানান্তরের পেছনে রয়েছে বেশ কিছু মূল কারণ—
– করের বোঝা ক্রমাগত বাড়ছে
– ২০০৮ সালের আর্থিক সংকটের পর থেকে পূর্ণ পুনরুদ্ধার হয়নি
– ব্রেক্সিটের ফলে ব্যবসা ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়েছে

এই তিনটি কারণে লন্ডনের আকর্ষণ হারাচ্ছেন বিশ্বের বিত্তবানরা। তবে শহরটি এখনো ধনীদের জন্য এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেই বিবেচিত হচ্ছে বলে জানিয়েছেন বিশ্লেষকেরা।