বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের বিবৃতি চারুকলা ইনস্টিটিউটে “ফ্যাসিষ্ট মুখাকৃতি ও শান্তির পায়রা” জ্বালিয়ে দেয়ার বিরুদ্ধে

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৮:৪৭:৩৩ অপরাহ্ণ, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ৭১১ বার পড়া হয়েছে

এ বছর বৈশাখের আনন্দ মিছিলের নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ যাত্রা’ করায় চারুকলা ইনস্টিটিউট কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। সেই সঙ্গে ‘ফ্যাসিস্ট মুখাকৃতি ও শান্তির পায়রা’ জ্বালিয়ে দেয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

রোববার ( ১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে,  শনিবার (১২ এপ্রিল) ভোর ৪টার দিকে কালো টি-শার্ট ও মুখে মুখোশ পরা এক যুবক অফিসের দেয়াল টপকে গ্যাস লাইটার দিয়ে ‘ফ্যাসিস্ট মুখাকৃতি ও শান্তির পায়রা’ মোটিফে আগুন ধরিয়ে দেয় ও পুড়ে ছাই হওয়া নিশ্চিত করে পুনরায় দেয়াল ডিঙিয়ে পালিয়ে যায়। এটা জাতির জন্য খুবই হতাশাজনক।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা মনে করি এই দুঃখজনক ঘটনার দায় সংস্কৃতি মন্ত্রণালয় ও চারুকলা ইনস্টিটিউট এড়াতে পারে না। দীর্ঘদিন যাবৎ এ মন্ত্রণালয় সচিব শূন্য রেখে ফ্যাসিস্ট দোসরদের দিয়ে দায়িত্ব পালন করানো এবং চারুকলা ইনস্টিটিউটে ও সংস্কৃতি মন্ত্রণালয়ে ফ্যাসিস্ট প্রেতাত্মাদের লালন-পালন করার সুযোগে এ সব প্রেতাত্মারাই ‘বর্ষবরণ আনন্দ যাত্রা’র মাত্র একদিন আগে এই নিন্দনীয় অপকর্ম করার সহস দেখিয়েছে। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তির পদক্ষেপ গ্রহণ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও চারুকলা ইনস্টিটিউটকে ফ্যাসিস্ট দোসর মুক্ত করা হোক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের বিবৃতি চারুকলা ইনস্টিটিউটে “ফ্যাসিষ্ট মুখাকৃতি ও শান্তির পায়রা” জ্বালিয়ে দেয়ার বিরুদ্ধে

আপডেট সময় : ০৮:৪৭:৩৩ অপরাহ্ণ, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

এ বছর বৈশাখের আনন্দ মিছিলের নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ যাত্রা’ করায় চারুকলা ইনস্টিটিউট কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। সেই সঙ্গে ‘ফ্যাসিস্ট মুখাকৃতি ও শান্তির পায়রা’ জ্বালিয়ে দেয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

রোববার ( ১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে,  শনিবার (১২ এপ্রিল) ভোর ৪টার দিকে কালো টি-শার্ট ও মুখে মুখোশ পরা এক যুবক অফিসের দেয়াল টপকে গ্যাস লাইটার দিয়ে ‘ফ্যাসিস্ট মুখাকৃতি ও শান্তির পায়রা’ মোটিফে আগুন ধরিয়ে দেয় ও পুড়ে ছাই হওয়া নিশ্চিত করে পুনরায় দেয়াল ডিঙিয়ে পালিয়ে যায়। এটা জাতির জন্য খুবই হতাশাজনক।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা মনে করি এই দুঃখজনক ঘটনার দায় সংস্কৃতি মন্ত্রণালয় ও চারুকলা ইনস্টিটিউট এড়াতে পারে না। দীর্ঘদিন যাবৎ এ মন্ত্রণালয় সচিব শূন্য রেখে ফ্যাসিস্ট দোসরদের দিয়ে দায়িত্ব পালন করানো এবং চারুকলা ইনস্টিটিউটে ও সংস্কৃতি মন্ত্রণালয়ে ফ্যাসিস্ট প্রেতাত্মাদের লালন-পালন করার সুযোগে এ সব প্রেতাত্মারাই ‘বর্ষবরণ আনন্দ যাত্রা’র মাত্র একদিন আগে এই নিন্দনীয় অপকর্ম করার সহস দেখিয়েছে। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তির পদক্ষেপ গ্রহণ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও চারুকলা ইনস্টিটিউটকে ফ্যাসিস্ট দোসর মুক্ত করা হোক।